নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিকন্যা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

সুমাইয়া বরকতউল্লাহ

আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।

সুমাইয়া বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নেতা...

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

অবাক হয়ে দেখেছি আমি

নেতা যখন হাসেন

আশেপাশের সবাই তখন

হাসির জলে ভাসেন।



নেতা হাঁটেন ঝলমলিয়ে

সঙ্গে নেতা পাতি

রাস্তা ক্লিয়ার সামনে পড়ুক

বাঘ-ভালুক হাতি।



নেতার পিছে হাঁটেন যারা

করেন তাবেদারি

সত্যি নাকি হঠাৎ তাদের

গজায় বাড়ি গাড়ি?



নেতার সাথে হাঁটলে যদি

টাকা কামায় ভূতে

নেতা হলে দোষ কি

যদু মধুর পুতে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

কলমের কালি শেষ বলেছেন: হা হা... মজার কবিতায় বস্তবতা । ভালো লাগলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

নুরএমডিচৌধূরী বলেছেন: হা হা.. হা হা.. হা হা.. হা হা.. হা হা.. হা হা.. হা হা .আমি এখনও হাসছি হা হা.. হা হা.. হা হা.. হা হা.. হা হা.. হা হা.. হা হা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনি এত হাসেন কেনো? খুশিতে?
আমিও খুশি। ধন্যবাদ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

আবু শাকিল বলেছেন:
নেতার সাথে হাঁটলে যদি
টাকা কামায় ভূতে
নেতা হলে দোষ কি...

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: হি: হি:

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মজার একটি কবিতা !! অসম্ভব ভাল লেগেছে -------

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনাকে জানাই শুভেচ্ছা। ভাল থাকুন আপামণি।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

হানিফ রাশেদীন বলেছেন: অনেক মজার এবং তাৎপর্যময় কবিতা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমি অনেক খুশি। ধন্যবাদ নিন।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমাদের দেশে টাকা কামানোর সবচেয়ে বড় এবং সফল ব্যবসা হলো নেতা হওয়া। একবার নেতা হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। শুধু টাকা আর টাকা। ৫ বছরে ৩ বিঘা জমি থেকে ৩০০ বিঘা। ১০ লাখ টাকা থেকে ১০০ কোটি। বাহ্ কত্ত ভালো ব্যবসা??

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: সবাই কি? নাহ্ কেউ কেউ।
ধন্যবাদ নিন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫

ওয়্যারউলফ বলেছেন: চমৎকার কবিতা।বর্তমান রাজনৈতিক নেতাদের এবং তাদের মোসাহেবদের চরিত্রের সাথে হুবহু মিল। এ ধরনের "মিলের" কবিতা প্রায় হারিয়ে যেতে বসেছে।ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বাহ ।বেশ বেশ ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
‘অবাক হয়ে দেখেছি আমি’-এর জায়গায় ‘অবাক হয়ে দেখছি আমি’ পড়ে দেখুন, ছন্দ কত সচল হয়। ‘নেতা হলে দোষ কি যদু মধুর পুতে।’ কথাগুলোতে দুটি ধ্বনি যোগ করলে ছন্দপতন রোধ হবে। কিন্তু এই ঘাটতি পূরণের আরেকটা কৌশল আছে বটে, সেটা কী, জানেন?


ভালো লাগলো। মজারও।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

সুমন নিনাদ বলেছেন: চমৎকার লিখেছেন। শুভকামনা নিরন্তর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমি অনেক খুশি। ধন্যবাদ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

আয়রন ম্যান বলেছেন: সুন্দর। ভারী চমৎকার.............

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন । ভাল লাগা রইল ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪০

রোমেল আশরাফ বলেছেন: আমিও নেতা হইতাম চাই। হি হি হি

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা! মজা পেলাম...

ছড়া সুন্দর হয়েছে কিন্তু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.