নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a simple man , who is trying to be a human

সুলতান সুলেমান

সুলতান সুলেমান › বিস্তারিত পোস্টঃ

জাহাজের চাকরী

১৬ ই মে, ২০১৬ সকাল ১১:১৫


জাহাজে যারা চাকরী করে সবাই কি
মেরিন ইঞ্জিনিয়ার ? না সবাই
মেরিন ইঞ্জিনিয়ার নয়। জাহাজে
যারা চাকরী করেন তাদের তিন
ভাগে ভাগ করা যায়।
১) ডেক ডিপার্টমেন্টঃ এই
ডিপার্টমেন্টের প্রধান জাহাজের
"ক্যাপ্টেন""মাস্টার"। তিনিই
জাহাজের প্রধান কর্মকর্তা। এর পর
সিরিয়ালি রয়েছেন -চিফ
অফিসার,ফাস্ট অফিসার,সেকেন্ড
অফিসার, থার্ড অফিসার, ডেক
ক্যাডেট ।
ডেকের ক্রদের প্রধান হচ্ছে বোসান
(সারেং নামে আদি কালে পরিচিত)
তারপর এবি(পুর্বে সুকানি নামে
পরিচিত) এবং জিএস(নতুন কিংবা
ট্রেনিং)।
২) ইঞ্জিন ডিপার্টমেন্টঃ চিফ
ইঞ্জিনিয়ার এই ডিপার্ট লিড করেন।
সেই সাথে ফাস্ট ইঞ্জিনিয়ার(অনেক
কোম্পানিতে সেকেন্ড ইঞ্জিনিয়ার
নামে পরিচিত) সেকেন্ড
ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার,
ফোর্থ ইঞ্জিনিয়ার , ইলেক্ট্রিক্যাল
ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিন ক্যাডেট।
ইঞ্জিন ক্রুর মধ্যে রয়েছে ফিটার,
ওয়েল্ডার , অয়লার (তেলওয়ালা নামে
নোয়াখালী অঞ্চলে পরিচিত)
কিংবা মোটরম্যান, ওয়াইপার
ইত্যাদি।
৩) কুক ডিপার্টমেন্টঃ এখানে ২/৩
তিনজন থাকে। কুক রান্না করেন এবং
স্টুয়ার্ড কুককে হেল্প করা, অফিসারদের
খাবার দেয়া, তাদের রুম পরিষ্কার
করা ইত্যাদি করে থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.