নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু কিছু কি আছে ?

এম সহিদুজ্জামান

নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!

এম সহিদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

পুরুষ কাকে বলে ?

২৮ শে মে, ২০১৫ রাত ১১:৪৬

আমরা নাকি পুরুষ ! সেই গৌরবে সারা পৃথিবী এক করে ফেলি । কিন্তু আমরা কিসের পুরুষ ? কিসের বলে আমরা নিজেদের পুরুষ বলে যাহির করি ?আমাদের একটি পুরুষ দণ্ড আছে বলে ? নাকি আমাদের শরীরে শক্তি বেশি বলে ? নাকি আমরা বেশি জ্ঞানী বলে ? কিন্তু এর সবই তো একজন নারীর আছে । দুঃখিত নারীর তো আর পুরুষদণ্ড (!) নেই ! আফসোস হয় নিজে একজন পুরুষ বলে । নিজেকে ধিক্কার দিই । কারন আমার মত কোন পুরুষ আমারই বোন বা মা কে ধর্ষন করছে ।তাও আবার চলন্ত গাড়িতে ,চলতি পথে ,কিম্বা ভুট্টার ক্ষেতে । হায়রে পুরুষ ! যার নিজের উপর নিয়ন্ত্রন নেই ,নিজের পুরুষ দণ্ডের উপর নিয়ন্ত্রন নেই সে আবার নিজেকে পুরুষ বলে দাবি করে কোন সাহসে ?

নারী পুরুষ সবাই রাস্তায় চলার জন্য সমান অধিকারী । কই কোন মেয়ে তো রাস্তায় কোন ছেলের উপর হামলে পড়ছে না । সে তো ঠিকই তাকে নিয়ন্ত্রন করতে পারে । একটা মেয়ে উগ্র পোশাক পরলে ছেলেদের পুরুষ দণ্ড লাফালাফি করে আর নিজেকে নিয়ন্ত্রন করতে পারে না । এরা তো পুরুষ না ,এরা হল পশু যাদের কোন স্থান কাল পাত্র নাই যেখানে সেখানে সেক্স করার জন্য প্রস্তুত থাকে । আমারা পুরুষ রা কি সেই দিকে চলে যাচ্ছি যে দিকে রাস্তার কুকুর যায় ।
আইনস্টাইন এর সুত্র মতে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরিতমূখী প্রতিক্রিয়া আছে । তাই যদি হয় তবে নারীর ও তো পুরুষের মত কোন উগ্র পোশাক বা স্মার্ট পোশাক পরা ছেলে দেখলে তার উপর হামলে পড়ার কথা কিন্তু তেমনটা তো ঘটতে দেখি না ।

তাহলে আমরা পুরুষা নারীর থেকে কিসে সম্মানিত ? বরং নারী আমাদের থেকে অনেক বেশি সম্মানিত কারন তারা পুরুষের মত নিজের বিবেক নিজে দুর্বলতা প্রকাশ করে না ।

এর জন্য আমার মতে আরো কঠোর আইন করা এবং তার প্রয়োগ করা জরুরি । সেক্ষেত্রে ধর্ষকের অপরাধ প্রমানিত হলে তাকে খোজাকরন করা যেতে পারে যাতে বেটা সারা জীবন বেঁচে থাকবি আর মেয়েদের দেখেই যাবি .....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.