নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

মা থা কু টি দ্রো হে ও প রা ধী ন তা য়

১১ ই জুন, ২০১৪ রাত ১১:০০

আমি পরাধীনতায় আর দ্রোহে মাথা কুটি

যখন দেখি আমার মায়ের বুকের উর্বর জমিনে

হায়েনা আর শকুনেরা আমাদের স্বপ্নের পোস্টমর্টেম করে।



আমি চুল ছিঁড়ি প্রবল দ্রোহে আর পরাধীনতায়

যখন দেখি আমার সহোদরা বোন ইয়াবা ট্যাবলেট আর

সীসার পাইপ ঠোঁটে গুজে ধ্বংসের ভ্রুন গর্ভস্থঃ করে।



আমি পরাধীনতার দেয়ালে মাথা কুটি অবিশ্রাম

যখন দেখি আমার পিতার প্রশস্থ বুকের নির্ভয় আশ্রয়

পেট্রোল বোমার আঁচে দগ্ধ, ঝলসিত আর ক্ষতবিক্ষত হয়।



আমি মাথা কুটি ভীষণ দ্রোহে আর পরাধীনতায়

যখন দেখি আমারই ভাই আমাদের স্বপ্নের বুকে দানবের কষাঘাত

আর হানাদারের বুট দিয়ে সগৌরবে লাথি হেনে উল্লাসে মাতে।



আমি দ্রোহে আর পরাধীনতায় চুল ছিঁড়ি অহর্নিশি

যখন দেখি আমার মুক্তিযোদ্ধা চাচা- যন্ত্রণায় আর অভিমানে

তেতাল্লিশ বছরের স্বাধীন পতাকা বুকে বেঁধে আত্মহনন করে।



আমি মাথা কুটি বিতৃষ্ণায়, দ্রোহে ও পরাধীনতায়

যখন দেখি- শুধুমাত্র ফেব্রুয়ারি মাস এলে আমরা বাঙালি।

যখন দেখি- মার্চ বা ডিসেম্বর এলে আমাদের স্বাধীনতার চেতনা উপচে পড়ে।

যখন দেখি- শুধুমাত্র ক্রিকেট ম্যাচ জিতলে আমরা দেশপ্রেমিক।

যখন-“আমার সোনার বাংলা” গাই শুধু গিনেস বুকের রেকর্ডের লোভে।

যখন- লাল সবুজের প্রেমে পড়ি, উদ্দেশ্যঃ ফেসবুকে ছবি আপলোড হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

পংবাড়ী বলেছেন: শক্তিশালী শব্দে নিজকে প্রকাশ করেছেন আপনি।

২| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৫৬

সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ পংবাড়ী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.