নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু কিছু কি আছে ?

এম সহিদুজ্জামান

নাম : মো: সহিদুজ্জামান সুমন । অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস । আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন । থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ । প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) । প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে । প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) । প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) । প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) । প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) । প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) । সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) । অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!

এম সহিদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত’র প্রেম

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৮

জীবনের কথকতা থামিয়ে যেদিন
চলে যাব নৈঃশ্বব্দের অন্তরালে
সেদিনও আমায় মনে রাখবে
সে আশা কখনও করিনি ।

কখনো আশা করিনি
লাল পেঁড়ে সাদা শাড়ি ,আর কাঁকন পরে
খোঁপাতে বেলি ফুলের মালা সাজিয়ে
বিনম্র শ্রদ্ধায় আমার সামনে এসে বলবে
চল বেড়াতে যায় ।

কল তলায় মখমলের তোয়ালেটা এগিয়ে দিয়ে বলবে
এই রইলো সুগন্ধি সাবান , গোসলটা সারো তাড়াতাড়ি
লংড্রাইভে নিয়ে যাব তোমায় আজ ।

অথচ আজ অর্ধ শতাব্দি হতে চলল
পাশাপাশি দুজন একই ছাদের নিচে …
নিঃষ্পলক চেয়ে থাকা …
খুনসুটি বারংবার …।
দুর্বার গতিতে ধাবমান আমাদের প্রেম
যেন অশ্ব ছুটেছে যুদ্ধের দামামা শুনে ।
মধ্যবিত্তের প্রেম বলেই কি ?
আমাদের এই অটুট বন্ধন ?
নাকি প্রেমের মানে আমাদের কাছে এই ?
নাকি আমরা শুধু নিয়মের বেড়াজালে আবদ্ধ দুজন ?
নাকি বাঁচার তাগিদে পথ চলা ?
কই ? ভালোবাসার ঘাটতি তো কখনো হয়নি ।
তাহলে এটাই বোধহয় আমাদের মত
মধ্যবিত্তের প্রেম………..
কখনো ফুরাবার নয় ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: ভাল লাগল

২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩২

এম সহিদুজ্জামান বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.