নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ পরিবারের বন্ধু সাগর সরওয়ার, ১০৯৭ তম দিন আজ। আমরা এখনো অন্ধকারে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০

ব্লগ পরিবারের বন্ধু সাগর সরওয়ার

Click This Link



১০৯৭ তম দিন আজ।

আমরা এখনো অন্ধকারে।




১০৯৭ তম দিন আজ।

আমরা এখনো অন্ধকারে।




১০৯৭ তম দিন আজ।

আমরা এখনো অন্ধকারে।




১০৯৭ তম দিন আজ।

আমরা এখনো অন্ধকারে।




১০৯৭ তম দিন আজ।

আমরা এখনো অন্ধকারে।




১০৯৭ তম দিন আজ।

আমরা এখনো অন্ধকারে।




আমরা দু:খিত











মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

শায়মা বলেছেন: সাগর সারো্য়ার ভাইয়া আর আপু ভালো থাকুক যেখানেই থাকুক তারা।

অনেক অনেক ভালো থাকুক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শায়মা ,মন খুব খারাপ লাগে।ব্লগে বসলে সাগর রুনির ছবি দেখলে খুব কষ্ট হয়।



শায়মা পোস্ট তা একটু আগে দিয়েছিলাম।
চাঁদগাজী
ঘাসফুল
এবং আমি ময়ূরাক্ষী
কমেন্ট দিয়েছিল।
এডিট করতে গিয়ে কোথায় যে হারাল।
একবছর পর ব্লগ এ পোষ্ট লিখলাম।
কিছু বুঝলাম না।পারলে জানিও।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আপু এটা কি কবিতা ?সাগর সারওয়ার ভাইয়া সপরিবারে ভাল থাকুক ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
হ্যা এটা জীবন কবিতা।
আমাদের সবার লেখা।
সামহোয়ারইন ব্লগে প্রতিদিন এই কবিতা আমরা পড়ি।

আমরা ব্লগার

সাগররুনী হত্যার আজ ১০৯৭ দিন।
আমরা অন্ধকারে এখনো।


ওরা যেখানে গেছে ,আশাকরি শান্তিতে আছে।

কিন্ত একমাত্র সন্তান মেঘ
ও কেমন আছে?
ছোট্ট বুকে এত কষ্ট নিয়ে?

নাহ আমি দেশে না।শুভকামনা সেলিম।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপু আপনি কি দেশে নাকি?

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

শায়মা বলেছেন: আপু এডিট করতে গিয়ে আজকাল এমন হয় । কেনো জানিনা !:(


তবে আমি জেনে নিয়ে জানাচ্ছি ।

আপু সাগরভাইয়ার ছবি দেখলেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে আমি তখন খুবই আনাড়ি একেবারেই নতুন ছিলাম তবুও ভাইয়া কমেন্টে উৎসাহ দিত তার কবিতা দিয়ে।

খুব অবাক হয়েছিলাম হঠাৎ একদিন তার এমন মৃত্যুর খবর পেয়ে। :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিকাছে শায়মা।

মাঝে মাঝে ভাবি ব্লগে বসবো। লেখায় নিয়মিত হবো।
প্রথম পাতায় সাগর/রুনীর ছবির দিকে তাকালে খুব কষ্ট হয়।
মেঘের কথা মনে পড়ে।ছোট্ট মেঘ কিভাবে বড় হচ্ছে বাবা মা কে হারানোর কষ্ট বুকে নিয়ে?

হ্যা কত পুরানো স্মৃতি।সাগর যখন জার্মানি তে থাকতো ,মেঘকে নিয়ে পোষ্ট দিতো।
আমার অনেক লেখায় সাগরের মন্তব্য আছে।

ওরা তো মরে যায়নি। ওদের মেরে ফেলা হয়েছে।
আজকের দিনে ব্লগের সবার হয়ে ওদের হত্যার বিচারের দাবী করছি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

ইসপাত কঠিন বলেছেন: ৪৮ ঘন্টার আশায় ১০৯৭ দিন পার করলো সাগর-রুনির পরিবার।


ছোট্ট মেঘের ছবির দিকে তাকাতে কষ্ট হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমরা দিন গুনতে জানি....সংখ্যা বাড়ছে।

একদিন হয়তো ১০০৯৭ দিন ও হয়ে যাবে!

মেঘ বড় হয়ে প্রতিশোধ নেবে?তাহলে কি খুব ভুল কিছু হবে?

কষ্ট হয়।খুব কষ্ট।
এই ব্লগের প্রতিটা মানুষ প্রতিদিন ওদের ছবির ব্যানার দেখি। আর প্রার্থণা করি ওদের আত্মার শান্তির জন্য।

ভালো থাকবেন ।শুভকামনা।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



হত্যার বিচার করে না আমাদের সরকারগুলো, সেজন্য তাদের নিজদিগকেই প্রাণ দিতে হয়; বিচার বসে থাকে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এভাবে কতদিন আর?

