নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিকন্যা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

সুমাইয়া বরকতউল্লাহ

আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।

সুমাইয়া বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে এখন আশা জাগায় আর্জেন্টিনার মেসি

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

খেলার চেয়ে খেলা নিয়ে হচ্ছে বাড়াবাড়ি

ভক্তরা সব পক্ষ নিয়ে দিচ্ছে বেদম ঝাড়ি



ঝাড়ি এবং যুক্তি দিয়ে বুঝায় তারা সেরা

১০০% জেতার পক্ষে করছে তারা জেরা



যতই তোমরা জেরা করে দেখাও খালি পেসি

বিশ্বে এখন আশা জাগায় আর্জেন্টিনার মেসি



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

পাগলা বাবু যায় বলেছেন: ইহুদীদের সঙ্গে মেসির সখ্যতা নিয়ে সামাজিক মিডিয়ায় তোলপাড়!
07 Jul, 2014


ইহুদীদের সঙ্গে মেসির সখ্যতা নিয়ে সামাজিক মিডিয়ায় তোলপাড় চলছে। ইসরাইল সফরের সময় মেসির বিভিন্ন আচরণের বিষয়ে আলোচনার ঝড় শুরু হয়েছে।

ফেসবুকে উমায়ের ইবনে আখতার লিখেছেন, তোমরা যারা মেসি মেসি করে চিল্লিয়ে হয়রান হয়ে যাও!
তোমাদের আদরের মেসি এ শতাব্দীর সবচেয়ে বড় ক্রিমিনাল শিমন পেরেজ এবং নেতানিয়াহুর সাথে ডলাডলিতে লিপ্ত! শাবরা শাতিলার মত অসংখ্য গণহত্যার মূল নায়ক পেরেজ আর গাজা গণহত্যাসহ বহু খুন-নির্যাতনের প্রধান এই নেতানিয়াহু! শুধু ডলাডলিই না ইহুদীবাদীদের সাথে এবাদতেও লিপ্ত হয়েছে এই মেসি।
ছিহ! কিছু বলার রুচি হচ্ছেনা আর।

করিম শিকদার লিছেন, ফুটবলের সঙ্গে এগুলো তুলনা করার প্রয়োজন মনে করি না।

কদরুদ্দিন শিশির লিখেছেন, তার মানে মেসি, নেইমার, রোনালদোরা মুত্তাকি মুসলমান না হলে তাদের খেলা দেখা বা খেলা পছন্দ করা হারাম? অথবা তার খেলায় মুগ্ধ হয়ে মেসি মেসি করা হারাম?? অথবা, মেসি-রোনালদো যখন ফিলিস্তিনের শিশুদের জন্য কিছু টাকা দান করে তখন তারা বেহেশতি কেউ হয়ে যায়???

এম.এন. আরাফাত হুসাইন লিখেছেন, এই ছবি দেখলেই বুঝা যাবে মেসি কি জিনিস।
উৎসঃ newsevent

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: বিশ্বে এখন আশা জাগায় আর্জেন্টিনার মেসি।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.