নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

সুরে সুরে ডুবসাঁতার

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

আজ সন্ধ্যাবেলা তারামিউজিক এ ,"আজ সকালের আমন্ত্রন" এ সন্তরবাদক পন্ডিত তরুণ ভট্যাচায্যের বাজনা শুনতে শুনতে মনে হচ্ছিল বুকের মধ্যে কেমন ওলট পালট হচ্ছে।
ঝড় নাকি বজ্রপাত, নাকি ঝুম বৃষ্টি হলে যেমন অনুভূতি হয়,তেমন কিছু!
সুর ছুঁয়ে যাচ্ছিল আমাকে। সুরের সাথে স্পর্শের এই খেলায় কি এক মুগ্ধ আবেশে ডুবে ছিলাম।
মাঝে মাঝে সঞ্চালিকা মৈত্রেয়ীর কথা। এত ভালোলাগা। এত ভালোলাগাকে কি বলে আমার জানা নেই। আসলেই, শুধু চুপ করে বসে থাকা।
কিছু সুরেলা সময় থাকে এমনি, আনন্দ-দুঃখ মাখানো। ভাবনাতেই এভাবে বেশ পাহাড়ে চলে যাওয়া যায়, ঘরে বসেই বৃষ্টিতে ভেজা যায় অথবা নাম না জানা কোন নদীর পারে কাঠের সাঁকোতে বসে পানিতে পা ডুবিয়ে বসে থাকা যায়।
এমন সময়ের কাছে চিরটাকাল নতজানু আমি! সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ করি কৃতজ্ঞ চিত্তে। ভাগ্যিস অনুভূতিশীল মানুষ হয়ে জন্মেছি।
ভালো কথা,গান,সুর,কবিতা শুনলে তাই কেমন যেনো হয়ে যাই। আমি যেনো আর আমি থাকি না।হয়ে যাই ইচ্ছামতী।
আমার একা থাকা সময়ে ,একা ভাসা সময়ে এত সুন্দর সুরের মূর্ছণায় ডুবে যেতে যেতে কেবলি মনে হয় জীবনটা কি সুন্দর। কি সুন্দর এই বেঁচে থাকা!

শুধু আমি একা না, আমার ঘরের সবুজ পাতার,লাল পাতার গাছগুলো ও মুগ্ধ হয় এই সুরের ধারায় আমি নিশ্চিত বলতে পারি! পাতার শিরায় জমা হতে থাকে শিশিরের মতন টুপ জল। আনন্দ না কি দুখের অশ্রুধারা? কে জানে! আমারও চোখ ভেসে যায়।

“বড় আশা করে এসেছিগো,কাছে ডেকে নাও” এই সুরের সাথে আমি পিছনে হাঁটতে হাঁটতে লালমনিরহাট এ চলে যাই। রেললাইনের ধারে আমাদের সাহেবপাড়ার সেই দোতলা বাসা। বাসার সামনে বিশাল বাগান আর বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথ। ভাইজান এই পথে হাঁটতে হাঁটতে এই গানটা গাইতো। আমি পিছন পিছন হাঁটতাম। অনেকদিন পর যেনো ছোট্ট আমি সুরের সাথে ,গানের সাথে সেই পথে হাঁটলাম। আমার ভাই এর পিছু পিছু।

স্বর্গীয় অনুভূতি কাকে বলে জানিনা। আমাদের কারোই তা জানা নেই। তবু অদ্ভুত তরঙ্গের এই খেলা, অপার্থিব এই অনুভূতিকে কি স্বর্গীয় অনুভূতি বলে? নিজেকে খুব তুচ্ছ মনে হয়। ছোট্ট তারার হয়ে হারিয়ে যেতে থাকি এক আকাশ থেকে অন্য আকাশে।

মানুষের মন! কিযে অচীন স্রোতের টান এই মনের নদীতে।
কখনো উজানে,কখনো ভাটায়, বাতাসের সাথে মিলে মিশে ফিসফাস। এলোমেলো পথচলা। আলুথালু চুলে হেঁটে যাওয়া প্রেমিকার মতন। চোখ দুটো বন্ধ করে কি আবেশে ভেসে বেড়াই।মনে পড়ে রবী শংকর, আনন্দশংকরকে। তাঁরাই তো এভাবে বুঁদ হতে শিখিছেন।

জলতরঙ্গের খেলায় কখনো পাহাড়ে উঠি। কখনো কাশবনে হাঁটতে হাঁটতে হয়ে যাই মেঘবতী এক। সাদা শাড়ি ,সাদা ব্লাউজ,গলায় আকাশ নীল এর মালা।
সুরের ঝর্ণাধারায় মিশে একটা পেখমখোলা ময়ূর হয়ে যাই। আনন্দ সুর ঝংকারে ভাসতে ভাসতে হয়ে যাই আনন্দমতী। তখন পড়নে থাকে লাল রং শাড়ি।
আন্দামান দ্বীপে ঘুরতে চলে যাই। সমুদ্রের কিনারায় হাঁটতে হাঁটতে নিজেও গাইতে শুরু করি গান।
রবী ঠাকুরের গান।
তিনিই তো ভাসতে শিখিছেন ভেলার মতন,কখনোবা স্রোতে ভাসা পদ্মপাতার মতন।
উড়তে শিখিছেন পাখির মতন
আর শিখিয়েছেন মানুষ জন্মের অদ্ভুত বোধ গুলোকে কাগজের পাতা ভরে লিখতে।

“আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা”
.............................এই গানের ছোঁয়া পেলে আমি কেমন অন্যরকম আমি হয়ে যাই।ভালোবাসতে শিখি নতুনের পর নতুন করে।

“মাঝে মাঝে তব দেখা পাই ,চিরদিন কেনো পাইনা”
অদ্ভুত এই গানটা শুনলে আমার কেবলি ইচ্ছা করে বৃষ্টি হয়ে ঝরতে। ভালোবাসার নিটোল বোধে একাকার হয়ে যেতে থাকি আমি। সুরে,তালে,লয়ে ,গানে আমি মিশে যেতে থাকি,নিজেকে মনে হয়ে একটা বর্ণালী পাতা।
খুব ইচ্ছা করে পাতার পর পাতা জুড়ে নিজের ভিতরের আশ্চর্য্য অনুভুতি গুলোকে সাজিয়ে লিখি। লিখি প্রিয় মানুষের কথা, যে আমার লেখার ইচ্ছাতে সাজিয়ে রাখে বাহারী সব খাতা, নীল রং কালির কলম!
লিখতে ইচ্ছা করে তাদের কথা ,যাদের কাউকে কাউকে আমি কখনো দেখিনি, অথচ যারা আমাকে কবিতা লিখার জন্য নিরন্তর প্রেরণা যোগায়। সুরের বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার খুব ইচ্ছা করে অনেকদিন বাঁচি। একশো নাকি দুইশো বছর !

বেঁচে থাকার জন্য আজ একশো বছরও কম মনে হয় আমার!

মন্তব্য ৬৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

আমিনুর রহমান বলেছেন:



আপু ভালো লাগলো।
অনেকদিন পর ব্লগে। কেমন আছেন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর লেখা দিলাম আমিনুর।
ভাল আছি।

আশাকরি ভালো আছো। শুভকামনা।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: গান দিয়েই জীবনের সব সময়, মুহুর্ত, ভালো লাগা মন্দ লাগাদের রিলেট করা যায় আপুনি।


ভুলিনি তোমার সেই গান----

এই উদাসি হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি
লহ লহ করুন করে ........

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক তাই শায়মা..........

গানের সুর আর গন্ধ পারে নানান সময়কে রিলেট করতে।
এটা আমার খুব প্রিয় গান.......
গাইতে বসলে এই গানটা না গেয়ে পারিনা।

"যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে
যেন আমায় স্মরণ করে"...........
কি দারুণ কথা।

আশাকরি ভালো আছো....যেমন খুশি তেমন থেকো।
শুভেচ্ছা নিরন্তর।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: আপনার লেখা পড়লে একটা প্রশান্তির অনুভব হয় সাজি'পা। জীবনটা আপনার চোখে কত অদ্ভুত সুন্দর। আমার যদি এমন একজোড়া ছোখ থাকতো!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় হাসান

খুব সুন্দর একটা কমেন্ট লিখেছো ।
আমার লেখালেখির অনুভবের চোখ দুটোকে আমি আশাবাদিটায় আর সুন্দরের স্বপ্নে ভরে রাখার চেষ্টা করি।

চারিদিকে এর মিথ্যা,ভ্রান্তি.....মানুষের প্রতি মানুষের নিষ্ঠুর আচরণ....স্বার্থপরতা। এসব থেকে পালিয়ে বেড়াই।

তোমার লেখার যে কি ভীষন ভক্ত আমি। প্রার্থণা করি অনেক দুর যেতে পারো যেন। ভালো থেকো। শুভেচ্ছা সারাবেলার।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

শূন্য পথিক বলেছেন: ভালো লাগল...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোলাগা শব্দটায় ম্যাজিক আছে......মন ভালো হয়ে যায়।

শুভেচ্ছা রইলো।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনামটার মতো আপনার লেখাটাও চমৎকার। ভালো লাগলো পড়তে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ অপর্ণা......

শুভেচ্ছা থাকলো।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

নেক্সাস বলেছেন: লিখাটা চমৎকার হয়েছে সাজিপা। লেখায় যেন সুরের মূর্ছনা। অনেকদিন পর ব্লগে আপনার লিখা পেলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
নেক্সাস ,তোমাকে দেখে ভালো লাগলো।

লেখাটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেকদিন পর ব্লগে লিখলাম।

ভালো থাকো এই প্রার্থণা করি।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

অ্যানোনিমাস বলেছেন: সাজিপু, চয়ন বলছি!

ব্লগে দেখে ভালো লাগলো। শুভকামনা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
চয়ন ,আশাকরি ভালো আছো।
না বললে তো চিনতামনা।

ব্লগে আসলেই বসা হয়না অনেকদিন লেখা নিয়ে।

ঐ গানটার মত....
"ফেলে আসা পথের ধুলার মাঝে,মিশে আজ পথ হয়ে গেছি....

