নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ঝটিকা সফরে কায়রো... (প্রথম পর্ব)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩২

ইরানে যখন ছিলাম, তখন একটা নিয়্যত ছিল, ইরানে থাকা অবস্থায় তুর্কী (ইস্তানবুল), মিশর আর দুবাই ঘুরে যাওয়ার একটা চেষ্টা করব। শেষ পর্যন্ত সেটা সম্ভব হয় নি। গত জুন মাসে ইরান ছেড়ে জুলাই আসে মধ্য আফ্রিকার দেশ চাদে চলে আসলাম একটা নতুন চাকরি নিয়ে। ইন্টারনাল রিসোর্স হওয়ার সুবাদে দুই সপ্তাহের মাথায় নোটিশ চলে এল, কায়রো যেতে হবে নতুন চাকুরেদের প্রশিক্ষণ এর জন্য, কোম্পানি পরিচিতির জন্য। প্রশিক্ষণ মাত্র দু’দিনের, তবে এনজামেনা (চাদের রাজধানী) থেকে কায়রোতে প্রতিদিন ইজিপ্ট এয়ারের ফ্লাইট না থাকাতে এক দিন অতিরিক্ত পেয়ে গেলাম। :)

সমস্যা হল, ভিসা নিয়ে। ট্রেনিং অগাস্টে, আমি চাদে ঢুকেছি এক মাসের একটা ভিসা নিয়ে, এখন এই ভিসার পর এক বছরের দীর্ঘ মেয়াদি ভিসা এবং রেসিডেন্স পারমিট নিতে হবে। এছাড়া ইজিপ্ট এম্বেসি ভিসা দিবে না। চাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ যথেষ্ট ঢিলা, প্রতিদিন অফিসের এডমিনে খোজ নিতে লাগলাম, ওরা যে সময় বলে তাতে আমার ইজিপ্ট ট্রেনিং এর সময় পার হয়ে যাবে! বহু কাঠ খড় পুড়িয়ে শেষ পর্যন্ত চাদ ভিসা হাতে পেয়ে ইজিপ্ট এম্বেসিতে ভিসার এপ্লিকেশন জমা দিয়ে আসলাম। ফোন দিয়ে বলল, পর দিন সকাল ১১ টায় আমাকে ইজিপ্ট এম্বেসিতে দেখা করতে যেতে হবে। এম্বেসিতে যেতেই গেইটে সুদর্শন উচু লম্বা এক অফিসার আমার পাসপোর্ট (বাংলাদেশী পাসপোর্ট) দেখে বলে,

- আপনাকে ভিসা দিতে আমাদের কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগবে, সিকিউরিটি চেক করতে হবে

আমারতো মাথায় হাত, বলে কি! আমি আমার ট্রেনিং এর ইনভাইটেশন সংক্রান্ত সব ই-মেইল প্রিন্ট করে নিয়ে গিয়েছিলাম। অফিসারকে বললাম,

- আপনি যদি তিন সপ্তাহ পরে আমাকে ভিসা দেন, তখন আসলে আমার আর ঐ ভিসার দরকার হবে না।

বলেই ই-মেইলগুলো দেখালাম। জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাদের ইজিপ্ট অফিস থেকে কি কোন ইনভাইটেশন লেটার আছে? মনে মনে বললাম, আরে বাবা, আমার এপ্লিকেশন ফাইলটাতো অন্তত: খুলে দেখ! সেখানে ইজিপ্ট এবং চাদ, দুই অফিসের ইনভাইটেশন/ফরোয়ার্ডিং ই দেয়া আছে। আর গলায় তো আমার আইডি কার্ড ঝুলছেই! সব দেখে বলে, ওহ আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে (৩ দিন পর) আপনি এসে আপনার ভিসা নিয়ে যাবেন। এই হল আমাদের পাসপোর্টের মূল্যায়ন, বড়ই দুঃখের কথা! :(

২৩ শে অগাস্ট ২০১৬ যাত্রার দিন। এয়ারপোর্টে বসে দেখলাম, নির্ধারিত সময়েই ইজিপ্ট এয়ার অবতরণ করল। তাই আমরাও উড়াল দিলাম সঠিক সময়েই। ২৬০০ কি.মি. দূরত্ব, বেশী দূরে নয়, ঘন্টা চারেকের মধ্যেই কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে গেলাম।


