নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিকন্যা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

সুমাইয়া বরকতউল্লাহ

আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।

সুমাইয়া বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ঈদের দিনে শাড়ী পরে এঁকে বেঁকে হাঁটছিলাম

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

ঈদের দিনে শাড়ী পরে এঁকে বেঁকে
হাঁটছিলাম
পাঁটা-পুঁতায় ঘষে ঘষে মেন্দি হলুদ
বাটছিলাম।

উঠোন থেকে গোস্ত এলো
আপনমনে কাটছিলাম
গরিব-দুখির হাতে হাতে
গোস্ত-রুটি বাটছিলাম।

পাতিল থেকে গরম গরম
গোস্ত তুলে চাটছিলাম
ঈদের খুশি সারা গায়ে
ডাটে-ফাটে হাঁটছিলাম।

সবকিছু আজ পেছন ফেলে
ব্লগে ছুটে আসছিলাম
মনের কথা ক্যামনে বলি
এসব ভেবে হাসছিলাম।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: সবকিছু আজ পেছন ফেলে
ব্লগে ছুটে আসছিলাম
মনের কথা ক্যামনে বলি
এসব ভেবে হাসছিলাম।



মনে কথা আপনার বলার দরাকার নাই , অনিয়মিত ব্লগারের শাস্তি হওয়া উচিৎ। তবে শাস্তি মওকুফ হতে পারে যদি এখন থেকে নিয়মিত হন।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমাকে শাস্তি দিবা?
খামছি খাবে কে কে??

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০২

জুয়েলইসলাম বলেছেন: বা বা অসাধারন লেখা । মনটা একেবারে জুড়িয়ে গেলো আপু ।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: যেই গরম!!!!!!!!!!!!!!!!!!!!!

৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮

অপ্‌সরা বলেছেন: মজার ছড়া সুমাইয়ামনি!!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: Thank u vaea

৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

বন্ধুহারা০০ বলেছেন: ভাল লেগেছে অনেক,,,,,,,,,,,,,,

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৬

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমি অনেক খুশি। ধন্যবাদ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

আহমেদ জী এস বলেছেন: সুমাইয়া বরকতউল্লাহ,





এইমাত্র ব্লগে আমরা
এই ছড়াটিই দেখছিলাম ,
পড়তে গিয়ে হরেক রকম
দারুন মজা পাচ্ছিলাম ।
ঈদের দিনের শাড়ীর ভাজে
খুশির খেলায় হাসছিলাম ।

যাহ...
এই লেখাতেই মন্তব্য করতে
মাত্র ব্লগ খুলে বসছিলাম
হঠাৎ করে কারেন্ট গেলে
দুঃখে শুধু ভাসছিলাম ।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

সুফিয়া বলেছেন: সব সময় লিখেন না কেন ?

+++

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩১

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: সবসময় লিখলে আমার হাত কাটবে, পা কাটবে, লুলা বানিয়ে ঘরে বসিয়ে রাখবে। তখন তো আপনি একটি কথাও বলবেন না। মুখ খুলে সবাইকে বলবেন, লেংরি ছেরির কাণ্ড দেখেন!

৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: খামছি খাবে কে কে??


দেখা যাবে কে কাকে খামছি দেয়

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমার আঙুলে দুটি নখ আছে লম্বা লম্বা। ব্লেডের মতো ধারালো। এক খামছিতে জীবন শেষ!

৮| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার কাছে ইয়া বড় বড় দুইটা ব্লেড আছে, নক কেটে কুচি কুচি করে দিব

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ঘুষি দিমু।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: দেয়ালের সামনে দাড়িয়ে ঘুষি দিতে বলবো, ঘুষি দেয়ার সময় সড়ে যাব মজাটা টের পাবেন তখন।

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমি এত বোকা না।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪

সরদার হারুন বলেছেন: ছোট খাট ছড়াটি অনেক ভাল হয়েছে ।


+++++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: একটা ধন্যবাদ দিলে কী এমন ক্ষতিটা হতো!

১১| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪

জুন বলেছেন: মজার ছড়া, অনেক ভালোলাগলো সুমাইয়া বরকতুল্লাহ :)

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: একটা ধন্যবাদ দিলন না যে!

১২| ১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এইটা একটা কবিতা হইলো ?

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: এটা কবিতা না, ছড়া। আমার সাথে ঝগড়া করলে খামছি খাবেন।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৬

তুষার কাব্য বলেছেন: মজার ছড়া,ভাল লেগেছে ...

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার নিক নাম হওয়া উচিৎ চিল "খামচি"

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: খামছি!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.