নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

Fit For The Future স্লোগানে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০১৪

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

‘ফিট ফর দি ফিউচার ’ স্লোগান নিয়ে আজ ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০১৪।





ফিজিওথেরাপি একটি ইংরেজী শব্দ। এখানে ফিজিও (শারিরীক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারিরীক চিকিৎসার সৃস্টি। অর্থাৎ ফিজিওথেরাপি অর্থ হচ্ছে বিশেষ ধরনের শারীরীক চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বাধীনভাবে রোগীর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা (প্রধানত বাত-ব্যথা, আঘাত জনিত ব্যথা, প্যারালাইসিস ইত্যাদি) নির্ণয় সহকারে পরিপূর্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ১৯১৩ সালে নিউ জিল্যান্ডের একদল স্বাস্থ্যকর্মী প্রথমবারের মতো ফিজিওথেরাপি সেবা শুরু করেন।



যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা শুরু ১৯১৪ সালে। এরপর শুরু হয় ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা।

১৯২১ সালে ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসোসিয়েশন গঠন করে পঙ্গুদের পুনবার্সনের জন্য চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখার নাম ‘ফিজিওথেরাপি’-বলে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক মেরি এমসি মিলান।



জিওরজিয়া ওয়ার্ম স্প্রিং ফাউন্ডেশন পোলিও রোগ নিয়ে কাজ শুরু করে ১৯২৪ সালে। এক পর্যায়ে ফাউন্ডেশনটির অন্যতম কর্মী সিস্টার কিননি পোলিও চিকিৎসায় ফিজিওথেরাপি অন্তর্ভুক্ত করেন। এরপর ফিজিওথেরাপি হয়ে উঠে পোলিও রোগীর পুনবার্সন ও চিকিৎসার প্রধান চিকিৎসা পদ্ধতি।

১৯৫০ সালের মধ্যে পঙ্গুত্ব, বাতব্যথা, ও প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি উন্নত বিশ্বের বিভিন্ন হাসপাতালে নিউরোলজি, অর্থোপেডিকস ডিপার্টমেন্টের পাশাপাশি স্থান করে নেয়।



একটু একটু করে সাফল্য অর্জনের মাধ্যমে ফিজিওথেরাপি বাতব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরিসহ পঙ্গুদের পুনবার্সনে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম শাখা হিসেবে স্থান করে নিয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন বাতব্যথ, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফিজিওথেরাপি।



যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে বিদেশী ফিজিওথেরাপিষ্ট দ্বারা স্বাধীন বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা হয়। ফিজিওথেরাপী চিকিৎসার গুরুত্ব ও অনুধাবন করে ১৯৭৩ সালে আরআইএইচডি (বর্তমানে নিটোর) ফিজিওথেরাপী চিকিৎসার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের (এমবিবিএস ও বিডিএস একই অনুষদের অধিভুক্ত) অধিনে স্মাতক ডিগ্রি চালু করা হয় । বর্তমানে নিটোর, সিআরপি, পিপলস্ ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, স্টেট্ কলেজ অব হেলথ্ সায়েন্স সহ ৭টি ইনষ্টিটিউটে ফিজিওথেরাপী গ্রাজুয়েশন কোর্স চালু রয়েছে।



চিকিৎসা বিজ্ঞানীদের মতে বাতব্যথা চিকিৎসায় ব্যবহৃত ওষধগুলোর মধ্যে কয়েকটি ভিটামিন ছাড়া যে সব ব্যথার ওষুধ ব্যবহার করা হয় তার পার্শ্বপ্রতিক্রিয়ায় পেপটিক আলসারসহ কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে এসব ওষুধ দীর্ঘদিন খাওয়া যায় না। ফলে বাতব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় পার্শ্বপ্রতিত্রিয়ামুক্ত উন্নত চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হয় ফিজিওথেরাপি।



১৯৫১ সালে থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে।



২০১৩ সালের বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো শুধু অসংক্রামক রোগের উপর জাতিসংঘের সামিট অনুষ্ঠিত হয়। সামিটে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে অসংক্রামক রোগের বিশেষ করে হৃদরোগ, বক্ষব্যধি, ডায়াবেটিকস, এবং ক্যানসারের আশাংকাজনক বৃদ্ধি বিশ্ব স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের মতে বিশ্বে প্রতি বছর সাড়ে ৩ কোটি মানুষের মৃত্যু হয় শুধু মাত্র অসংক্রামক রোগের কারনে যা বিশ্বের মোট মৃত্যুর ৬০ শতাংশ।

