নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

সামহোয়ারইন ব্লগবাড়িতে আমার ১১ বছর

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮



একটু আগে চোখ পড়লো , সামহোয়ারইন এর জানালায় চোখ রাখছি ।১১ বছর ২৭ মিনিট পার হয়ে গেছে। কাল রাতে যখন ব্লগে বসেছিলাম। সময় দেখলাম ১০ বছর ১১ মাস। ভাবিনাই হিসাবে আজই এগারো বছর হয়ে যাবে। অনেকদিন পর কাল রাত জেগে বসে একটা পোস্ট ও দিলাম।
একেই বুঝি বলে মনের টান। মাঝে যদিও অনেকদিন পোস্ট দেয়া হয়নি। কিন্তু এই বাড়িতে আসলে মন ভরেনাই। খুব একলা লাগলে আগের লেখার কমেন্ট পড়ে কত সময় কাটিয়েছি। হৃদয়ের সেই টান আর কোথাও পাইনা।
আজ অদ্ভুত সুন্দর একটা দিন আমার এখানে......রোদ হাসছে। আকাশটা এত সুন্দর মেঘে ভরে আছে। মনটা আলো হয়ে আছে। প্রকৃতির মতন।
ব্লগের প্রিয় নিকগুলো ,যারা নিয়তঃ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের সবাইকে এগারো বছর পূর্তিতে জানাই আমার শুভেচ্ছা আর ভালোবাসা।
পরবাসী জীবনে নানান সময়ে লিখে রাখা কবিতা ,গল্প এবং জীবনের গল্প লেখা হতো না নিয়মিতভাবে ,যদি এই জানালাটা না থাকতো।
সেই প্রথম কবিতায় প্রথম কমেন্ট করা আরিফুর রহমান তুহিন থেকে শুরু করে গতকালের শেষ কমেন্ট করা রাজীব নুর পর্যন্ত সবার কাছে আমার অনেক ঋণ...........সেই ঋণ সারাজীবনের।
প্রার্থনা করি সামহোয়ার ইন ব্লগের সবাই যেনো আমরা ভালো থাকি........
এই ব্লগবাড়িতে কাটানো অনেক সময় আমাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছি।
লেখালেখির এই আকাশ বাড়িতে আমাদের বসবাস হোক শান্তির । হোক আনন্দের। এই প্রার্থনা।
আমার জানালা দিয়ে দেখা আজকের আকাশ।
কইরে সবাই?
কেক,কোক,মোমবাতি নিয়ে আসো।
আনন্দ করি।
শুধু আনন্দ।

একটা কবিতা রেখে গেলাম সবার জন্য।

(তুমি, আমি এবং পাখিরা )

তোমাকে আমার কতকথা বলতে ইচ্ছে করে জানো?
সারাদিন কানের গাছে অবিরত গান গেয়ে যায় যেই পাখি।
ভীষন আদর আহ্লাদে লুটোপুটি অবিরাম !
ইচ্ছে করে বলি, আসো
এই নীলাক্ত পৃথিবীর শেষ সীমানায়।

অন্ধকার হয়ে আসে যখন,
টুংটাং উইন্ডচাইমের ডাক শুনে যদি আসো, তাই অপেক্ষার আঙুল গুনি।
পথভোলা পাখি দানা ঝাপটে চলে যায় দূরে।
অভিলাষী অন্তরে শুধু মাছরাঙা পাখির ডাক।
খুব ইচ্ছে করে, আকাশ বাতাস কাঁপিয়ে শুধু তোমারই নাম ধরে ডাকি!

ঘন অন্ধকারে চোখ মেলে রাখি।
একসময় অন্ধকারের ভিতর ডুবে যেতে যেতে টেনের হুইসেল শুনি।
রাতের শেষ ট্রেন চলে গেলে অপেক্ষা বৃষ্টি হয়ে নামে চোখের বর্ষাকাল এ।
খুব ইচ্ছে করে একটা বিরাট বাজপাখীর মত উড়িয়ে নিয়ে যাও আমাকে।
অথবা তোমার মুঠোর ভিতর ছোট্ট জোনাক করে ফেলো আব্রাকাডাব্রা বলে!
খুব ইচ্ছা করে ,অজস্র জোনাকীর ভীড়ে হারিয়ে যাই অনেকদূর!
যেখানে গেলে শুধু তুমি ,আমি
এবং পাখিরা !