এই উড়োজাহাজে করেই আমি কায়রো এসেছিলাম

কায়রোর আরবী নাম কিন্তু আসলে এল কাহিরাহ (القاهرة‎‎ al-Qāhirah)। কাহিরাহ শব্দের অর্থ হল "The Vanquisher" or "The Conqueror" অর্থাৎ যে জয় করে। ইংরেজদের এই নাম উচ্চারনে সমস্যা হয় দেখে ওরা এর নাম দিয়েছিল কায়রো। যাহোক, ইমিগ্রেশন শেষ করে যেই না বেরিয়ে যাচ্ছি, কোত্থেকে এক অফিসার উড়ে এসে বলে, আপনার পাসপোর্ট দেখান! বলাবাহুল্য, আমার মুখে দাড়ি আছে। সিসি ক্যামেরায় সেটা দেখেই উনি উড়ে এসেছেন আমাকে আটকাতে, কোন জংগী যদি খুজে পাওয়া যায়! ব্যাটা আবার ইংরেজি জানে না, রুমের ভেতরে বড় কর্তার কাছে নিয়ে গেল। উনি ইংরেজি জানেন। কেন এসেছি জিজ্ঞেস করতে বললাম আসার হেতু। বলে, আপনি মিনিট ১৫ একটু বাহিরে বসুন, গিয়ে চেয়ারে গিয়ে বসতে না বসতেই চ্যাংড়া অফিসার দেখি পাসপোর্ট নিয়ে হাজির! বলে, যান। জংগী ধরার সম্ভাব্য একটু সুযোগ বেচারাদের হাতছাড়া হয়ে গেল! :P ;)

এ প্রসংগে দু’টো কথা বলি, এখন যাদের আমরা জংগী হিসেবে দেখছি, মারছে, মরছে, তাদের অধিকাংশেরই কিন্তু দাড়ি নেই, স্মার্ট পোলাপান সব জংগী হয়ে গেছে, জান্নাতে চলে যাচ্ছে। আমার দাড়ি জংগীদের চেয়ে বড়। আজ পর্যন্ত এই জন্য কোন সমস্যায় পড়তে হয় নি। এই প্রথম কায়রো এয়ারপোর্টে একটু গোয়েন্দা জিজ্ঞাসাবাদের মুখে পড়লাম। যাহোক, কায়রো শহরে ঢুকে দেখলাম, এই শহরে নিরাপত্তা ব্যাপক কুকুর নির্ভর! মানে বড় বড় স্থাপনার প্রবেশ মুখে প্রহরীরা সব বিশাল সাইজের কুকুর নিয়ে বসে আছে, গাড়ি চেক করার দায়িত্ব মূলতঃ ঐ কুকুরদের! :P

ড্রাইভার সময়মতই গাড়ি নিয়ে হাজির ছিল। ফোন করতেই পাচ মিনিটে চলে এল। আমার গন্তব্য হল হোটেল হলিডে ইন, কায়রো মা’য়াদি এলাকায়। এই যে মা’য়াদি (المعادى) এখানে আরবি “আইন” এর উচ্চারণ করতে হবে, গলায় নিয়ে, নইলে দেখবেন ওরা বুঝবে না আপনি কোন জায়গার কথা বলছেন!