যারা ডাকে তারা ভুলে যায় ,আমি নেই তো এখানে আর।"
ভালো থেকো।
আশাকরি তোমার লেখালেখি ভালো চলছে। শুভেচ্ছা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অভি

শুভকামনা রইলো।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: হয়ে যাই ইচ্ছামতি.........।।

ভাল লাগা শব্দগুচ্ছ খুজে পেলাম আপনার লেখায় ...
সাথে প্রিয় গানের কলি...

চমৎকার লেখায় ভাললাগা :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
মনিরা
ভালোলাগা মন ছুঁয়ে যায়।

শুভেচ্ছা রইলো মনিরা।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: একটা গান শুনে অনুভূতি আপনাকে কোথায় কোথায় নিয়ে গেল।
সুন্দর করে লিখেছেন আপু। আপনার পথিক মনকথনের সাথে আমারও কিছুটা সময় ঘুরা হলো। লিখতে থাকুন নিরন্তর। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কাল সন্তরবাদক পন্ডিত তরুণ ভট্টাচায্যের বাজনা শুনে এতটা বিহ্বল হয়েছি,
গানের সুর এ হারিয়ে গেছি কোথায় থেকে কোথায়!
শুনে দেখো ,ভালো লাগবে,
ইউ টিউব এ আছে।

তোমার কবিতা পড়ি, ভালো লাগে। লেখায় থেকো সায়েম।
শুভকামনা।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

মিলটনরহমান বলেছেন: ভালা লেগেছে

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভেচ্ছা মিলটন।
কাল তো আপনাদের বইমেলা।
শুভকামনা রইলো।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

হুপফূলফরইভার বলেছেন: মানুষের প্রাত্যহিক জীবনটাই কি এক অদ্ভুত সুরময় ছন্দ নয়?

আমাদের চারপাশে ক'জনই বা পারে এমন করে সামান্য একটা গান জীবনানুভবের এমনতরো ছন্দময় গতিপথে বিচরন করিয়ে আনতে?
জানেইবা ক'জন ছন্দমনন শব্দরনন ফুটিয়ে তুলতে আপনজনে চারপাশে?

প্রিয় কবি সুর তুলুক নতুন শব্দসুরে এই প্রত্যাশা থাকবে সবসময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক বলেছো,
মানুষের জীবনের সবখানেই সুর.......ধরো একটা গাছের গল্প।
কত পাতা থাকে,ফুল থাকে।বাতাসে পাতাদের দোলায় কি এক সুরেলা শব্দ থাকে..........
আবার ঝরা পাতাদের উড়ে যাওয়াতেও কেমন সুর থাকে।তাই না?

প্রকৃতি ভরা সুর ,তানে মিশেই আমাদের কত কিছু শেখা।
বৃষ্টির কাছে কাঁদতে শেখা।
আগ্নেয়গীরির কাছে জ্বলতে শেখা.....এ নিয়ে তো সুবীর নন্দীর একটা গান আছে।

তুমি তো অনেকদিন লেখোনা এই বাড়িতে।আশাকরি সবমিলিয়ে ভালো আছো।ভালো থেকো। শুভকামনা।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

শান্তির দেবদূত বলেছেন: আহা! রবিন্দ্রসংগীত!! কি গান, কি কথা কি সুর! কি আবেগ।

আপনি যে তিনটা গানের উল্লেখ করেছেন এই দুইটা গান আমারো খুব প্রিয়!

বিশেষ করে , "মাঝেমাঝে তব দেখা পাই" -- এই গানটার শেষের দিকে এই কলি গুলো,

"আর কারও পানে চাহিবোনা আর, করিবো হে আমি প্রাণপন।।
ওহে তুমি যদি বলো, এখনি করিবো বিষয় বাসনা বিসর্জন
দিব শ্রী চরনে বিষয়, দিব অকাতরে বিষয়,
দিব তোমার লাগি বিষয়ো বাসনা বিসর্জন" ------ যতবার শুনি ততবার আমার চোখ ভিজে যায়! এমন করে শুধু কবিগুরুই লিখতে পারেন!! আহা!!

ভালো থাকুন, আপু; আপনাকে আবার ব্লগে দেখে ভালো লাগলো। আপনার মায়ার আবেগী লেখাগুলো খুব মিস করি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আজও আমি মাঝে মাঝে তব দেখা পাই শুনছি.......

http://www.youtube.com/watch?v=mnqY_07NHsE

আসলেই শেষের এই লাইন গুলো শুনলে চোখ ভেসে যায় ।এমন করে তিনি ছাড়া আর কে বলতে পারেন?
দেবদুতের মজার সব পুরানো লেখা আমরা মাঝে মাঝে পড়ি।
কদিন আগে লেখা গল্প ও আমরা পড়েছি.....খাস্তগীরের গল্প ।:)
আমার বাসায় দেবদূতের একজন ভক্ত থাকে,আগেই বলেছি।

ব্লগে বসিনা এমন দিন খুব কম আছে।তবে যা হয়, সাইন ইন না করলে নিজে লেখা দেয়া বা লেখা পড়ে কমেন্ট দেয়ার ইচ্ছা করেনা।

চেষ্টা করবো,কবিতা দিতে।
আর গত বছর অষ্ট্রেলিয়া গেছিলাম বেড়াতে, সেখানকার বেড়ানোর কিছু গল্প দিতে (ছবি সহ)।

