নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু কিছু কি আছে ?

এম সহিদুজ্জামান

নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!

এম সহিদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

টিফিন ক্যারিয়ার

২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৯

গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আমি একটি উপন্যাস লিখতে চাই অনেক টা লিখেছি । আস্তে আস্তে এখানে প্রকাশ করবো । তবে তার আগে এর একটা নাম চাই । বন্ধুরা আমি একটি নাম ঠিক করেছি । নামটি হলো “ টিফিন ক্যারিয়ার ’’ । নামটি কেমন হবে জানাবেন । আর আপনাদের অন্য কোন পরামর্শ থাকলে তাও বলবেন । আর যদি লেখার বিষয়ে কোন পরামর্শ থাকে তাও বলবেন । সবার সহযোগিতা কামনা করছি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:০২

ওয়্যারউলফ বলেছেন: আমার মনে হয় টিফিন ক্যারিয়ারের চেয়ে "জীবন ক্যারিয়ার" ভাল হবে !!

২| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:১২

এম সহিদুজ্জামান বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য । আপনার প্রস্তাব অবশ্যয় ভেবে দেখবো ।

৩| ২২ শে মে, ২০১৫ বিকাল ৩:১৬

ছোট্ট পুতুল বলেছেন: বোরকা পড়া মেয়েটি বেশি ভালো হবে

২২ শে মে, ২০১৫ রাত ৮:১১

এম সহিদুজ্জামান বলেছেন: নামটা ভালো তবে আমার কাহিনির সাথে যাবে না । পরামর্শের জন্য ধন্যবাদ ।

৪| ২২ শে মে, ২০১৫ বিকাল ৩:২২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সেলাই দিদিমণি টাই সুন্দর। যদিও জেমস্ এর গান। তবুও সুন্দর।

৫| ২২ শে মে, ২০১৫ রাত ৮:১০

এম সহিদুজ্জামান বলেছেন: সেলাই দিদিমণি নামটা আমার দারুন পছন্দ হয়েছে । ভেবে দেখার মত । ধন্যবাদ “নাম প্রকাশে ইচ্ছুক নহে ’’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.