নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু কিছু কি আছে ?

এম সহিদুজ্জামান

নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!

এম সহিদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

পড়ার জন্য বই।

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৯

1. 'কারাগারে রাত দিন' লেখক- জয়নাব আল গাজালী।
2. মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা - রাগিব হাসান ।
3. আরজ আলি মাতুব্বর এর রচনাসমগ্র-
4. 'বিবর্তনের পথ ধরে' লেখক- বন্যা আহমেদ।
5. 'যে গল্পের শেষ নেই' লেখক- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
6. 'ভোলগা থেকে গঙ্গা' লেখক- রাহুল সাংকৃত্যায়ন।
7. 'নারী, সৃষ্টি ও বিজ্ঞান' লেখক- পূরবী বসু।
8. 'ঈশ্বরের বাগান' লেখক-অতীন বন্দোপাধ্যায়।
9. 'আয়না' লেখক- আবুল মনসুর আহমদ।
10. 'ত্রিপিটক' –গৌতমবুদ্ধ
11. 'কলকাতার কাছেই', 'পৌষ ফাগুনের পালা' এবং 'উপকন্ঠ' লেখক- গজেন্দ্র কুমার মিত্র।
12. 'আমার প্রিয় ভৌতিক গল্প'- হুমায়ূন আহমেদ সম্পাদিত
13. 'অসাধু সিদ্ধার্থ' লেখক- জগদীশ গুপ্ত।
14. 'সেয়ানা' লেখক- সত্যেন সেন।
15. কাশবনের কন্যা' লেখক- শামসুদ্দীন আবুল কালাম
16. 'জলরাক্ষস' লেখক- আবুবকর সিদ্দিক।
17. 'বিলোরিস' লেখক- অঞ্জলি লাহিড়ী।
18. 'বাওয়ালী উপাখ্যান' লেখক- হুমায়ূন রহমান।
19. 'মোহিনীর থান' লেখক- নাসিমা আনিস।
20. 'কুহেলিকা' ও 'মুত্যুক্ষুধা' লেখক- কাজী নজরুল ইসলাম।
21. 'অলৌকিক নয়,লৌকিক' লেখক- প্রবীর ঘোষ।
22. জীবনানন্দ দাশের কবিতা সমগ্র।
23. 'চরবিনাশকাল'- আবু বকর সিদ্দিকের ছোটগল্প
24. 'গল্পমালা' লেখক- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
25. 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
26. 'প্রথম প্রতিশ্রুত', 'সুবর্নলতা' ও 'বকুল কথা' লেখক- আশাপূর্না দেবী।
27. 'ফেলুদা সমগ্র' লেখক- সত্যজিৎ রায়।
28. 'কুবের সাধু খাঁর বিষয় আশয়' লেখক- শ্যামল গঙ্গোপাধ্যায়।
29. 'বসুধারা' লেখক-তিলোত্তমা মজুমদার।
30. 'দুচাকায় দুনিয়া' লেখক- বিমল মুখার্জী।
31. 'উত্তর পুরুষ' লেখক- রিজিয়া রহমান।
32. 'কাবুলিওয়ালার বাঙালি বউ' লেখক- সুস্মিতা বন্দোপাধ্যায়।
33. 'পথের পাঁচালি' লেখক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
34. 'আমি বীরাঙ্গনা বলছি' লেখক- নীলিমা ইব্রাহীম
35. 'পুত্র পিতাকে' লেখক- চানক্য সেন।
36. 'দোজখনামা' লেখক-রবিশংকর বল।
37. 'যদ্যপি আমার গুরু' লেখক- আহমদ ছফা।
38. 'চতুষ্পাঠী' লেখক-স্বপ্নময় চক্রবর্তী
39. 'নামগন্ধ' লেখক- মলয় রায়চৌধুরী।
40. 'বিষাদবৃক্ষ' লেখক- মিহির সেনগুপ্ত
41. 'সংশপ্তক' লেখক- শহীদুল্লাহ কায়সার।
42. 'জীবন আমার বোন' লেখক- মাহমুদুল হক।
43. 'উপনিবেশ' লেখক- নারায়ন গঙ্গোপাধ্যায়।
44. 'আমরা হেঁটেছি যারা' লেখক- ইমতিয়ার শামীম।
45. 'আমি তপু', 'আকাশ বাড়িয়ে দাও' এবং 'আমার বন্ধু রাশেদ' লেখক- মুহম্মদ গাফর ইকবাল।