শুভকামনা থাকলো।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

হৃদয় রিয়াজ বলেছেন: অসাধারন লাগল। সুন্দর বর্ণনার ধরণ সত্যি মুগ্ধ করেছে। আমি তো রীতিমত হারিয়ে গিয়েছিলাম! ভাললাগা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ হৃদয়।
লেখাটা ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগলো।

শুভকামনা রইলো।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

এই সব দিন রাত্রি বলেছেন: সাজি আপা, আমি আপনাকে সবসময় অনুসরণ করি, আপনার কাছ থেকে কিছু একটা লেখা দেখবার প্রত্যাশা করি। অনেক দিন পর লিখলেন, আশা করি আবার নিয়মিত হবেন। আমাদের বঞ্চিত করবেন না; এইটাই মিনতি শুধু।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:

তুমি যে এখানে এতদিন লিখছো না বললে জানতাম না।
খুব ভালো লাগে ভাবতে লেখাতে আছো। পড়বো তোমার লেখা।
এমন করে বলেছো, চোখ ঝাপসা হয়ে গেলো।
আমার লেখা ভালোবাসো এযে কি এক ভালোলাগা।.........
অনেক লেখা জমে আছে খাতার পাতায়......
পোষ্ট করবার ইচ্ছা থাকলো।

(তোমার ছোট বোনটা আবৃত্তি করে তো?দেশে এলে দেখা হওয়ার ইচ্ছা থাকলো।)

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

আহসান জামান বলেছেন:
খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। অনেকদিন পর আপনার লেখা পড়লাম! আশা করি ভালো আছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ কবি।

আমি ভাল আছি। শুভকামনা আপনার জন্য।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

শ।মসীর বলেছেন: আপু কেমন আছ, অনেক অনেক দিন পর অনলাইণে আছেন তালিকায় তোমার নাম দেখতে পেলাম :)

শুভকামনা সব সময়ের জন্য ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শামসীর যাযাবর
খুশি হলাম তোমাকে দেখে।
আশাকরি ভালো আছো। তোমার ব্লগ বাড়ি আসছি সহসাই।

অনেক ভালো থেকো......
শুভকামনা সারাবেলার।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম আপু। আমিও ব্লগে বেশ অনিয়মিত।
লেখাটি পড়ে মন কেমন করতে লাগলো। জাকী ভাইতো আবাস বদলে ফেলেছেন। তাই আপনার স্মুতির সেই বাড়ী আর সেরকম নেই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কামাল ভাই
মাঝে মাঝে আপনার লেখা শের পড়ি।
খুব ভালো লাগে ভাবতে লেখায় আছেন।

আপনি আমাদের যে বাড়ি চেনেন,ওটা আমার বাবার বাড়ি।
আব্বা যখন রেলওয়ে হাসপাতালে কাজ করতেন,তখন আমরা ষ্টেশনের পাশে বাসায় থাকতাম।কত যে স্মৃতি সেখানে।

ভাইজানের বাসা এখন অন্য জায়গায়। আপনে গেছেন হয়তোবা।
কেমন আছেন আপনারা সবাই?
শুভকামনা সবসময়ের

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

অদৃশ্য বলেছেন:





জানেন সাজি'পা এজন্যই আমি প্রবলভাবে বিশ্বাস করি মৃত্যু পরবর্তী সময়ের বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তাকে...

অসম্ভব... এই এক পার্থিব জীবনে মানুষের তৃষ্ণা মেটা অসম্ভব... অনুভূতির লক্ষকোটি অতৃপ্তি নিয়ে মানুষকে চলে যেতে হয়... তাহলে সব শেষ হয় কি করে! আমি জানি একদিন আমার প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাব... অনুভূতির লক্ষকোটি ক্ষুধাগুলো মিটতে থাকবে... আমার না দেখাগুলো দেখায় রুপান্তরিত হতে থাকবে...

সকাল বেলা আপনার লিখা পাঠের পর খুব ইচ্ছে করছে সব কাজ ফেলে কোথাও চলে যাই... চলে যাই কোন নির্জনে... অথবা কোন বাগানবাড়িতে... অথবা কোন প্রান্তরের কাশবন সমূদ্রে... এভাবে লিখলে আসলে এমনই হয়... আমারমতো মানুষের মন এভাবেই ভাবে...

আপনার কোমল অনুভূতিগুলো সবসময়ই খুবই স্পর্শকাতর...

শুভকামনা...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর বলেছো অদৃশ্য
"অসম্ভব... এই এক পার্থিব জীবনে মানুষের তৃষ্ণা মেটা অসম্ভব... অনুভূতির লক্ষকোটি অতৃপ্তি নিয়ে মানুষকে চলে যেতে হয়... তাহলে সব শেষ হয় কি করে! আমি জানি একদিন আমার প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাব... অনুভূতির লক্ষকোটি ক্ষুধাগুলো মিটতে থাকবে... আমার না দেখাগুলো দেখায় রুপান্তরিত হতে থাকবে"...