বিকেলের কায়রো সিটি দেখতে দেখতে মা’য়াদি যাচ্ছি। হালকা পাতলা জ্যাম ঠেলে চলে এলাম হোটেলে। পথ ঘাট দেখে ঢাকার সাথে কিছু মিল পেলাম, সেটা হল রাস্তা ঘাট অপরিচ্ছন্ন আর লোকজন এর রাফ গাড়ি চালানো, ডান বাম এর লেন, যেদিক দিয়ে খুশী। তবে রাস্তা ঘাট ঢাকার চেয়ে কিছুটা প্রশস্ত আর ভাল। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা আটটা নাগাদ বের হয়ে গেলাম, উদ্দেশ্য কিছু ডলার ভাংগানো আর এলাকাটা ঘুরে দেখা। কাল থেকে আবার ট্রেনিং শুরু। একটু এগুতেই দেখলাম শিশা খাওয়ার দোকান, আমার এক মিশরীয় সহকর্মী বলে দিয়েছিল, কায়রোতে তুমি এটা রাস্তা ঘাটে দেখবে, বাস্তবেও তাই। তা ঐ শিশার দোকানের পাশেই দেখি এক মানি এক্সচেঞ্জ, কিন্তু টাকা ভাঙ্গাতে ব্যাংক রেইট বলে। ১ ডলার = ৮.৯ মিশরীয় পাউন্ড! অথচ আমার সহকর্মী বলে দিয়েছে, রেইট ১২ পাউন্ডের মত। বুঝলাম আরো খুজতে হবে। শেষ পর্যন্ত এক বিদেশীর দেখা পেলাম, উনি বললেন মেট্রো রেল স্টেশনের কাছে উনি এক সপ্তাহ আগে ভাংগিয়েছেন ১২ পাউন্ড রেইটে। ঐ লোকের কাছ থেকে পথের নির্দেশনা নিয়ে মেট্রো রেল স্টেশনে পৌছে আশে পাশের সব অলি গলি খুজে যখন প্রায় হতাশ, তখনই এক গলিতে পেয়ে গেলাম একটা মানি এক্সচেঞ্জ আর রেইটও ১২ পাউন্ড করে। ২০০ ডলার ভাংগিয়ে ফেললাম। ব্যাপক ক্ষুধা লেগেছে, কাছেই দেখি এল শাবরাওয়ি নামে এক রেস্টুরেন্টের সামনে লোকজনের ব্যাপক ভীড়। বুঝলাম, এটা ভাল কোন রেস্টুরেন্টই হবে। কাউন্টারের ওখানে খাবার অর্ডার করছে একজনকে পেয়ে গেলাম ভাল ইংরেজি বলে, তার পরামর্শে মাত্র ২৫ পাউন্ডে একটা শাওয়ার্মা (বাংলাদেশে যেটাকে আমরা শর্মা বলে ডাকি) অর্ডার দিয়ে ফেললাম। শাওয়ার্মার দুই প্রকার আছে, ঐ রুটি দিয়ে রোল মত আর মিল টাইপ। আমি মিল টাইপ নিলাম। খাবার ভাল, কিন্তু একটাই সমস্যা, তেল প্রচুর বেশী দেয় আর পরিমাণেও দেড় জনের খাবার দেয়। ছবিতে দেখুন আমার রাতের খাবার।




হোটেলে ফেরার পথে এক পেস্ট্রি শপে পেস্ট্রি চেখে দেখতে ভুললাম না!


সকালে উঠে নাশতা করতে গিয়ে দেখি দারুণ এক দৃশ্য! আমাদের হোটেল একেবারে নীল নদের পাড়েই! রাতে যেটা বুঝতে পারিনি।



হোটেলের বুফে নাশতা আমার বরাবরই প্রিয়। ব্যাপক একটা নাশতা খেয়ে ট্রেনিং রুমে ঢুকলাম। ট্রেনিং এ আমার পাশেই মিশরীয় এক ভাই বসেছিল। তার সাথে ভালই খাতির হয়ে গেল। ট্রেনিং এর পর আমার “মল এল আরব” যাওয়ার ইচ্ছে ছিল। সে বলল, সে আমাকে নামিয়ে দিতে পারবে, কারণ, ট্রেনিং শেষে সে অফিসে যাবে আর অফিসের কাছেই আরব মল। গাড়ি স্টার্ট দিয়ে ও গুগল ম্যাপে নেভিগেটর অন করতে দেখি হোটেল থেকেই মল ৩৬ কি.মি. দূরে! যাওয়ার পথে দূর থেকে পিরামিড দেখলাম, আনন্দে মনটা নেচে উঠল আর বললাম, শুক্রবারেই তোমাকে দেখতে আসছি ইনশাআল্লাহ! :)