46. 'ক্রাচের কর্নেল' লেখক- শাহাদুত জামান।
47. 'ফুল বউ' লেখক- আবুল বাশার।
48. 'কৃতদাসের হাসি' লেখক- শওকত ওসমান।
49. 'নিশি কুটুম্ব' লেখক মনোজ বসু।
50. 'নূরজাহান' লেখক- ইমদাদুল হক মিলন।
51. 'শেষ বিকেলের মেয়ে' লেখক- জহির রায়হান।
52. 'সাতকাহন' ও 'গর্ভধারিণী' লেখক- সমরেশ মজুমদার।
53. 'তিথিডোর' লেখক- বুদ্ধদেব বসু।
54. 'দেশ বিদেশে' লেখক- সৈয়দ মুজতবা আলী।
55. 'পঞ্চম পুরুষ' লেখক- বাণি বসু।
56. 'মাধুকরী' লেখক- বুদ্ধদেব গুহ।
57. 'হাজার চুরাশির মা' লেখক- মহাশ্বেতা দেবী।
58. 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা' লেখক- শিবরাম চক্রবর্তী।
59. 'শাপ মোচন' লেখক- ফাল্গুনী মুখোপাধ্যায়।
60. 'কেরী সাহেবের মুন্সী' লেখক- প্রমথনাথ বিশী।
61. 'খেলারাম খেলে যা' ও 'নিষিদ্ধ লোবান' লেখক- সৈয়দ শামসুল হক।
62. 'রাইফেল রোটি আওরাত' লেখক- আনোয়ার পাশা।
63. 'প্রথম আলো' 'সেই সময়' এবং 'পূর্ব-পশ্চিম' লেখক- সুনীল গঙ্গোপাধ্যায়।
64. 'নন্দিত নরকে' 'শঙ্খনীল কারাগার' এবং 'জোৎস্না ও জননীর গল্প' লেখক- হুমায়ূন আহমেদ।
65. 'নারী' ও 'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' লেখক- হুমায়ূন আজাদ।
66. 'মেমসাহেব' লেখক- নিমাই ভট্টাচার্য।
67. 'সূর্য দীঘল বাড়ি' লেখক- আবু ইসহাক।
68. 'আগুনপাখি' লেখক- হাসান আজিজুল হক।
69. 'পদ্মা নদীর মাঝি' ও 'পুতুল নাচের ইতিকথা' লেখক- মানিক বন্দোপাধ্যায়।
70. 'দৃষ্টিপাত' লেখক-যাযাবর।
71. 'তেইশ নম্বর তৈলচিত্র' লেখক- আলাউদ্দিন আল আজাদ।
72. 'কাবিলের বোন' ও 'উপমহাদেশ' লেখক- আল মাহমুদ।
73. 'অসমাপ্ত আত্মজীবনী' লেখক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
74. 'লোটা কম্বল' লেখক- সঞ্জীব চট্টোপাধ্যায়।
75. 'কড়ি দিয়ে কিনলাম' লেখক- বিমল মিত্র।
76. 'ন হন্যতে' লেখক- মৈত্রেয়ী দেবী।
77. 'তিতাস একটি নদীর নাম' লেখক- অদ্বৈত মল্লবর্মণ।
78. 'ওদের জানিয়ে দাও' লেখক- শাহরিয়ার কবির।
79. ‘পার্থিব’ ও 'দূরবীন' লেখক- শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
80. 'লৌহকপাট' লেখক, 'জরাসন্ধ' (ছদ্মনাম)। আসল নাম- চারুচন্দ্র চক্রবর্তী।
81. 'অন্তর্লীনা' লেখক- নারায়ণ সান্যাল।
82. 'খোয়াবনামা' -আখতারুজ্জামান ইলিয়াস
83. 'শুন বরনারী' লেখক- সুবোধ ঘোষ।
84. 'কবি' লেখক- তারাশঙ্কর।
85. 'তবুও একদিন' লেখক- সুমন্ত আসলাম।
86. ‘লালসালু’ লেখক- সৈয়দ ওয়ালিউল্লাহ।
87. হাজার বছর ধরে' লেখক- জহির রায়হান। লেখক- শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
80.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:২৮

খায়রুল ইসলাম নাদিম বলেছেন: দেখি কয়েকটা বই হাতে আছে মনে হয় ।পড়তে হবে ।

২| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৭

এম সহিদুজ্জামান বলেছেন: শুভকামনা, পড়তে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.