ফিজিওথেরাপির মাধ্যমে অসংক্রামক রোগজনীত অক্ষমতা ও মৃত্যুর হার কমানো সম্ভব।



যে সব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা :





 বাত-ব্যথা

 কোমড় ব্যথা

 ঘাড় ব্যথা

 হাঁটু অথবা গোড়ালীর ব্যথা

 আঘাত জনিত ব্যথা

 হাড় ক্ষয় জনিত রোগ

 জয়েন্ট শক্ত হয়ে যাওয়া

 স্ট্রোক

 প্যারালাইসিস জনিত সমস্যায়

 মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি

 বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়

 আইসিইউ (ওঈট) তে অবস্থানকারী রোগীর জন্য

 পা বাঁকা (ক্লাবফিট)

 গাইনোকলজিক্যাল সমস্যায়

 সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু)

 বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ও পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।



ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি:





একজন ফিজিওথেরাপিষ্ট রোগীর রোগ বর্ণনা, ফিজিক্যাল টেষ্ট, ফিজিওথেরাপিউটিক স্পেশাল টেষ্ট, প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন রেডিওলজিক্যাল টেষ্ট এবং প্যাথলজিক্যাল টেষ্ট এর মাধ্যমে রোগ নির্ণয় বা ডায়াগ্নোসিস করে থাকেন। অত:পর রোগীর সমস্যানুযায়ী চিকিৎসার পরিকল্পনা অথবা ট্রিটমেন্ট প্লান করেন এবং সেই অনুযায়ী নিন্মোক্ত পদ্ধতিতে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকেন।



-ম্যানুয়াল থেরাপি

-ম্যানিপুলেটিভ থেরাপি

-মোবিলাইজেশন

-মুভমেন্ট উইথ মোবিলাইজেশন

-থেরাপিউটিক এঙ্ারসাইজ

-ইনফিলট্রেশন বা জয়েণ্ট ইনজেকশন

-পশ্চারাল এডুকেশন

-আরগোনমিক্যাল কনসালটেন্সী

-হাইড্রোথেরাপি

-ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা (যেমন: TENS, IRR, Traction ইত্যাদি)। তবে ফিজিওথেরাপি চিকিৎসাতে মেশিনের ব্যবহার খুবই নগন্য।

-কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ্স বা ঔষধ



ফিজিওথেরাপি নেওয়ার আগে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন তিনি সরকার অনুমোদিত ফিজিও রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা এবং এই সংক্রান্ত সার্টিফিকেট আছে কিনা কিংবা তিনি যে ফিজিওথেরাপি দিচ্ছেন তা বিজ্ঞানসম্মত কিনা তা নিশ্চিত হয়ে নিন ।

একজন প্রশিক্ষিত ফিজিওই পারেন এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা দিতে, অন্য কেউ নয়।

সময়মত এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, সচল ও কর্মক্ষম জীবন যাপন করুন এই প্রত্যাশা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

পাইলট ভয়েচ বলেছেন: দুই/একটা ঠিকানা দিলে ভাল হয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

সুমন জেবা বলেছেন: *ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল
মগবাজার,ফোন- ৯৩৫১১৯০-১
*সি. আর. পি. হাসপাতাল :
সাভার, মিরপুর-১৪

এছাড়াও সরকারি ও বেসরকারী বিভিন্ন হাসপাতালে (যেমন: স্কয়ার হসপিটাল 8159457, 8142431
এপোলো হসপিটাল, ইউনাইটেড হসপিটাল) ইত্যাদিতে পাবেন ।

ধন্যবাদ ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

কান বরাবর দিমু কইলাম বলেছেন: শ্যামলী রিং রোড -এ এস পি ক্লিনিক ( ডঃ এস চক্রবর্তী ) ---- মনে হয় ভালো, টেলেভিশনে ( মে বি আরটিভি তে) প্রতি রবিবার সকাল ১০ - ১০,৩০ এর মধ্যে এই ব্যাপারে প্রোগ্রাম দেখায়, আমার যাবার চিন্তা-ভাবনা আছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

সুমন জেবা বলেছেন: ডাঃ সিমসন কল্যাণ বাড়ৈ ( বীর মুক্তিযোদ্ধা )
কন্সালট্যান্ট ফিজিওথেরাপিষ্ট
ফিজিওথেরাপি এন্ড প্যারালাইজড ওয়েলফেয়ার সেন্টার (PPWC)
৪৬, পশ্চিম তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
মোবাইল :- ০১৭১১৮০৮৪৬৪

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

মামুন রশিদ বলেছেন: ফিজিওথেরাপি ট্রিটমেন্ট খুবই ভালো । আমার একবার নিতে হয়েছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.