নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a simple man , who is trying to be a human

সুলতান সুলেমান

সুলতান সুলেমান › বিস্তারিত পোস্টঃ

এই দেশ কারো বাপের একার না

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯



এই বুইড়া ব্যাটারে চিনেন??
চিনেন না মনে হয়।
চিনায়ে দেই।
ব্যাটা ছিল মিলিটারির হাবিলদার।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতো।
লোকটা মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার অপরাধে রাজাকাররা তার বৌরে রেইপ করার হুমকি দিছিল।
লোকটা বাড়িতে আসার জন্য যুদ্ধের ময়দান থেইকা রওনা দিল।
আইসা দেখলো তার বউ গলায় দড়ি দিসে।
বাচ্চারা একজনও জিন্দা নাই।
সেই যে লোকটা বাড়ি ছাইড়া গেল,দেশ স্বাধীন না কইরা সে বাড়ি আসে নাই।
তারপর,লোকটা পাচ হাজার মুক্তির এক ফৌজ বানাইলো,বরিশাল,
ঝালকাঠি,গোপালগঞ
্জ,ফরিদপুর,মাদারীপুর,শরিয়তপুর আর বাগেরহাটে এরা যুদ্ধ কইরা বেড়াইতো।
একদিন যুদ্ধের মধ্যে একটা বুলেট লোকটার গালের একপাশ দিয়া ঢুইকা আরেক দিক দিয়া বাইর হয়া গেল।
আটটা দাত পইড়া গেল।
দর দর কইরা রক্ত পড়তাসিলো।
লোকটা যুদ্ধ থামায় নাই।
ঐ যুদ্ধে পাকিস্তানি বাহিনীরে হারায়া তারপর সে ব্লীডিংয়ের ঠ্যালায় বেহুশ হয়া গেসে।
কিন্তু হারে নাই।
এই বুইড়ার নাম হেমায়েত উদ্দিন।
বাংলাদেশের না খালি,গোটা মডার্ন মিলিটারি হিস্ট্রির অন্যতম গেরিলা লিজেন্ড।
চিন্যা রাখেন।
পাকিস্তানিগো গাইল দেয়ার সময় হয়তো কামে লাগবো না,তয় নিজের পরিচয় হাতড়াইতে গেলে কামে লাগতে পারে।
গত পরশু এই লোকটা ঘুমায়ে গেসে।অনন্ত ঘুম। কোনো মঞ্চ শ্রদ্ধা করেনি তার নাম ।
এই মাটিতে এইরম আরো অনেক হেমায়েত ঘুমায়।
এইটা হেমায়েতগো দেশ,কারো বাপের না,কারো জামাইয়েরও না।

মন্তব্য ২১ টি রেটিং +১০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: কি আর কমু কওয়ার কিছু নাই - -- - -

২| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২২

সুলতান সুলেমান বলেছেন: কারো 8-| কিছুই বলার নেই। নির্বাক হে জাতি

৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: জয় হউক চেতনাবাজ

৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮

পিলিয়ার বলেছেন: তাকে লক্ষ কোটি সালাম ও শ্রদ্ধা

৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: Click This Link

৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২

সুমন কর বলেছেন: শ্রদ্ধা রইলো।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬

জাগরিত নিদ্রা বলেছেন: শ্রদ্ধা রইল

৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০১

মিউজিক রাসেল বলেছেন: ''এইটা হেমায়েতগো দেশ'' কথা সত্য

৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৮

শূণ্য পুরাণ বলেছেন: সত্য কথার ভাত নাই

১০| ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৩

সুলতান সুলেমান বলেছেন: দেশ আজ রসাতলে

১১| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হেমায়েতের প্রতি শ্রদ্ধা

১২| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সাহসী সন্তান বলেছেন: ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে হেমায়েত উদ্দীনদের মত কিছু সাহসী মুক্তিযোদ্ধা ছিল বলেই আজ গলা ফাটাইয়া চিৎকার করে বলতে পারি- 'হ্যাঁ আমরা এখন স্বাধীন জাতি!' অথচ সেই মহান মানুষটার মৃত্যুযে এতটা নিভৃতে ঘটে যাবে, সেটা কল্পনাও করতে পারিনি! :(

একটা জিনিস বেশ ভাল ভাবেই বুঝতে পারছি, আজকালকার দিনে চেতনাবাজ না হইলে কেউ আর তার জন্য ছিঁচ কান্দন কাঁদে না! তোপধ্বনী তো কেবল তাদের ভাগ্যেই শোভা পায়, যারা গোটা দেশটাকে ধ্বংস করে সেটাকে মায়ের ভোগে পাঠানোর ব্যবস্থা করছে!

মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর চলে গেলেন, অথচ তার কফিনে শ্রদ্ধা জানানোর জন্য একটা ফুলের মালাও জুঠলো না; এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? :(

প্রিয় বীর, শান্তিতে ঘুমান আপনি! এই দেশ, দেশের মানুষ হয়তো আপনাকে চেনেনি! তবে নিশ্চই আপনি আপনার যোগ্য প্রাপ্য ঠিক জায়গা থেকেই পেয়ে যাবেন!!