মলে ঢুকে দেখি, বিশাল মল, তবে সব ব্র্যান্ডের জিনিস পত্র, মেলা দাম। সত্যি কথা বলতে কয়েক গুণ দাম দিয়ে ঐসব নামী দামী ব্র্যান্ডের কাপড় চোপড় আমাকে কখনোই খুব একটা আকর্ষণ করে না, মনে হয় পয়সা নষ্ট। যদিও আমাদের দেশের আর্টিস্টি বা ইনফিনিটি, এক্সটেসিরা মোটামুটি বিদেশী ব্র্যান্ডগুলোকে দামের দিক দিয়ে ছুয়েই ফেলবে মনে হয়। বউয়ের দাবী অনুসারে হিজাবের জন্য ব্যবহৃত কিছু স্কার্ফ কিনলাম, এটা না কিনলে খবর আছে। :P



এরপর স্পিনি নামে এক সুপার শপে ঢুকে এক গাদা চকোলেট আর শ্যাম্পু, বডি স্প্রে কিনে ফেললাম। একটা ড্রিংকিং ইয়োগার্ট খেতে খেতে মল থেকে বিদেয় হলাম। আমার সেই মিশরীয় বন্ধুই আবার অফিসের কাজ শেষে আমাকে মল থেকে তুলে হোটেলে নামিয়ে দিয়ে গেল।


আমার হোটেল রুম থেকে দৃশ্যমান নীল নদ...

পর দিন ট্রেনিং শেষে যাবার প্ল্যান হল খানে খালিলি আর মোয়েজ স্ট্রিট। এটা পুরনো কায়রোতে পড়ে। ওখানে ইমাম হোসেন (রাঃ) এর নামে একটি মসজিদও আছে।





পুরনো কায়রো

খানে খলিলি’র কাছে আমার সেই মিশরীয় বন্ধু তার গাড়ি করে নামিয়ে দিয়ে গেল। বলল, সেও আসবে কি না আমার সাথে। আমি বললাম, বন্ধু তুমি অনেক করেছ, অনেক কৃতজ্ঞ আমি, তুমি বাড়ি যাও, আমি সামলে নেব। প্রথমেই ইমাম হোসেইন মসজিদের দেখা পেলাম।


ইমাম হোসেইন মসজিদ

আশে পাশেও সব পুরনো স্থাপনা, ইসলামিক স্থাপত্য। এগিয়ে যেতেই খানে খালিলি। এটা মূলতঃ মিশরীয় ঐতিহ্যবাহী হস্তশিল্পজাত পণ্য বিক্রির স্থান। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সমস্যা হল, এক দোকানে ঢুকলেই আটকে যেতে হয়। পর্যটকের সংখ্যা কম হওয়াতে সে কিছু না কিছু বিক্রি করে ছাড়বেই। যাহোক, বাচ্চাদের জন্য কিছু টি-শার্ট, দুই সেট পাথরের পিরামিড, কিছু কারুকার্য খচিত থালা (দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য) এবং আরো টুকিটাকি জিনিস কিনে মোয়েজ স্ট্রিটের দিকে পা বাড়ালাম। খানে খালিলির ভাল একটা দিক হল, সব দোকানীরা ভাল ইংরেজি বলতে পারে, সুতরাং ভাষা নিয়ে কোন সমস্যায় পড়তে হবে না।





মোয়েজ স্ট্রিট মূলতঃ প্রাচীন ইসলামিক স্থাপনা দিয়ে ভরা রাস্তা। একটু পর পর মসজিদ। সুন্দর আলোক সজ্জা করে রেখেছে, দেখে বোঝা গেল, মিশরীয়দের সময় কাটানোর খুব ভাল একটা জায়গা। রেস্তোরা আর বিভিন্ন পুরনো জিনিসের দোকানে ভরপুর। এর মধ্যে দেখি এক মেয়ে একটা বড় কাপড় কিনছে, দেখে ভালই লাগল। ইংরেজি জানে কিনা জিজ্ঞেস করতে হ্যা সূচক জবাব দিলে জিজ্ঞেস করলাম এটার ব্যবহার কি। সে মোবাইল খুলে দেখাল যে এভাবে দেয়ালে সজ্জা হিসেবে মিশরীয়রা এই কাপড়ের টুকরা ঝুলিয়ে রাখে। আইডিয়াটা পছন্দ হল, আমিও একটা কিনে ফেললাম। যাহোক, মোয়েজ স্ট্রিট ছবিতে দেখুন।








