নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a simple man , who is trying to be a human

সুলতান সুলেমান

সুলতান সুলেমান › বিস্তারিত পোস্টঃ

একটি বিশ বছরের তরুনী

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

রক্তজবা রঙয়ের শাড়ি পরে একটি মেয়ে
হাসপাতালের করিডরে খালি পায়ে
হাঁটছে। চোখে মুখে অদ্ভুত বিষন্নতা।
আশ্চর্য্য রকমের বিষাদ মাখা দুটি চোখে
কয়েক সহস্রাব্দের ক্লান্তি। মেয়েটির
প্রতি পদক্ষেপে রক্তাক্ত পায়ের ছাপ
লেপ্টে যাচ্ছে করিডরে।
মেয়েটির পেছন পেছন দুজন মহিলা পুলিশ
হাঁটছে।ইউনিফর্মের নীল শাড়িতে
তাদেরকে স্নিগ্ধ দেখানর বদলে প্রচন্ড
কাঠখোট্টা এবং নিষ্ঠুর দেখাচ্ছে।
যে মেয়েটি রক্ত জবা রঙয়ের শাড়ি পরে
হাসপাতালের করিডরে খালি পায়ে
হাঁটছে সেই বিষাদ চোখের মেয়েটি
গতরাতে একজন পুরুষকে খুন করেছে। খুনের
কারন একটি অনাকাংখিত শিশু।
দুচোখে গাঢ় বিষাদ আর সহস্রাব্দের
ক্লান্তি নিয়ে মেয়েটি এই মুহুর্তে মনে
মনে একটি শিশুকে কবিতা শোনাচ্ছে।
সেই কবিতার সারমর্ম পৃথিবীর মানুষ এবং
ভালবাসা।
সমস্ত পৃথিবীতে একটি বিশ বছরের তরুনী
বাদে আর কেউ নেই শিশুটিকে প্রচন্ড
ভালবাসায় কবিতা শোনায়।
শিশুটি নিথর এক সমুদ্রের গভীরে ঘুমিয়ে
আছে। জলের কলোরল আর গভীর অন্ধকারের
মমাঝে একটি মায়ামাখা কন্ঠস্বর ছাড়া
যেখানে কিছুই নেই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের নিষ্ঠুরতার বিষাদ মাখা প্রতিচ্ছবি!

++++++++++

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

গেম চেঞ্জার বলেছেন: মানবতার অবক্ষয়!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬

সুলতান সুলেমান বলেছেন: হুম ভাই

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

সুলতান সুলেমান বলেছেন: মানবতা এখন শুধু মানুষের মুখেই শোভা পায়।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: মানবতার অবক্ষয়ই বটে।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

জনৈক অচম ভুত বলেছেন: কিছু বলার নেই। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.