নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

একটি সহজ প্রশ্ন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

আজ ছোট্ট একটা ভাল কাজের অনুরোধ জানাবো সবাইকে। আশাকরি আমার ভার্চুয়াল জগতের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পাশে পাব। না, কাউকে কোন অর্থ ডোনেশন করতে হবেনা।কষ্ট করে প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করতেও হবেনা।শুধু আপনার বাড়িতে যদি আপনার সন্তান বা ছোট ভাইবোন থাকে তাদেরকে একটা জিনিস শিখিয়ে দিতে হবে। আর তাদেরকে বলতে হবে তারা যেন এই একই জিনিস তার স্কুলের বন্ধুদের কিংবা পাড়া প্রতিবেশি সমবয়সীদের শিখিয়ে দেয়। খুব কঠিন বা দুর্বোধ্য কিছু নয়। তাদেরকে যখন তাদের বাবা মায়েরা কোন উপহার কিনে দিবেন, তারা যেন বাবা মাকে একটা ছোট প্রশ্ন করে। আর তা হল, “ বাবা/মা! যে টাকা দিয়ে তুমি আমার জন্য এটা কিনেছ, সেটা বৈধ তো?” বাবা মায়েরা এই প্রশ্নের সদুত্তর দিবেন কি না দিবেন সেটা মুখ্য নয়। শুধু সাহস নিয়ে প্রশ্নটা করতে হবে। একবার বিশ্বাস করুন আমাকে, ওরা পারবে। বাবা যদি ঘুষখোর অফিসার হয়, ছেলের এই প্রশ্ন নিশ্চয় তাকে দ্বিতীয় বার ভাবতে শেখাবে। যদি কালোবাজারি ব্যাবসায়ী হয়, এই প্রশ্ন নিশ্চয় তার বিবেককে নাড়া দিবে। এই উপহারের টাকাটা যদি পেট্রোল বোমা বানিয়ে আয় করা হয়, অবশ্যই প্রশ্নটা শুনে সেই বাবা কিছুক্ষণ তার অবুঝ সন্তানের মুখের দিকে চেয়ে থাকবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫১

আরণ্যক রাখাল বলেছেন: হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.