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


কমেন্টে অনেক বলেছেন, "সাগর সারওয়ার ভাইয়া সপরিবারে ভাল থাকুক । "

- প্রাণ হারানোর পর, উনারা ভালো থাকলে বিচারের দরকার কেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: আমরা ওদের দুজনের আত্মার শান্তির জন্য প্রার্থণা করছি।

ওদের পরিবারের এবং শুভাকাংখী সবার ভালো থাকা হবেনা যতদিন না হত্যার বিচার হয়।

আপনি ভলো থাকুন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। আপনার লেখাটা খুব কষ্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা জেনেছি ৪৮ ঘন্টার মেয়াদ অনন্তকাল।



বাই দ্যা ওয়ে কমেন্টে দেখলাম আপনার নাকি কিছু মন্তব্য মুছে গেছে? আপনি কি আমাদেরকে মানে ফিডব্যাকে একটা মেইল দিতে পারেন? তাহলে সেটাকে আমরা ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করতে পারি?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ব্লগে না এসে কি আর থাকা যায়?
মন খারাপ হয়। সেই মন খারাপের কথা লেখার ভাষা খুঁজে পাইনা।

ব্লগের ব্যানারের ভাষাই তো আমাদের সবার মনের কথা।
সাগর /রুনির হত্যাকারীরা ধরা পড়ুক। হত্যাকারীদের বিচার হোক।


তিনটা কমেন্ট মুছে গেছে।
একজন আবার এসে কমেন্ট দিয়েছে।
আচ্ছা দেখছি ফিডব্যাকে একটা মেইল দেবো।

ভালো থেকো।
শুভকামনা।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

সুমন কর বলেছেন: ১০৯৭ তম দিন আজ।
আমরা এখনো অন্ধকারে।

আমরা দু:খিত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমরা সবাই দু:খিত।

আমরা সবাই লজ্জিত।

শুভকামনা সুমন।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১

নাহিদ রুদ্রনীল বলেছেন: আমরা কখনোই কি ন্যায়বিচার পাবো না? ভবিষ্যত প্রজন্মকে আমরাই অন্ধকারে ঢেলে দিচ্ছি। ওরাই আমাদের চোঁখে আঙ্গুল ঢেকিয়ে বলবে, সুবিচার চাই, সুবিচার চাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক কথা নাহিদ।
" ভবিষ্যত প্রজন্মকে আমরাই অন্ধকারে ঢেলে দিচ্ছি। ওরাই আমাদের চোঁখে আঙ্গুল দেখিয়ে বলবে, সুবিচার চাই, সুবিচার চাই।"


আমাদের লজ্জা
আমাদের হতাশা...... দিন দিনবাড়ছেই শুধু।

শুভকামনা।

১১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩২

আরজু পনি বলেছেন:

এভাবেই শুধু দিন পার হয়...আর
বিচারের বাণী নীরবে কাঁদে।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: আমরা এখনো অন্ধকারে।
আমরা দু:খিত

১৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সাজি আপু অনেকদিন পর । :)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক তাই।
অনেকদিন পর সামহোয়ার ইন এ সাইন ইন করলাম।
অনেক লেখা পড়লাম। শুভেচ্ছা।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক , বিচারের বাণী নীরবে কাঁদে।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

আরজু পনি বলেছেন:
আপনার নতুন লেখা চাই ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসবো আবার। :)
লেখা নিয়েই।

শুভেচ্ছা

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

লেখোয়াড়. বলেছেন:
গুড মর্নিং ফ্রম বাংলাদেশ।
অনেক অনেক শুভেচ্ছা।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

বীনা বলেছেন: ................... ওয়াও সাজি আপা!!................... আপনাকে ব্লগে দেখতে পাচ্ছি................. এটা একটা দারুন ব্যাপার............
ভাল ছিলেন.......... ভাল আছেন নিশ্চয়ই।

১৮| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

অদৃশ্য বলেছেন:



আপু, আমাদের জন্য উপহার স্বরূপ আপনার লিখাগুলো মাঝে মাঝে রেখে গেলে চমৎকার হতো... যদিও আগের ব্লগারদের বা লেখকদের অনেকেই এখন আর ব্লগে আসেননা বা আসলেও জানতে পারিনা চিনতে পারিনা... যারা আছেন তারা অন্তত পাঠ করবার সুযোগ পাবেন...

আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি
শুভকামনা...

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

লেখোয়াড়. বলেছেন: ব্লগে আর আসবেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.