নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু কিছু কি আছে ?

এম সহিদুজ্জামান

নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!

এম সহিদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

নারীর স্বাধীনতা

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭

আমি নারীর স্বাধীনতা চাই
যে স্বাধীনতা নারীকে বাচতে শেখাবে।
নারীর কে সাহসী করে তুলবে।

আমি নারীর স্বাধীনতা চাই
যে স্বাধীনতা নারীকে বলতে শেখাবে আমরাও মানুষ।
যে স্বাধীনতা নারীকে বলতে শেখাবে আমরাও পারি।

আমি নারীর স্বাধীনতা চাই
যে স্বাধীনতা নারীকে জানতে দেবে তারাও এদেশের মানুষ।
তারাও এদেশের সকল কাজে সমান অংশীদার।

আমি নারীর স্বাধীনতা চাই
যে স্বাধীনতা নারীকে রাস্তায় একা চলতে দেবে।
যে স্বাধীনতা নারীকে প্রতিবাদী করে তুলবে।

আমি এমন স্বাধীনতা চাই না
যে স্বাধীনতা সমাজটা নষ্ট করে দেবে।
যে স্বাধীনতা পুরুষ কে পশু বানাবে।

আমি এমন স্বাধীনতা চাই না
যে স্বাধীনতা নারীকে ধর্ষিতা বানায়
আর পুরুষ কে বানায় ধর্ষক।

আমি এমন স্বাধীনতা চাই না
যে স্বাধীনতা আমার বোনকে কেড়ে নেয়
মাকে বানায় রাস্তার পতিতা।

আমি নারীর স্বাধীনতা চাই
বারবার চাই, মনে প্রানে চাই।
আমি নারীর মুক্তি চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.