রাত সাড়ে আটটার একটু বেশী। হোটেলে ফিরতে হবে। ট্যাক্সিতেও যাওয়া যায়। ভাবলাম, খোজ নিয়ে দেখি মেট্রো আছে কি না আশে পাশে আর সেটা দিয়ে এল মা’য়াদি যাওয়া যায় কিনা। খোজ নিয়ে জানতে পারলাম, কাছে একটা মেট্রো স্টেশন আছে। ওরা বলল, “ওবরা”, পরে ম্যাপে দেখছি ওরা আসলে “ওপেরা” যেতে বলছিল। আরবীতে যেহেতু “প” উচ্চারণ নেই, এজন্য আপনি দেখবেন আরববা অনেক সময়ই “প” কে “ব” উচ্চারণ করছে। প্রায় আধা ঘন্টা হেটে (ম্যাপ অনুযায়ী ২.২ কি.মি.) মেট্রো স্টেশনের দেখা পেলাম। গরম থাকাতে কষ্ট হচ্ছিল কিন্তু লাভের লাভ যেটা হল, শহরের কিছু অংশ একেবারে কাছ থেকে দেখলাম। এক পর্যায়ে মনে হল ঢাকার গুলিস্তানে আছি! প্রচুর লোকজন, ফুটপাতে অসংখ্য দোকানী, সবাই কেনা কাটা করছে। তা যে মেট্রো স্টেশনে পৌছালাম, সেটার নাম ছিল আসলে “আতাবা”। ১ পাউন্ড (বাংলাদেশী ৬.৭৫ টাকা) দিয়ে টিকেট কাটার সময় যখন “মা’য়াদি” শব্দটি বললাম, স্মার্ট টিকেট সেলার পরিস্কার ইংরেজিতে জানিয়ে দিল, “সা’দাত” স্টেশনে নেমে ট্রেন পরিবর্তন করে “হেলওয়ান” এর দিকের ট্রেনে উঠতে হবে। আমি দ্রুত আমার সাথে থাকে কাগজে শব্দ দু’টো লিখে নিয়ে প্লাটফর্মের দিকে হাটা দিলাম।

সা’দাতে ট্রেন পরিবর্তন করতে গিয়ে দেখি বোর্ডে মা’য়াদি স্টেশন আছে তিনটা! Hadayek El-Maadi, Maadi আর Sakanat El-Maadi। সামনের সিটে বসা ভদ্রলোকদের জিজ্ঞেস করতেই একজন পাওয়া গেল যিনি ইংরেজি জানেন। আর পুরো ট্রেনে যেহেতু আমি ছাড়া আর কোন বিদেশী নেই, সেও আমার সাথে সানন্দে গল্প করা শুরু করল। বলল, মা’য়াদি স্টেশন এলে আমাকে সে বলে দেবে। কথা প্রসংগে সে বলল, তুমি যে হোটেলে থাক তার সামনে থেকেইতো পিরামিডের দিকে মাইক্রোবাস (এটাও এখানকার গণপরিবহন) যায়, তুমি সেটাতে করেই চলে যেতে পার। ভাবলাম, তবে তাই হবে, ট্যাক্সির পেছনে পয়সা খরচ না করে গণ পরিবহনেই উঠে পড়ব। তো পরে যেটা দেখা গেল, শুধু মা’য়াদিই হল আমার স্টেশন। আগের রাতে যেহেতু এই এলাকা চষে বেড়িয়েছি, তাই হোটেলে পৌছাতে খুব একটা বেগ পেতে হল না। :)

ঝটিকা সফরে কায়রো... (শেষ পর্ব)

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৬

মাদিহা মৌ বলেছেন: চমৎকার বর্ণনা!
পরের পর্বের অপেক্ষায় থাকলাম …

নীল নদের পানি নীল নয় কেন? :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কই আপু? নীল নদের পানিতো নীলই দেখাচ্ছে! ;)
তবে একটা ব্যাপার, নদে প্রচুর পানি আর পানি খুব শান্ত, ধীর স্থীর...