আমি এভাবেই ভাবি,
কত অপ্রাপ্তি, কত না পাওয়া নিয়ে মানুষের চলে যেতে হয়। সব কি শেষ হয়ে যায় সেখানেই?
শেষ বলে আসলে কিছু নেই,
সবটাই শুরু।
একটা প্রসেস থেকে অন্য একটায়...
চলে যাবার কথা এমন একটা দিন নাই ভাবিনা.......শুধু মনে হয়, এত ভালোবাসা ,এত কোলাহল, এত আয়োজন কেন তবে?
আমার লেখাটা পড়ে তোমার মন কেমন করেছে...মানুষ হিসাবে এমনি তো হবার কথা , ভালোলাগার অনুপম বোধগুলো আমাদের বেঁচে থাকুক....
যত দু:খ,যত কষ্ট থাকুক না কেনো ,আমরা যেনো হাসতে পারি।
তোমার লেখা পড়লে এত ভালো লাগে।
ব্লগে তোমাকে দেখে খুব ভালো লাগে।
মনে আছে অনেকদিন তুমি ব্লগে ছিলেনা ,
খুঁজে খুঁজে আসতাম।

ভালো থেকো। লেখায় থেকো।
শুভকামনা রাশি রাশি।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার একটা লেখা

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ মাসুম.....অনেক শুভকামনা।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

রেজোওয়ানা বলেছেন: অনেকদিন পরে সাজি আপুর সবুজ আনন্দময় শব্দমালা!

ভাল আছেন তো আপু?

শুভেচ্ছা রইলো----

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সত্যি রেজোওয়ানা ,অনেকদিন পর লেখা দিলাম।
ব্লগে বসি। তবে নিজে লেখালেখি থেকে দুরে থাকলে আর অন্যদের লেখা পড়ে কমেন্ট না দিলে একটা দুরত্ব হয়ে যায়।

আশা করবো সে দুরত্ব ঘোচাতে।
অনেক ভালো লাগলো তোমাকে দেখে।

ভালো থেকো। আমি ভালো থাকার চেষ্টা কর আমার নিজস্বতায়।
দোয়া রেখো।
অনেক শুভেচ্ছা।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

সাইফুর বলেছেন: লেখা পড়ে আওয়াজ দিলাম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কান এ আওয়াজ দিলে তো?

কান তালা লেগে গেলো।:)

খুব খুশি হয়েছে রে।
চিকন মিয়ার খবর কিছু জানো?
শুভেচ্ছা দুজনের জন্য।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিন দিন পর ব্লগে এসে অনুসরন লিস্টে যেতেই দেখি দারুন ব্যাপার ঘটে গেল। কত্তদিন পর আপনার পোস্ট! অনেক খুশি হয়েছি।
আর পোস্ট পড়ে স্নিগ্ধ এক অনুভব হলো। আপনার সব লেখায় যেমন হয়। আবার নিয়মিত হোন আপু।

ভালো আছেন তো? শুভকামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর একটা কমেন্ট দূর্জয়........
একটা সাধারনকে সুন্দর করে বলতে জানলে তা অসাধারন হয়ে যায়।
খুশিটুকু ছুঁয়ে গেলো।
একসময় ব্লগে দারুণ সব মজা হতো।
প্রিয় কোন ব্লগার ,হয়তো ক'দিন লিখছেনা.....তার বাড়ি যাচ্ছি আর ছায়া রেখে আসছি......
যন্ত্রনা থেকে বাঁচার জন্য সে পোষ্ট দিতো।
অথবা আমার বেলাতেও তাই...........এবার আসতে আসলেই অনেক দেরী হয়ে গেলো।
আশা করছি নিয়মিত হবো।

আমার ও আজ দারুণ একটা ব্যাপার ঘটে গেলো,
একজন কবির সাথে একটু আগে অনলাইনের কল্যানেই কথা হলো।
তার নাম হলো দূর্জয়।:)

ভালো লাগলো দুর্জয়।
পৃথিবীটা আসলেই ছোট হয়ে গেছে।

অনেক শুভকামনা ।ভালো থেকো।
কবিতায় থেকো।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপু আপনার কথা শুনে হিংসা হয় মাঝে মাঝে কারণ আপনি একটা সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। নিজের জীবনে যা পাই নাই তা অবশ্যই ভবিষ্যত প্রজন্মকে দিতে পিছ-পা হব না। ইনফফ্যাক্ট ভাতিজা-ভাতিজিকে সবসময়ই উৎসাহ দেই সংস্কৃতি মনা হতে।

অনেক দিন পরে ব্লগে পেলাম আপনাকে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
পলাশ
অনেকদিন পর ব্লগে সাইন ইন।
আসলে এমন খুব কম দিন আছে যে এই জানালায় চোখ রাখিনা।

আমার পরিবার ,
আমার পরিবেশ,পারিপার্শ্বিকতা,
আমার জীবনে পরিচিত মানুষ যত
এবং
অভিবাসী জীবনের পর
নানান রকম মানুষ,
ভিন্ন আবহাওয়া....
এবং সর্বোপরি এই ব্লগ বাড়ির মানুষদের কাছে আমার লেখা লেখির ঋণ।

তোমার কথা শুনে খুব ভালো লাগলো।
সংস্কৃতিমনা মানুষ না হলে সেই সব মানুষকে খুব যান্ত্রিক লাগে।
কথা বলতে গেলেও বেশিক্ষন কথা বলা যায়না।
কবে আসবে আমাদের এখানে?
তোমাদের ওখানে গেছিলাম, একরাত থেকে চলে এসেছি।
এর পর এলে দেখা হবে।

ভালো থেকো। শুভকামনা।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

রাইসুল সাগর বলেছেন: আপু অনেকদিন পর তোমার লিখে পেয়ে অনেক অনেক ভালোলাগলো।

গানের মাঝে খুজে পাও শত প্রানের স্পন্দন।

শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকো আপু বেলা অবেলার কাব্য গানে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সাগর

কি ভালো লাগলো তোমাকে দেখে।
অনেকদিন তোমার কবিতা পড়িনি...