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

শায়মা বলেছেন: আরে আপুনি!!!!!!

প্রিয় আপুনি!!!!!!!!!!!

আসোই না তো আর কবিতার ডালি নিয়ে!!!!!!!

তবুও তুমি অনেক অনেক প্রিয়!!!!!!

অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!!!!!

:)

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি ভালো যে লাগলো শায়মা।
তুমি কি সুন্দর একইভাবে হয়ে গেছো। আগের মত।
কবিতা নিয়ে আসতে ইচ্ছে করে।করতো।
অনেককিছু নিয়ে অনেক ব্যস্ততায় জীবন গেলো। যাচ্ছে। তবু এসে ঘুরে যেতাম কখনো কখনো।
আর জানোতো সামহোয়ারইন ব্লগবাড়ি আমার কত ভালোবাসার। কত পছন্দের।
এই জানালাইয় চোখ রেখেছে যে সেই জানে।

ভালোবাসা নিও। আর ভালো থেকো। সারাবেলার শুভকামনা ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
নিয়মিত হন।

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি বলবো আপনাকে?
এই মনে রাখা সারাজীবন মনে থাকবে।
মনটা ভীষন আদ্র হয়ে গেলো। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

শকুন দৃিষ্ট বলেছেন: ওল্ড ইজ গোল্ড!

হ্যাপি ইলাভেনথ্‌ বাড্ডে এট সামু সাজি আপু। আপনাকে নিয়মিত দেখতে চাই ব্লগে।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১২

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।
চেষ্টা করবো মাঝে মাঝে বসতে।
শুভেচ্ছা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

নজসু বলেছেন: অভিনন্দন আপা।

আপনি এবং আপনার কবিতারা পাঠকের হৃদয়ে বেঁচে থাক আজীবন।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১২

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
কবিতার জন্যই তো বারবার ফিরে আসতেই হয়।
শুভেচ্ছা ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

শায়মা বলেছেন: আপুনি

আমি সেদিনও ভাবছিলাম!

ভালো একটা মানুষ বা ভালো একটা মনের মানুষ এবং সুন্দরের পূজারী বলতে এই ব্লগে তোমাকেই মনে পড়ে।

সকল দুঃখ কষ্ট বেদনাকে সরিয়ে তুমি আনন্দে থাকতে জানো ...... এই জন্য তুমি আনন্দেও থাকতে পেরেছো!!!!

তোমার সাজুগুজু, দুইটা ছেলে, এবং আমার সুদর্শন দুলাভাইয়াকে দেখে মনে হয় তুমি এই পৃথিবীর স্বর্গ সুখের জীবন যাপন করছো!!!!!!!

অনেক অনেক অনেক ভালোবাসা তোমার আর তোমাদের জন্য!

অনেক ভালো থাকো সারাটা জীবন!!!!

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: আমাদের জন্য দোয়া কোর।
বেঁচে থাকার আনন্দ কিযে গভীরভাবে বুঝতে পারি আর প্রতি মুহুর্তেই এই বেঁচে থাকার উদযাপন চলে।
তোমার চোখ দিয়ে ,তোমার মন দিয়ে যেই আমাকে অনুভব করো,সেই আমি হয়তো সবসময় তেমন নই। তবে চেষ্টা করি ভালো কিছু করতে। আমার জন্য কেউ কখনো যেনো কোন কষ্ট না পায়।
আমাকে তোমার সাজুগুজু টাইপ মনেহয় নাকি নামটার জন্য? :)
ভালো থেকো তুমি। অনেকদিন কথা হয়না। একান্ত কিছু আলাপ হয়না।
প্রার্থনা করি ,শুধু ভালো থেকো।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে ১১ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
অনেক দীর্ঘদিন ব্লগিং করছেন, আমাদের জন্য অনুপ্রেরণা

