নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

আসুন 'না কিছু করি ছোট্ট জায়েমের জন্য

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

আজকের গল্পটা অসম্ভব চঞ্চল দুষ্টু একটা ছেলে জায়েম 'কে নিয়ে। মাহবুব আলম আর আফরোজ নাহিদ হকের একমাত্র ছেলে জায়েম পড়ছে ক্লাস টু-তে..







এক মুহুর্তের জন্য কোথাও চুপ করে বসা নেই! সারাক্ষণ প্রশ্ন করেই যাচ্ছে, এমনকি খাওয়ানোর সময়ও প্রতিবার খাবার মুখে নেবার আগে একটা করে প্রশ্ন!

আগস্ট ১২, ২০১৪ ইং একটি মেডিকেল রিপোর্ট সব যেন ওলট-পালট করে দিল । কিছুদিন ধরেই মাথা ব্যাথার কথা বলতো জায়েম। এতো ছোট একটা বাচ্চা কেন মাথা ব্যাথার কথা বলবে কিন্তু দিনদিন বাড়তে থাকার কারণে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন মাহবুব ও আফরোজ।

ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর একটা রিপোর্ট দিলেন, ওখানে লিখা ছিলো,

“The MRI report of his brain shows it is a malignant brain cancer in the pineal region, spreading into the left thalamus hydrocephalus due to the tumor obstructing the drainage of CSF away from the lateral ventricles. So a Ventricular-peritoneal shunt surgery is needed to treat the hydrocephalus. The tumor cannot be excised as it is too extensive, and in an impossible location. So a stereo-tactic biopsy is also needed to get the diagnosis.”



কেউ বুঝতে পারে নি এই কয়টি লাইনের ভিতর কী ভয়ঙ্কর একটা সত্য লুকিয়ে আছে। এ যে “ব্রেইন টিউমার” ।

জায়েমকে যে ডাক্তার দেখছিলেন তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক মাইনুল হক সরকার। তিনি বললেন ওর ব্রেইন টিউমার এমন একটা পর্যায়ে চলে গেছে, দেশে এটার চিকিৎসা প্রায় হবেই না বললে চলে। ওর অসুখটা এমনই যে এর আগে এরকম অসুখের রিপোর্টেড কেইস মাত্র একটা। সেটার অপারেশন করেছিলেন অস্ট্রেলিয়ান ডাক্তার চার্লস টেও। উনার সাথে যোগাযোগ করা হয়েছে, উনি যদি সিঙ্গাপুর আসতে পারেন তাহলে সেখানেই অপারেশন হবে NUH এ। আর তা সম্ভব না হলে জায়েমকে নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়াতে।

সব কিছু আটকে আছে শুধু দু’টা প্রশ্নে। ডাক্তার কোথায় যেতে বলবেন...আর টাকা...



জায়েম, যেই ছেলেটা ক্যাডবেরী চকলেটের জন্য পাগল ছিলো, অসম্ভব প্রিয় চকলেট মুহুর্তের মধ্যে শেষ করে ফেলতো, সেই জায়েম। ওকে দেখতে আসা সবাই ওর জন্য নিয়ে আসে ক্যাডবেরী, কিন্তু সেগুলো পড়ে থাকে টেবিলে, কিংবা বিছানায়। চকলেটগুলো এখন ছুঁয়েও দেখে না জায়েম। চকলেটগুলো পড়ে থাকে, ওর মতোই, চুপচাপ হয়ে।

খুব ভালো লাগতো .. যদি বলতে পারতাম এটা একটা গল্প। কিন্তু খুব কষ্ট নিয়েই বলতে হচ্ছে এটা গল্প নয়।