আসছি তোমার ব্লগ বাড়ি.........ভালো থেকো। শুভকামনা ।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অদ্ভুত এক রঙ্গ মিশানো চিত্র একেছ আপু,এত সুন্দর করে কেমনে লিখ লেখা যেন নয় নিপুন হাতে আকাঁ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ সুজন।
সুন্দর কমেন্ট পেলে মন ভালো হয়ে যায়।

শুভেচ্ছা রইলো।

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

বোকামন বলেছেন:
মানুষের মন! কিযে অচীন স্রোতের টান এই মনের নদীতে।
কখনো উজানে,কখনো ভাটায়, বাতাসের সাথে মিলে মিশে ফিসফাস।


ভীষণ ভালো লাগলো পুরো লেখাটি ...

শুভেচ্ছা।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা রইলো।

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

ভিয়েনাস বলেছেন: অনেক চমৎকার করে লিখেছেন আপু.....
জীবন কেন লেখাটার মতো সুন্দর হয়না?? নাকি আমরা এমন সুন্দর করে দেখতে পারিনা।

অনেক দিন পর আপনাকে দেখলাম। আশা করছি ভালো আছেন :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
জীবনে সুন্দর অনেক বেশি.......
অথচ আমরা অসুন্দর , না পাওয়া,ব্যর্থতা নিয়ে এত ব্যস্ত থাকি,
সুন্দরকে দেখতে পারিনা।
এই এক জীবনে ভালো আর আলোটুকু দেখে যেনো চলে যেতে পারি......
জীবনে চাওয়া পাওয়ার ইচ্ছাগুলোকে যেনো পরিমিত করতে পারি.এই প্রার্থণা।

আমি ভালো আছি ভিয়েনাস।
অনেক দিন ব্লগে দেখা হলো ।
আশাকরি ভালো আছো..........শুভকামনা রইলো।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

অদৃশ্য বলেছেন:





অনেক পরিক্ষা নিরীক্ষা করে দেখেছি যে সামুতে আসলে কেমন জানি মনটা ভালো হয়ে যায়... সামুতে আসবার পর যতদিন সামু ছেড়ে ছিলাম তা কষ্টের ছিলো, যদিও এমনি এমনি যাইনি...

বাস্তব অবাস্তব আনন্দ দুঃখ কষ্ট হতাশা শান্তি অশান্তির মিশ্রনে এই সামু... তাই এখানে সব কিছুই পাওয়া যায়... কিছু মানুষের অদৃশ্য মন দেখবার জন্যও এই সামু খুব ভালো গায়গা...

আর সবচেয়ে বড় কথা হলো এই সামুতে আমি দারুনভাবেই অনুপ্রাণিত হয়েছি হচ্ছি এখনো আপনাদের দ্বারা...

সবসময়ই ভালো কিছুর প্রত্যাশায়...সবার জন্য

সাজু আপুর জন্য
শুভকামনা...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অদৃশ্য

অনুপ্রেরণার কথা বলছো?
ব্লগে না এলে জানা হতোনা না দেখা মানুষ কি করে কাছের হয়।
আমি ব্লগের কাছে অনেক ঋণী।
অভিবাসী জীবনের অনেক একাকীত্বতার সময়ে এই ব্লগে অনেক আনন্দ পেয়েছি। এখনো পাই।
নিজের পুরানো লেখায় ঘুরে ঘুরে কত মানুষের নিক দেখি,
যাদের কারো কারো সাথে কোন যোগাযোগ সম্ভব না।
আবার কারো কারো সাথে যোগাযোগ হয় ইমেইল,ফেইসবুকে।

প্রার্থণা করি যে যেখানে আছে,যেভাবে আছে...যেনো সুখে থাকে ,ভালো থাকে।
আমার ভালোবাসা ,শুভকামনা সবার জন্য।

ঘুরে এসে আবারো মন্তব্য দিয়ে গেছো,
ভালো লাগলো।
তোমাকে দেখতে পারি তোমার কবিতায়।
ভালো থেকো অদৃশ্য........দৃশ্যমান থেকো এভাবেই লেখাতে, অনুভবে।

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শাহেদ খান বলেছেন: "ভাবনাতেই এভাবে বেশ পাহাড়ে চলে যাওয়া যায়, ঘরে বসেই বৃষ্টিতে ভেজা যায় অথবা নাম না জানা কোন নদীর পারে কাঠের সাঁকোতে বসে পানিতে পা ডুবিয়ে বসে থাকা যায়"

আপু, এই কথার সত্যতা অন্তত আমি জানি। যেসব কথা কাউকে বলা হয় নি, আজ তেমন কিছু শেয়ার করি। গ্রীক কম্পোজার Yanni'র যন্ত্রসঙ্গীত 'One man's dream' শোনার সময় আমি প্রতিবার আমার নিজের গড়া এক দ্বীপে হারিয়ে যাই। পিয়ানোয় তোলা এক অপার্থিব সুর এটা, যার প্রতিটা তানের সাথে আমি ভাসতে থাকি... অনেককে হয়তো বোঝাতে পারব না, তবে যারা হারাতে জানে, তারা ঠিকই বুঝবে।

