নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিকন্যা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

সুমাইয়া বরকতউল্লাহ

আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।

সুমাইয়া বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নতুন টাকার সেলামিটা, ছিলো পাশাপাশি

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯

হই হই হই ভাইয়া আপু, কেমন আছো বলো

মুখটা খুলে বলোতো ভাই, ঈদটা কেমন হলো।



হাতে পায়ে সেলাম এবং মুখে ছিলো হাসি

নতুন টাকার সেলামিটা, ছিলো পাশাপাশি।



ঈদের শেষে অনুষ্ঠানের নানা আয়োজনে

মিলে ছিলাম আমরা সবাই খুশির প্রয়োজনে।



হাসি-খুশি, দেখা-শোনা, সব হয়েছে শেষ

জেগে আছে মনের মাঝে, ঈদের খুশির রেশ।



ঈদকে নিয়ে স্ট্যাটাস দিও, লিখে দুতিন লাইন

তা-না হলে বন্ধু প্রতি, একশ টাকা ফাইন!!





















মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: যাক পকেট তাহলে এখন মোটা। ঈদের শুভেচ্ছা থাকলো সুপ্রিয় ব্লগার ।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমাকে ঈদের আগে শুভেচ্ছা দেন নাই?
না দিলে আড়ি।

ধন্যবাদ।

২| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: ঈদ উপলক্ষ্যে মজার একটি ছড়া পেলাম। পকেট ভারী হলে, আমরা কিন্তু আছি। B-)

সংকলনের জন্য নিয়ে গেলাম। ঈদ মোবারক।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
কোন সংকলনের জন্য ছড়া নিচ্ছেন? জানাবেন।

৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্, বেশ ভালো তো! :)

ঈদের আনন্দ থাকুক বছর ভরে...

৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

সমন্বয় বলেছেন: ভাল লেগেছে। ছড়া অনেক সময় পুরনো সৃতি মনে করায়।

৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ঈদের ছড়া ।ভাল লাগা রইল ।

৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:০০

রাজিব বলেছেন: ছড়া ভাল হয়েছে। কোরবানি ঈদের আগাম শুভেচ্ছা রইলো তোমার প্রতি।
এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেরাতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.