নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিকন্যা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

সুমাইয়া বরকতউল্লাহ

আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।

সুমাইয়া বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী ছেলের জন্য

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

কেঁদে মরে একটি বুড়ি, প্রবাসী ছেলের জন্য
এনে দে না ছেলে আমার, চাইনা আমি অন্য।
খাবার আমার যায়না মুখে, ঘুম আসেনা চোখে
বুকের মানিক দূরে রেখে, কেমনে থাকি সুখে।

বিদেশ থেকে মায়ের জন্য, টাকা পাঠায় ছেলে
ছেলের হাতের টাকা পেয়ে, আনন্দে সব ফেলে
যাকে পায় তাকে বলে, আমার ছেলের টাকা
পাড়ার লোকে হেসে বলে, ঘুরবে বুড়ির চাকা।

আগের মতই চলে বুড়ি, আগের মতই খায়
তাহলে ছেলের টাকা, কোথায় চলে যায়!!

ছেলের টাকা আঁচলে বেধে, বুকে রাখে চেপে
টাকাগুলো ছেলের স্মৃতি, বলছে বুড়ি কেঁপে
কেমন করে ছেলের স্মৃতি, খরচ করি হাতে
টাকাগুলো ছেলের মতন থাকনা আমার সাথে!



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছেলের টাকা আঁচলে বেধে, বুকে রাখে চেপে
টাকাগুলো ছেলের স্মৃতি, বলছে বুড়ি কেঁপে
কেমন করে ছেলের স্মৃতি, খরচ করি হাতে
টাকাগুলো ছেলের মতন থাকনা আমার সাথে!


ভাল কবিতা । ভাল লাগা লাইনগুলো কপি করলাম।




ভাল থাকুক খামছি বেগম।

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: খামছি বেগম? আমি?
ঠিক আছে, খামছিই খাবেন আপনি।

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

বাংলার নেতা বলেছেন: বরাবরের মতই হৃদয় ছোঁয়া কবিতা।


*** সুন্দর কবিতা উপহার দেবার জন্য আপনার দীর্ঘায়ু কামনা করছি!!!!

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

এমএম মিন্টু বলেছেন: সুন্দর লেখেছেন আপু+++++++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪

আবু শাকিল বলেছেন: ভাল লিখেছেন আপু :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬

ওয়্যারউলফ বলেছেন: আপনার আগের কবিতাগুলোর মত এটাও চমৎকার।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

হামিদ আহসান বলেছেন: সুন্দর কবিতা, হৃদয়ছোঁয়া ................

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬

অশ্রুত প্রহর বলেছেন: কবিতা টি ভালো লাগলো তবে শেষের চার লাইন অনেক বেশী ভালো লেগেছে...:-)

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: ভালো উপলব্দির কবিতা ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা।+

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৯

ভিটামিন সি বলেছেন: মনে হয় কবিতাটা আমার আর আমার মা সম্পর্কে লিখেছেন - মিস খামচি বেগম।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৮

তুষার কাব্য বলেছেন: ছড়া কবিতা ভালো হইছে...

ইমতিয়াজ ১৩ বলেছেন ভাল থাকুক খামছি বেগম :D ;)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: সবাইকে ধন্যবাদ সঙ্গে একটা করে খামছি ফিরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.