পরের পর্ব আসলে লেখাই আছে, কিন্তু ছবি আপলোড করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, আর দেখলাম পোস্টের আকারও বড় হয়ে যাচ্ছে, তাই পোস্ট কেটে অর্ধেক করে ফেললাম! :P

পরের পর্ব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৫

পথহারা মানব বলেছেন: সুন্দর ও সাবলীল বর্ননা!!
কিন্তু কুত্তার জায়গায় কুকুর হলে মনে হয় আরেকটু ভাল হত"! ভ্রমন কাহিনীতো!!!
পরের পর্বের অপেক্ষায় রইলাম....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আসলে একটু মজা করে কুত্তা শব্দটি ব্যবহার করেছিলাম, আপনার পরামর্শ মেনে নিয়ে শব্দটি পরিবর্তন করে দিলাম। :)

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১২

জুন বলেছেন: পুরোটা এক নি:শ্বাসে পড়লাম জহির। সাথে সাথে মিশরের বেশ কিছু দেখে আসা স্থান বিশেষ করে খান ই খলিলির অলি গলি ঘুরে আসা হলো। আল আযহার, পিরামিড এসব নিয়ে পরবর্তী পোষ্টের অপেক্ষায়।
আর ইমিগ্রেশনের যে কথা লিখেছেন তা আমি যখন ২০১০ এ গিয়েছিলাম তখনো একই অবস্থা ছিল। লাইনে দাঁড়িয়ে আছি আমরা দুজন। বুড়ো মত অফিসারের সামনে পাসপোর্ট ধরতেই সেটা নিয়ে উনি আমাদের পেছনে গিয়ে দাড়াতে বললেন। তার কিছুক্ষন পর যখন উঠে যাচ্ছে তখন আমি এগিয়ে গিয়ে জানতে চাইলাম আমাদের পাসপোর্ট এর কি হলো। উনি পুলিশ অফিসারদের রুম দেখিয়ে ইশারায় আবার পেছনে গিয়ে দাড়াতে বল্লো। এরপর আমরা অফিসারদের রুমের সামনে দাঁড়িয়ে দেখলাম তারা আমাদের পাসপোর্ট নিয়ে হাসছে আর কি যেন বলছে। আমার স্বামীকে বললাম তোমার আই ডি কার্ডটা দেখাও। সে হেসে বল্লো দেখি কি করে। উল্লেখ্য আমরা ব্যাক্তিগত ভ্রমনে গিয়েছিলাম। আমার আর সহ্য হলো না। সারাদিনের ভ্রমন ক্লান্তির পর এই নাটক। আমি এগিয়ে গিয়ে ইংলিশ এ জিজ্ঞেস করলাম 'ব্যাপার কি, পাসপোর্ট নিয়ে কি করছো' ? ওরা অবাক হয়ে গেল আমার ব্যবহারে। তারপর আমার সহ পর্যটক তার আইডি কার্ড দেখাতেই সাথে সাথে ছেড়ে দিল পাসপোর্ট। সুতরাং জংগী বলে নয় জহির। সে সময় শুনেছিলাম বাংলাদেশীদের মিশর হয়ে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া আটকাতেই নাকি এই ব্যবস্থা।
যাক অনেক কিছু লিখে ফেললাম। পরের পোষ্টের অপেক্ষায়।
+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু ট্রেনিং ছিল ২ দিন, টেনে টুনে কায়রোতে থেকেছি ৩ দিন আর এক সন্ধ্যে, তাই আজহার যাওয়া হয় নি। পরের পর্বে শুধু পিরামিড, মিশরীয় যাদুঘর আর রাতে নীল নদে জাহাজ ভ্রমনের কথাই থাকবে, এরচেয়ে বেশী এত কম সময়ে আর দেখা হয়ে ওঠেনি।

আমার ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার মুহূর্তের মধ্যে সিল দিয়ে ছেড়ে দিয়েছে। ঐ ব্যাটারা এসে ধরেছে যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন। ওরা সিসিটিভি দেখেই আমাকে ধরতে এসেছে বলে আমার মনে হয়েছে। আর ভাইয়ার মত একটা আইডি কার্ড থাকলেতো আর কথাই ছিল না আপু... :P