জায়েম এর জীবনের গল্পটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, যদি এই আমরা, আমরা সবাই একটু এগিয়ে না আসি। জায়েম এর জন্য টাকার দরকার। অনেক টাকা। এটাই এখন একমাত্র সত্য। ওদের ভিসা আর পাসপোর্টের কাজ হয়ে গেলে আগামী ১/২ সপ্তাহের মধ্যে জায়েমকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাচ্ছে। কারণ একটা দিন দেরী মানেই জায়েমের একটু করে হেরে যাওয়া। আর জায়েমের পাশে আমরা যদি না দাঁড়াই তাহলে আর কে থাকবে ওর বলুন? আমার আজকের দুপুরের লাঞ্চের টাকা, আপনার কয়েকটা দিনের রিকশাভাড়া থেকে বাঁচানো টাকা, আমার বন্ধুর একদিনের মোবাইলের খরচ, আপনার খুব কাছের কাউকে গিফট করার জন্য জমিয়ে রাখা টাকার কিছু অংশ, যতটুকু সম্ভব, এগিয়ে আসুন প্লীজ।

যদি বলেন_আমার/আপনার এই ১০০ কিংবা ৫০০ টাকায় কি হবে ? কিছুই তো করতে পারবো না আমরা।

কিন্তু ১০০০০ মানুষ যদি ১০০ টাকা করেই দেয়, তাতেও কিন্তু ১০ লাখ টাকা আমরা ওর হাতে তুলে দিতে পারি। জায়েম তো আমাদেরও কারও আপন কেউ হতে পারতো, ভাই ,ভাতিজা অথবা ছেলে ।



আসুন 'না একদিনের খরচের টাকা বাঁচিয়ে কিছু দেই আমরা জায়েমকে, সেই ক্যাডবেরী পছন্দ করা ছেলেটাকে …



আসুন'না চেষ্টা করি সেই সাথে প্রার্থনা করি এবং বিশ্বাস করি--জায়েমের টেবিলের সেই ক্যাডবেরীগুলো জায়েমের জন্যই। ও আবার সুস্থ হয়ে আসবে আমাদের মাঝে, দুরন্ত সব প্রশ্নে আর দুষ্টুমিতে মাতিয়ে রাখবে সবাইকে। কেউ কখনো আমাদের না বললেও আমরা জানবো, আমরা চেষ্টা করেছিলাম, আমরা চেষ্টা করবো।



আপনারা সাহায্য পাঠাতে পারেন নীচের ঠিকানায়।



ব্যাংক এ্যাকাউন্টঃ (Bank Account)

Mahboob Alam Khan

A/C No. 1514101887416001

Shaymoli Branch, BRAC Bank





A/C No. 116103161595

Rumnaz Binte Kader

Gulshan Branch, DBBL

Swift code DBBLBDDH116



বিকাশ এ্যাকাউন্টঃ (Bkash Account)

পারসোনাল নাম্বারঃ

01717464227, 01615638087,

01912924521, 01675575119



যেকোন যোগাযোগেঃ

জায়েমের বাবা, মাহবুবঃ 01671032533 (Zayems Father)

জায়েমের ফুপু, Rumnaz:01915638087 (Zayems Aunt)



#WeWithZayem

Please #Share & #Care



Note : আমি শুধু সবার দোয়া ও সাহায্যের জন্য লেখাটা একটু আমার মত করে তুলে ধরেছি ।

বিস্তারিত:http://www.facebook.com/events/751055501618818/

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

অগ্নি সারথি বলেছেন: পোস্টটিকে স্টিকি করার জন্য মাননীয় মডারেশন কে অনুরোধ করছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ ..দিয়ে খাটো করার স্পর্ধা আমার নেই ।
তবে ভালো লাগলো আপনাদের সারা পেয়ে ..
Please Share & Care

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

কিবর বলেছেন: পোস্টটিকে স্টিকি করার জন্য মাননীয় মডারেশন কে অনুরোধ করছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ .. আসলে কর্তিপক্ষ একটু ভেবে দখলে ভালো হয় ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় সহ ব্লগার বন্ধু স্বজন , জায়েমের জন্য আমাদের সকলের এগিয়ে আসা মানবিকতার পরিচয় , আমি তার দ্রুত সুস্থতা কামনা করি । জায়েম বেঁচে থাক
তার সবটুকু সজীবতায় ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

সুমন জেবা বলেছেন: প্রার্থনা তো অবশ্যই ..আসুন'না চেষ্টা করি সেই সাথে
ধন্যবাদ ..

