নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

স্বরণীয় -বরণীর ব্লগার

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২০

আড্ডা: একটা মানুষকে জানার সর্ব্বোচ্চ মাধ্যম। ব্লগে লেখা বা অন্য কাররও ব্লগ পড়ে কমেন্টস এ কিছু লেখা এটাও এক প্রকার ভার্চুয়াল আড্ডা ।এই রকম ভার্চুয়াল আড্ডা থেকেই ব্লগার বাংলার ভূমিপুত্র ভাই এর সম্পর্কে জানা।বঙ্গ,বাংলা,বাঙ্গালী এই ছিল উনার লেখার বিষয় ।উনার সাবলিল লেখনিতে আমরা জানতে পাই আদী বাংলার ইতিহাস ও ঐতিয্য ।

এই ভীষন বাংলাপ্রেমী মানুষটি আজ আমাদের মাঝে নেই ।

আজ সকালে ব্লগে ঢুকেই Click This Link আমিনুর রহমান ভাইয়ের পোষ্ট থেকে জানতে পারি ধারাবাহিক পোষ্ট লিখক ব্লগার বাংলার ভূমিপুত্র এবং যিনি ছিলেন কিশোর মুক্তিযোদ্ধা কাজী আবদুল লতিফ সাজু উনি গতকাল [১৯/০৭/২০১৪ইং,রোজ শুক্রবার] সকাল ৮.৩০ ঘটিকায় ল্যাব এইড হসপিটালে মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন। উনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ফেসবুকে উনার আইডি Bangla Bangali (বাঙাল) । আসুন আমরা সকলে উনার রূহের মাগফেরাত কামনা করি। আমিন।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৩

আলম 1 বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।

২| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

আমিনুর রহমান বলেছেন:




লতিফ আংকেলের সাথে আমার দুবার দেখা হয়েছে কিন্তু এই মানুষটা এতো দ্রুত খুব কাছে টেনে নিতে পারতান যে মনেই হতো না উনার সাথে আমার খুব কয়েকক্ষন আগেই পরিচয়। খুব মিস করবো উনার লিখা আর উনাকে। আমরা একজন সত্যিকার দেশপ্রেমিককে হারালাম।


আল্লাহ্‌ উনাকে বেহেশত নসীব করুন।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫২

সুমন জেবা বলেছেন: সত্যিই আমরা একজন সত্যিকার দেশপ্রেমিককে হারালাম।
আমিনুর রহমান ভাই ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪

আরজু মুন জারিন বলেছেন: আসুন আমরা সকলে উনার রূহের মাগফেরাত কামনা করি। আমিন
পোস্ট টির জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪

সুমন জেবা বলেছেন: আমিন ..

৪| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও উনার লেখাটা কমপ্লিট হবার আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন...
ব্লগে যারা ভিশেষজ্ঞ তাদের অনুরোধ করব- উনার প্রকাশিত লেখাগুলো সংরক্ষনে এবং এক সাথৈ সব লেখা পেতে পড়তে উনার লেখাগুলো নিয়ে ই-বুক তৈরী করা যায় কিনা ভেবে দেখতে।

আমরা যেমন পাব তথ্য ভান্ডার..
তেমনি উনার লেখাগুলো হবে সংরক্ষিত..

আল্লাহ উনাকে শান্তিতে রাখূন।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৩

সুমন জেবা বলেছেন: সহমত ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.