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা যখন খুব সচল ছিলাম এখানে, কি আনন্দই না হতো!
আমরা আপনাদের পাশে থাকতে পারিনাই ,সেটা আমাদের ব্যর্থতা।
নানা কারনে সবাই যে কিভাবে হারিয়ে গেলাম, তবে এই ব্লগবাড়ির টান এত বেশি। মাঝে মাঝে আসতেই হয়।
অনেক ভালো লেখক,ব্লগার এখানে ছিলেন আছেন বলে আমি জানি।
শুভেচ্ছা আপনাকে।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অভিনন্দন আর শুভকামনা জানবেন। আমারও ক'মাস আগেই ১২ বছর পূর্তি হলো। !:#P

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর অভিনন্দন।
বাহ। কি ভালো লাগলো জেনে। শুভেচ্ছা রইলো

৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনা‌কে দে‌খে খুব ভা‌লো লাগ‌লো, আপু।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস।
প্রোফাইল এর পিচ্চিটা অনেক কিউট
শুভেচ্ছা।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: আপনি আমাদের সাথে থাকুন আরো অনেক দিন।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন।শুভেচ্ছা।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

আরোগ্য বলেছেন: অভিনন্দন !

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভেচ্ছা রইল

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, এই ব্লগে সুদীর্ঘ এগারটি বছর পার করার জন্য উষ্ণ অভিনন্দন! আরো বহুদিন ধরে এখানে বিচরণ করে আপনার সুকোমল ভাবনাগুলো আমাদের মাঝে ছড়িয়ে যাবেন, সে প্রত্যাশা রইলো।
এ ব্লগে আমি সবেমাত্র তিন বছর পার করেছি, অর্থাৎ আপনার সময়ের প্রায় চার ভাগের এক ভাগ। তবুও আমি আপনাদের সময়ের অনেক গুণী লেখকের লেখার সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন লিঙ্ক ধরে ঘুরে ঘুরে। মনে পড়ছে, অনেক আগে আপনারও ট্রেন জার্নির উপর একটা লেখায় সম্ভবতঃ মন্তব্য করেছিলাম। তবে আমার এ ধারণাটা ভুলও হতে পারে। অনেক সময় নাম গুলিয়ে ফেলি।
কবিতাটা খুবই চমৎকার হয়েছে। বাজপাখির মত উড়িয়ে নিয়ে যাওয়া বা হাতের মুঠোয় চেপে রাখা জোনাকের মত করে লুকিয়ে নিয়ে যাওয়ার ভাবনাটা খুব ভাল লেগেছে।
পোস্টে এবং বিশেষ করে কবিতায়, প্লাস + +।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমরাও তো একসময় লিঙ্ক ধরে ঘুরে ঘুরে লেখা পড়তাম।
কবিতা পড়ে তা নিয়ে কথা বললে ভালো লাগে। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
চেষ্টা করবো নিয়মিত লেখার।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টে আমার নাম দেখলাম।
কোনো লেখায় নিজের নাম দেখলে খুব আনন্দ হয়।

ভালো থাকুন। সুস্থ থাকুন। সুখি হোণ।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩০

সুলতানা শিরীন সাজি বলেছেন: :)
শুভকামনার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো রাজীব।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯

হাবিব বলেছেন: এতো দিন ধরে আছেন। দেখে ভালো লাগছে। নতুন আমি। প্লীজ কিছু পরামর্শ দিয়েন।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন: মাঝে অনেক বছর অনিয়মিত। কিন্তু ছিলাম।
পরামর্শ কি দেবো আমি?
শুধু বলবো ,ব্লগে অনেক ভালো লেখক ছিলেন ,আছেন।
তাদের লেখা পড়বেন।
শুভেচ্ছা