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

ইমিনা বলেছেন: কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইলো এই যে - ছোট এই জায়েম এর জন্য ভালোবাসার অনুভূতি সবার কাছে পৌছে দিতে পোস্টটি স্টিকি করা হোক।

সুন্দর, সাবলীল এবং মর্মস্পর্শী বর্ণনায় জায়েম এর সমস্যাটি তুলে ধরার জন্য লেখকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

সুমন জেবা বলেছেন: ভাই আমি ..
"মানুষ মানুষের জন্য " এই ম্যাসেজটা সবার সবার কাছে পৌছে দেয়ার চেষ্টা করেছি মাত্র ।
এবং সেটা যে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন তা আর বলার অপেক্ষা রাখে না ।
ধন্যবাদ ..

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবাইকে ব্যাক্তিগত প্রতিটি সোশ্যাল মিডিয়া একাণ্টে শেয়ার দেয়ার জন্য অনুরোধ করছি। এটা পোস্ট স্টিকি করার চেয়ে বেশী কাজে দেবে। প্রার্থনা করি জায়েম দ্রুত সুস্থ হয়ে উঠুক।

অ.ট. জায়েম এখন কোথায় ভর্তি আছে? একটু জানাবেন প্লিজ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১

সুমন জেবা বলেছেন: আপডেটঃ সেপ্টেম্বর ১৯

আজ সিঙ্গাপুর টাইম সকাল ৯টায় জায়েমের অপারেশন শুরু হয়েছে । ছবিটি অপারেশন থিয়েটার এ প্রবেশের আগমুহূর্তে তোলা জায়েমের সাথে Charles Teo। "This is a very difficult job but I hope I can manage it" এমনটি আশ্বাস দিয়েই আমাদের জায়েমকে নিয়ে OT তে চলে যান তিনি। প্রায় আট ঘণ্টা চলবে অপারেশনটি। এ মুহূর্তে মহান আল্লাহ তাআলা কে ডাকা ছাড়া সত্যিই আর কিছু করার নেই আমাদের। বেশ কয়েকটি মসজিদে আজ নামাজ শেষে জায়েমের জন্য দোয়া পাঠ করা হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও নামাজ শেষে আমাদের জায়েমের Successful অপারেশন আর ওর সুস্থতার জন্য আল্লাহর নিকট মুনাজাতে চাইবেন। ইনশাআল্লাহ তিনি আমাদের সকলের দোয়া কবুল করে আমাদের জায়েমকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন।
‪#‎WeWithZayem‬

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

বংশী নদীর পাড়ে বলেছেন: ইতিপূর্বেও ব্লগারগন অনেক ভালো কাজে অংশ নিয়েছি আসুন আমরা সবাই জায়েমের জন্য কিছু করি। এই পোস্টখানা অতি শীঘ্র স্টিকি করা হোক।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

Professor সাহেব বলেছেন: সবাই মিলে চেস্টা করলে এই ছোট বাবুটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, মহান সৃস্টিকর্তার কাছে জায়েম এর জীবন ভিক্ষা চাচ্ছি।
ব্যাক্তিগত ভাবে খুব দ্রুত কিছু করার চেস্টা করব, আর সবাই কে সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি।
পোস্টটিকে স্টিকি করার জন্য মাননীয় মডারেশন কে অনুরোধ করছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

সুমন জেবা বলেছেন: জায়েমের সব খবর আপডেট পেতে -
search the fb link :https://www.facebook.com/events/751055501618818/?source=1

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

সুমন জেবা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.