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


খুবই গুরুত্বপুর্ন বিষয়ে লিখেছেন; কিন্তু লিখার স্টাইলটা সুন্দর হয়নি।

যাক, মুক্তিযোদ্ধা হেমা্যেত সাহেবের জন্য অনেক অনেক শ্রদ্ধা রলো; বেংগল রেজিমেন্ট ও ইপিআরের লোকেরা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন; বাংগালীরা দরিদ্রদের অবদান মনে রাখার মত পজিশনে এখনো আসেননি। স্বয়ং শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব মুক্তিযোদ্ধাদের অবদানকে অনুভব করতে ব্যর্থ হয়েছিলেন; ৯ মাস যুদ্ধ করার পর, তাঁদেরকে আবার জীবন সংগ্রামে নামতে হয়েছিল, ও অসম প্রতিযোগীয়তার উনারা পরাজিত হয়েছেন; বাংলার মানুষ বুঝতে পারেনি তাঁদের অবদান।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৬

কালীদাস বলেছেন: ইনিই কি সেই হেমায়েতবাহিনীর প্রধান হেমায়েত? হেমায়েতবাহিনীর ভয়ে ফাকিরা কাঁপত ঐ এলাকায়।
আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই বীরের প্রতি।
রাষ্ট্রীয় সম্মাননা দেখানোর লোকগুলো ঘুমিয়ে আছে, ওরা সারা জীবন ঘুমিয়েই ছিল।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫

আমিই মিসির আলী বলেছেন: শ্রদ্ধা রইলো ।
আল্লাহ তাকে শহীদের মর্যদা দিক ।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশকে যারা সত্যি ভালোবাসে তারা আর যাই করুক দেশকে নিয়ে ধান্ধাবাজি করে না, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি বা সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে না | দূর্ভাগ্যক্রমে এইসব বসন্তের কোকিলের সংখ্যাই বর্তমানে বেশি | আরেকটা কথা - শুধু যারা একাত্তরে যুবক ছিল এবং পাকিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই যে শুধু মুক্তিযোদ্ধা তা নয় ! বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি যে বাংলার যে সকল সন্তান শত অভাব-অনটন, দুঃখ কষ্টের মধ্যেও তাদের নীতি বিসর্জন দিয়ে দেশের সাথে বেইমানি করে নি তারাও এক এক জন মুক্তিযোদ্ধা | এদের মতো কিছু লোক বাংলাদেশে আছে বলেই দেশটা এখনো সম্পূর্ণ নষ্ট বা ভ্রষ্ট হয়ে যায় নি |

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অন্তরের গভীর থেকে শ্রদ্ধা রইলো এই বীরের প্রতি |

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৫

মানবী বলেছেন: "থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে,
জীবনের দীনতা হীণতা নিয়ে
তোমাদের কথা রবে সাধারন মানুষের মুখে..."

- গানের এই কলিগুলো যেনো গেরিলা লিজেন্ড হেমায়েত উদ্দিন ও তাঁর মহান দেশপ্রেমিক যোদ্ধাদের উদ্দেশ্যেই লেখা হয়েছিলো। গেরিলা লিজেন্ডকে অণ্তরের অণ্তঃস্থল থেকে শ্রদ্ধা। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

সুলতান সুলেমান আপনার ধন্যবাদ এই মহান যোদ্ধার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। যে অবজ্ঞা, অবহেলা আর দুর্দশার মাঝে এই বীরের যুদ্ধ পরবর্তী জীবন কেটেছে তার প্রকাশে পোস্টে ব্যবহৃত ব্যঙ্গাত্বক ভাষা যথার্থ!

না ফেরার দেশে চলে যাওয়া এই বীরের জন্য আর কিছু করা সম্ভব না হলেও তাঁর সন্মানে এই লিজেন্ডকে সম্পর্কে লেখা একটি পোস্ট অন্তঃত এক দিনের জন্য হলেও স্টিকি করা হলে ভালো হতো।

ভালো থাকুন।

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বেঈমান জাতি তাঁদের অবদান উপলোব্ধি করতে পারেনি ।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২

মূল-উপদল বলেছেন: হেমায়েত উদ্দিন বীরবিক্রম। উইকিপিডিয়াতে হেমায়েত বাহীনি এবং হেমায়েত উদ্দীন বীর বিক্রম এর উপর ছোট দুইটা আর্টিকেল আছে। হেমায়েত উদ্দিন বীরবিক্রম, মৃত্যু দিবস ২২ অক্টোবর ২০১৬। তাহলে ইনিই কি সেই হেমায়েত উদ্দিন বীরবিক্রম?
https://en.wikipedia.org/wiki/Hemayet_Bahini
https://en.wikipedia.org/wiki/Hemayet_Uddin
http://bangla.bdnews24.com/samagrabangladesh/article1231052.bdnews

বিডি নিউজের আর্টীকেলে ওনার সেই চাকরীকালীন ছবি দেওয়া আছে কিন্তু সাম্প্রতিক কোন ছবি নেই, মোটামুটি মানের দায়সারা রিপোর্ট। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। কিন্তু কোন রাষ্ট্রীয় সম্মান কপালে জোটেনি!! যদি উপরের ছবিটা ওনার হয়, তাহলে তো বলাই যায়, কি করুন ছিলো যুদ্ধ পরবর্তী বাকী জীবন।

আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন, যে সম্মান দুনিয়াতে পাবার কথা ছিলো তা পরকালে বহুগুনে প্রদান করুন।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬

মূল-উপদল বলেছেন: শুধু অবহেলা না, একটা বিচারাধীন আসামী হিসেবেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন

স্বাধীনতার পর ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ফরিদপুরের একটি আসনে প্রতিদ্বদন্ধী ন্যাপ (মোজাফ্ফর)-এর প্রার্থী কমলেশ বেদজ্ঞসহ ৪ খুনের মামলায় হেমায়েত উদ্দিন বীরবিক্রমকে আসামী করা হয় (দৈনিক সংবাদ, ১১ মার্চ, ১৯৭৩)। মামলাটি অদ্যাবধি বিচারাধীন বলে জানা গেছে।
https://www.amarblog.com/motiurrahman/posts/116179

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.