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

শ।মসীর বলেছেন: ভাইজানের চোখে দেখে নিচ্ছি কায়রো :)
ইনশাআল্লাহ যাবো কোন একদিন পিরামিড দেখতে :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইনশাআল্লাহ! :)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

করুণাধারা বলেছেন: পিরামিড দেখার শখ অনেকদিনের - সুযোগ হয়নি। আশা করি পরের কাহিনীটিও এটার মত মনোগ্রাহী হবে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চেষ্টা থাকবে, সাথে থাকার জন্য ধন্যবাদ... :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ইমরান আশফাক বলেছেন: খুব ছোটবেলায় লিবিয়ায় যাওয়ার পথে কায়রো তে দুই দফা বিরতি নিয়েছিলাম। আমার আব্বা লিবিয়ায় চাকুরী করতেন (ডাক্তার) সেই সুবাদে। ছবিগুলি দেখলে নস্টালজীতে আক্রান্ত হচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আফ্রিকা ভ্রমনে বেরুচ্ছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল আপনার কথা জেনে। তা আফ্রিকার কোন কোন দেশ সফর করছেন? :)

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার চমৎকার সব ছবি।

কায়রোকে যত বর্ণনা যত ছবি দেখি ততই মুগ্ধ হই। আসলেই কি শহরটা এত মুগ্ধ করার মত???

পরের পর্ব তাড়াতাড়ি চাচ্ছি।

তাহরির স্কয়ারে যাওয়া পড়েনি? পরের পর্বে কি তাহরির স্কয়ার সম্পর্কে কিছু থাকছে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, বর্ণনা পড়ে কায়রো এত ভাল লেগেছে??!! কায়রো শহটা ভালই, তবে কিছু কিছু জায়গায় ঢাকার মত মনে হবে, পরিচ্ছন্নতার একটু ঘাটতি আছে, তবে রাস্তা ঘাটের পরিমাণ ঢাকার চেয়ে বেশী। তবে হ্যা, শহরের মধ্যে দিয়ে নীল নদের বেশ কিছুু শাখা প্রশাখা যাওয়াতে শহরের সৌন্দর্য বেড়ে গিয়েছে, আর নদীটার ওপর বুড়িগংগার মত এত অত্যাচার করেনি।

তাহরীর স্কয়ারে গিয়েছি। পরের পর্বে তাহরীর স্কয়ারের কথা থাকবে। ভাল থাকবেন। :)

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি আর চমৎকার বর্ণনা !!
অনেক অনেক ধন্যবাদ পোস্টের জন্য :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মনিরা আপু সময় করে পড়ার জন্য... :)

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম ,




চমৎকার ছবি ও বর্ণনা ।
একটা জায়গাতে এসে হাসলুম । হোমমিনিষ্টারকে দেখি সব্বাই-ই ভয় পায় । ;)

শুভেচ্ছান্তে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই। যেই হোম মিনিস্টারের সাথে এক ঘরে থাকি, তারে একটু হালকা পাতলা ভয় না পাইলে কি সুবিধাদি আদায় করে নেয়া যায়?? ;) :P

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

শুভ_ঢাকা বলেছেন: চমৎকার লেখা। পড়ে মুগ্ধ হলাম জহির ভাই। খুব ভাল থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক ভাল লাগল ভাই জেনে, আমিও খুব ভাল থাকবেন। :)

১১| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার সাথে মনে মনে আমিও ঘুরে এলাম। আমারো ইচ্ছা পিরামিড দেখার কিন্তু ওখানে নাকি এখন অবস্থা খুব খারাপ তাই ভয়ের কারনে ভিসার আবেদন করিনা। তবে বেচে থাকলে যাবো এক সময় ইনশাআল্লাহ্‌।

০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, ওখানকার অবস্থা মোটেও খারাপ মনে হয় নি আমার, নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। বরং পর্যটক কমে যাওয়াতে ওরা হয়ত একটু কষ্টে আছে। আমি একা অনেক হেটে বেড়িয়েছি, নিরাপত্তার কোন শংকা পাইনি।

সময় করে আমার ব্লগে ঘুরে যাওয়ার জন্য ধন্যবাদ। :)

১২| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



দারুন ভ্রমন বিবরন।

ভাল থাকবেন।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে আমার ব্লগে আসার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.