তেমনি আরেকবার হয়েছিল বিথোফেন-এর ৯ম সিম্ফোনি শোনার সময়। আমি সঙ্গীতের ক-খ'ও বুঝি না, তবে চোখ বন্ধ করে এই সিম্ফোনি শোনার সময় আমি যেন হঠাৎ টের পেলাম আমি একটা জাহাজের মাঝে আছি। আমার জাহাজটা 'কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী' এক সমুদ্রের মাঝে চলেছে। সুরের ওঠা-নামার সাথে সাথে মনে হচ্ছিল আমার জাহাজ কখনও প্রবল ঝড়ের মাঝে ছুটছে, কখনও রোদের আলোয় টলমল জলে, কখনও পাথুরে খাঁড়ির মধ্য দিয়ে, আবার কখনও কোনও সোনালী রোদে প্রাচীন ফেলে আসা কোনও নগরের পাশ দিয়ে যাচ্ছে। আমার জীবনে কেটে যাওয়া অদ্ভুততম ১৫ মিনিট ছিল ঐ সিম্ফোনি শোনার সময়টুকু !

সুরের আলোড়ন-আন্দোলন কী জাদুকরী!

সাজি'পু, খুব প্রাঞ্জল লেখাটায় অনেক ভাল লাগা। ভাল লাগা'র রেশ ধরে নিজেও একগাদা কথা বলে ফেললাম !

জীবনটা ছোট হোক, বা বড় - সময়টা যেন সুরের মাঝেই ডুবে থাকে। শুভেচ্ছা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব খুব ভালো লাগলো শাহেদ তোমার ভাবনাগুলো জেনে।

আমার একটা কবিতা আছে, যার প্রথম দু'টো লাইন হলো,
"ভাবনাতেই বসতবাড়ি
ভাবনাতেই উঠোন জুড়ে ভোরের শালিক"।

আমি খুব ভাবনাবিলাসী ,সারাজীবন ধরেই।
আমি কোনদিন প্যারিস এ যাইনি, অনেক ম্যুভিতে দেখেছি প্যারিসের পথঘাট। মন চাইলে চলে যেতে পারি প্যারিসের ইট বিছানো সেসব পথঘাটে। একদম নিখরচায় ভ্রমন।
তবে পৃথিবীর কিছু জায়গা দেখার দারুণ ইচ্ছে।
বাংলাদেশের ,সিলেটের জাফলং, চিটাগাং এর নীলগিরি
ভারতের কলকাতার শান্তিনিকেতন, সিমলা ,জয়পুর সহ আরো কিছু জায়গা।
ইটালীর ভেনিস।অষ্ট্রিয়ার ভিয়েনা।
ট্রেনে চেপে ইউরোপের একদেশ থেকে অন্যদেশ এ বেড়ানোর ও ইচ্ছে আছে.......
যদি কোন দিন যেতে না পারি,
মনের চোখ দিয়ে ঠিক ঘুরে নেবো সব জায়গা....
সুরের সুরে ডুব সাঁতারে। গান শোনার অবসরে।

বৃষ্টির সাথে সুরের কি দারুন খেলা , এই লিঙ্কটা শুনো,কি যে দারুণ!
https://www.youtube.com/watch?v=zSZVonXN-VA
প্রকৃতির সাথে মিশে যে যাবো একদিন এটা বুঝতে একটুও অসুবিধা হয়না।
ভালো থেকো।
প্রতিদিন হোক সুন্দর দিন।
খুব সুন্দর লিখেছো....."জীবনটা ছোট হোক, বা বড় - সময়টা যেন সুরের মাঝেই ডুবে থাকে। "

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

শাহেদ খান বলেছেন: প্রকৃতির সাথে মিশে যে যাবো একদিন এটা বুঝতে একটুও অসুবিধা হয়না

-- শুধু শোনার মত না, বরং অনুভব করার মত সত্য একটা কথা। বন্ধ-চোখের ভ্রমণচারী মানুষ খুব কম পাই। সাজি'পুকে এমন একজন জানতে পেরে অনেক কথা বলা হচ্ছে তাই। আর আমার অনেক ভাল লাগছে।

যাদের মনের মাঝে এমন একটা 'Neverland' আছে, তারা বুঝতে পারে জাগতিক পৃথিবীটাও এর সমস্তটা নিয়ে আসলে কত সুন্দর ! খারাপ জিনিসগুলো নিয়ে সবাই বাড়াবাড়িরকম ব্যস্ত না থাকলে, ভাল জিনিসগুলোর সৌন্দর্যে সবাই হতচকিত হয়ে যেতে পারত !

