নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

ব্যাতিক্রমি আগস্ট ২০১৪

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

বন্ধরা ..

অনেকদিন পর ব্লগে আসলাম ..সবাই ভালো তো ..?

জানি ! ভালো থাকা না থাকা তো আর আমাদের ইচ্ছের উপর Depend করে না । করলেও এই বাংলায় তা ব্যাতিক্রম..

তেমনি এক ব্যাতিক্রমি তথ্য জানাচ্ছি সবাইকে -

এটা কি মাস ? এ রকম একটা প্রশ্নে সবাই বলবে কেন..? 'আগস্ট'!

হ্যা ঠিকই এটা আগস্ট [August] মাস । যদিও প্রতি বছরই এ মাসের দেখা মেলে। কিন্তু চলতি বছরের এ মাস টি কতিপয় ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য স্মরণীয় হয়ে থাকবে । এই মাসে পাওয়া যাবে-

» ৫টি শুক্রবার,

» ৫টি শনিবার,

» ৫টি রবিবার

পঞ্জিকার পাতায় দেখা যায়, শুক্রবার শুরু হওয়া এই মাসটি ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ পড়ছে। আর শনিবার ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখ পড়ছে। এছাড়া রবিবার ৩, ১০, ১৭, ২৪ ও ৩১ তারিখ পড়ছে।

গত ৮২৩ বছর আগে এরকম একটি মাস পাওয়া গিয়েছিল। আবার আগামী ৮২৩ বছর পর এরকম একটি মাস পাওয়া যাবে।



আর ...আমাদের জাতীয় জীবনে এই মাস এমনিতেই ব্যাতিক্রমি মাস ।

এ মাসেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নির্মমভাবে। আবার বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তার জন্ম দিন পালন করে থাকেন এই মাসেই।

তবে ২০১৪ সালের আগস্ট মাস সত্যিই কতিপয় ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ধারাবাহিকভাবে সপ্তাহের তিনটি বার মাসে পাঁচবার করে আসার বিরল স্বাক্ষী হিসাবে থাকছেন আপনিও।



তথ্য সংগ্রহ : গুগল

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক আগেই বিষয়টি জানা ছিল তাবে নতূন ভাবে আপনার মাধ্যমে জেনে ভাল লাগলো।




ভাল থাকবেন।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ..

২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরে আসলেন , মিষ্টি কই :-0

৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

সুমন জেবা বলেছেন: ভাই ..http://www.somewhereinblog.net/blog/suconabarta
আপনার জন্য..

৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা কি দোষ করালাম। রোজার দিন তো শেষ। মিষ্টি চাই।

৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

লেখোয়াড় বলেছেন:
বিয়াপুক গবিষুণা।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ..ভাই ।

৬| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

সুমন জেবা বলেছেন: ইমতিয়াজ ১৩ ..ভাই আন্নের জন্যে বিখ্যাত পোতা মিষ্টি..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.