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ১১ বছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা। দ্বাদশ বর্ষ ......পরবর্তী আরো সব বর্ষ পূরণে আপনার পদচারণায় আরও সমৃদ্ধ হোক।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন নিন ।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: আশাকরি ভালো আছেন।শুভেচ্ছা।

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

চোখেরে কাঁটা বলেছেন: আপ্পি নিয়মিত হোন।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: আশাকরি।
শুভকামনা।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৯

মলাসইলমুইনা বলেছেন: ব্লগে আপনার এগারো বছর পূর্ণ হবার জন্য মাত্র এগারোটা শুভেচ্ছা তোপধ্বনি করলাম। কিন্তু অনেক দিন পরে লেখায় ফিরে আসার জন্য ধন্যবাদ নেবেন অনেক অনেক। এখন থেকে আশাকরি নিয়মিত লিখবেন সময় করে আপনার অনেক ব্যস্ততার মধ্যেও। আপনি কি এখনো অটিজম নিয়ে কাজ করেন ? আবারো অনেক শুভ কামনা ।

২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস।
আসলে লেখালেখি করি। তবে অনেকদিন পর ব্লগে লেখা দিলাম এটা সত্যি। ব্লগে মাঝেমাঝে আসি। আর পুরানো লেখার কমেন্ট পড়ি।
কত নিক ছিল। কাউকে কাউকে দেখেছি,চিনেছি। কারো আক্রো সাথে যোগাযোগ আছে ফেইসবুক এ। কেউ কেউ একদম হারিয়ে গেছে। অচেনা নিকের মতই । ইচ্ছা করে আবার তারা আসুক।
সহেলী নাম এ এক ব্লগ বন্ধুকে খুব মিস করি।
কখনো দেখা হয়নি,কথা হয়নি। শুধু লেখার কমেন্টে চেনা। তার জন্য মাঝে মাঝে মন কেমন করে!

আমি অটিজম নিয়ে কাজ করিনা। অন্য অনেকে লিখতো এই বিষয়ে। শুভেচ্ছা রইলো ।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: আপু !!!!!
কবিতা ছবি আর আপনার বলা কথা সব মিলিয়ে অসাধারন !!!
ফিরে আসায় শুভেচ্ছা , বর্ষপূর্তীর অভিনন্দন নিন ।

আপনাকে ব্লগে দেখে মন ভালো হয়ে গেলো ।

২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা।
আশাকরি ভালো আছো। ভালো থেকো।
ব্লগ মন ভালো হওয়ার জায়গা। সত্যি।
শুভেচ্ছা রইলো।

২২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

শিখা রহমান বলেছেন: অভিনন্দন আর শুভকামনা। কবিতাটা ভালো লেগেছে।

২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবিটা আমার মা মণির। ওর জন্য দোয়া চাই।

২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ভালো থাকুক আপনার মামনি।
বাবামায়ের আদরে ভরে থাক। শুভেচ্ছা।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৫

আরজু পনি বলেছেন: অনেক ভালোবাসা রইলো সাজি আপা। !:#P
বইমেলায় আপনার হাসিমুখ এখনো চোখে লেগে আছে।
আপনার সাথে তোলা আমার ছবিগুলো এই মুহুর্তে হাতের কাছে থাকলে এখানেই আপলোড করতাম।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালোবাসা নাও আরজু। আমার কাছে ছবি আছে অনেক। করবো নাকি আপলোড? :)
আর আছে সেই সুন্দর কলমটাও।
ভালো থেকো।

২৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন: অনেক শুভ কামনা রইল

ব্লগিংটা চালিয়ে যান আর আমাদের অনুপ্রেরনা হয়ে থাকুন ।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ অপু। শুভেচ্ছা রইলো।

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

বলেছেন: ঘন অন্ধকারে চোখ মেলে রাখি ---- আসাধারণ

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।পাঠে কৃতজ্ঞতা ও ভালোলাগা।
শুভেচ্ছা।

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: আপনার লেখা বরাবরের মতোই অসাধারন।
অভিনন্দন রইল।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ফাহিম
শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.