সাজি'পুর জন্য শুভেচ্ছা আর প্রার্থনা। লৌকিক আর অলৌকিক ভ্রমণ খুব আনন্দে কাটুক।

(সুরের জন্য কৃতজ্ঞতা আর বাড়টি কিছু ভাল লাগা)

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
"খারাপ জিনিসগুলো নিয়ে সবাই বাড়াবাড়িরকম ব্যস্ত না থাকলে, ভাল জিনিসগুলোর সৌন্দর্যে সবাই হতচকিত হয়ে যেতে পারত !"
ঠিক বলেছো শাহেদ।
এ কথাটা খুব সত্যি। আমি সবসময়ই বলি পৃথিবীতে খারাপ কম ,ভালো বেশি,তাই পৃথিবীটা অনেক সুন্দর।

প্রার্থণা ছুঁয়ে গেলো শাহেদ।
আজ আমাদের এখানে দারুন একটা দিন ছিলো।
ছবি তোলার জন্য বের হয়েছিলাম........(শামসীর বলছিলো বর্ণালী পাতা ,ঝরা পাতা দেখবে)
কোথায় থেকে কোথায় যে গেলাম........
নদীর ধারে,
পার্কে,
খুব প্রিয় কিছু রাস্তায়। যার চারধারে গাছ আর গাছ.......আর খুব সুন্দর বাড়ি।
.................সাথে ছিলো গান। ভাবছিলাম কত কথা।
ছবির সাথে লিখবো কি কিছু?
দেখি.....যদি লেখা আসে।
আমি একসময় কিছু বেড়ানোর গল্প লিখেছি।
বেড়াতে খুব ভালোবাসি।

শুভকামনা তোমার জন্য শাহেদ।
সুরের ঝর্ণাধারায় থেকো।

৩২| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

শাহেদ খান বলেছেন: সাজি'পু, ছবি আর লেখা দেখার অপেক্ষায় থাকলাম তাহলে। যত সময় লাগুক, আমার কখনও কোনও তাড়া নেই।

বেড়ানোর গল্প'গুলো ব্লগে থাকলে, সেগুলোও খুঁজে বের করে পড়ব কখনও। তবে আপু সময় করে এখানে লিঙ্ক শেয়ার করলে, তাতে শুধু অসুবিধার'ই লোকসান হত ! :)

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সময় কি করে যে চলে যাচ্ছে ।

লেখা দিলে জানিয়ে আসবো তোমার ব্লগ বাড়ি।
অনেকদিন তোমায় দেখছিনা.....ঈদ ছুটি কি বেশি হয়ে যাচ্ছে না?

ভালো থেকো শাহেদ।
শুভেচ্ছা।

৩৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭

মেহবুবা বলেছেন: কতদিন পরে দেখা হচ্ছে , কথা হচ্ছে তবু মনে হচ্ছে সব সময়ে কাছে আছি আমরা । এই ব্লগ বাড়ী বড্ড বাড়াবাড়ি রকমের প্রশ্রয় পায় ; যখন এখানে থাকি না তখনো ।

"আজ সকালের আমন্ত্রন' এমন প্রিয় একটা অনুষ্ঠান অথচ দেখতে পাই না । সাধ আছে সাধ্য নাই । এক শুক্রবার হাজারটা কাজ দেখা হয় না ঐদিনও । আর মৈত্রী অনবদ্য । একদিন ফোনে অনেক কষ্টে লাইনটা যা পেলাম আমার ছানা পোনাদের হৈচৈ এ সব গুবলেট হয়ে গেল --সেও বেশ কিছুদিন আগের কথা ।

কিছু সুরেলা সময় থাকে এমনি, আনন্দ-দুঃখ মাখানো। ভাবনাতেই এভাবে বেশ পাহাড়ে চলে যাওয়া যায়, ঘরে বসেই বৃষ্টিতে ভেজা যায় অথবা নাম না জানা কোন নদীর পারে কাঠের সাঁকোতে বসে পানিতে পা ডুবিয়ে বসে থাকা যায়। একদম ঠিক বলেছো ।

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কতদিন পর মেহবুবা।
মনে আছো ঠিক সবসময়ের মতন।
হুমম মাঝে মাঝে দীর্ঘ দিন না এলে এ বাড়িতে দেখা হয়না ঠিকই।তবে মনে পড়ে ঠিক ঠিকই।

"আজ সকালের আমন্ত্রন' আমার সন্ধ্যাবেলায় দেখি.......
অসম্ভব প্রিয় একটা অনুষ্ঠান।
২ দিন ফোনে কথা হয়েছে মৈত্রেয়ীর সাথে।
কি করে যেনো লাইন পেয়েছিলাম ।
কি ভালো যে লেগেছিলো।


গানের কথা আর কি বলবো।
লিখেছি লেখায়।

সবাই কেমন আছো?
অনেক ভালো থেকো তুমি।
ভালোবাসা নিও।

৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: লিখতে ইচ্ছা করে তাদের কথা ,যাদের কাউকে
কাউকে আমি কখনো দেখিনি, অথচ যারা আমাকে
কবিতা লিখার জন্য নিরন্তর প্রেরণা যোগায়। সুরের
বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার খুব ইচ্ছা করে
অনেকদিন বাঁচি। একশো নাকি দুইশো বছর !

বেঁচে থাকার জন্য আজ একশো বছরও কম মনে
হয় আমার!

পুরো লেখার পরতে পরতে তৃপ্তি

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ তোমাকে, ঘুরে ঘুরে পুরানো লেখা পড়ে মন্তব্যের জন্য।
শুভ কামনা ।

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.