নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

একুশ বায়ান্ন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৭

-ভাইজান, ভাল আছেন?
-ইয়া আই এম ফাইন, এন্ড ইউ?
-জী ভাল। ভাই আপনে কি আমাদের দেশী?
-হোয়াট ডু ইউ মিন?
-না মানে আপ্নের বাড়ি কি বাংলাদেশে?
-ইয়া আই এম ফ্রম বাংলাদেশ।
-তার মানে তো দেখি আপ্নে বাংলা জানেন, ইংরেজি কন ক্যা?
-হোয়াট ননসেন্স! আর ইউ খ্যাত? গা দিয়ে মাস্টারড অয়েলের স্মেল আসছে। রিমেইন এয়োয়ে রাবিশ।
-হ ভাই, আমি খ্যাতই। তই আমি বাংলাদেশ নামের একটা খ্যাতে পয়দা হওয়া সরষে গাছ।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
-পাপা! পাপা! ক্যান আই হাগ ইউ?
-এটা জিজ্ঞেস করার কি আছে মা? আয় আমার কাছে আয়।
-আই লাভ ইউ সো মাচ পাপা। গিভ মী ফিফটি থাওজেনড টাকা প্লিজ। প্লিজ পাপা।
-এত টাকা কি করবি মা? আর হ্যাঁ, যে ভাষার জন্য সালাম বরকত রফিক জব্বার প্রাণ দিল, সেই ভাষাটা ভাতে দিয়ে খেলে হবে মা?
-হোয়াট ননসেন্স পাপা। ডোন্ট টক লাইক খ্যাত, ওকে? আই ডোন্ট নীড ইউর মানি। ইউ গো টু হেল উইথ ইউর খ্যাত ভাষা।
-ঠিকই কইছিস রে মা। এই খ্যাত ভাষা দিয়ে গান গেয়ে গেয়ে কিন্তু তোর মা তোকে ছোট থাকতে ঘুম পাড়াতো।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
-আব্বা! আব্বা!
-কি হইছে বাপ?
-কাইলকে একুশে ফেব্রুয়ারি। আমাগের ইশকুলের শহীদ মিনারে সগলে খালি পায় হাইটে ফুল দিতি যাবি। তুমি আমাক নিয়ে যাবা আব্বা?
-আইচ্ছা বাপ নেবনে।
- আইচ্ছা আব্বা, একুশে ফেব্রুয়ারি কি?
- সে মেলা দিন আগের কতা বাপ। বায়ান্ন সাল। পাকিস্তান আমাগের গলা দিয়ে জোর করে উর্দু ঢুকাইয়া দিতি চাইছিল। আমরা মাইনা নেই নাই। উর্দু আমরা বমি করছি। তয় রক্তবমি।
-উর্দু জোর করে ঢুকাইয়া দিলে কি হইত আব্বা?
-তর গলা দিয়ে জোর করে এক আটি ঘাস ঢুকা দিলি তুই কি খাতি পারবি? হজম হবি?
-হেহে কি কও? ঘাস তো আমাগের গরু খায়।
- হ। পাকিস্তানিরা গরুই আছিল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০

নূসরাত তানজীন লুবনা বলেছেন: তবে বাংলা ভাষা হিন্দিতে রূপান্তরিত হওয়ার পথে এখন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.