নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

ফিলিংস নাই

০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৯

একটা মীটিং ছিল অফিসে। বউ দুইবার ফোন দিল পরপর। দুইবারই কেটে দিলাম। একটু পর এসএমএস আসলো। "কোন ফিলিংস নাই নাহ?"



ছোট বোনের সাথে ড্রয়িংরুমে বসে বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে ম্যাচ দেখছিলাম। একতরফা প্রেমের মতই একতরফা ম্যাচ। কোন উত্তেজনা নাই। দীর্ঘশ্বাস- নাভিশ্বাস-তালশাঁস কিছুই নাই। কখন যেন সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। ছোট বোনের গোটা তিনেক থাপ্পর- চিমটি-ধাক্কা খেয়ে ঘুম ভাঙল। "দেশের প্রতি কোন ফিলিংস নাই নাহ? কুম্ভকর্ণ কোথাকার!"



কলেজ জীবনের এক সাবেক প্রেমিকা ফেসবুকে কেম্নে জানি আমাকে খুঁজে বের করেছে।(উফ! বেটা জুকারবার্গ আমাকে শান্তিতে থাকতে দেবেনা) গোটা চারেক মেসেজ দিয়েছে আমায় ইনবক্সে, যেটা যথারীতি "Others" বক্সে গিয়ে জমা হয়েছে এবং আমার তা সময়মত দেখার সৌভাগ্য হয় নাই। কাল হঠাৎ সে অনেকগুলা ডিজিটের একটা নাম্বার থেকে ফোনই করে বসেছে। বুঝলাম বাইরের নাম্বার। ভয়ে ভয়ে রিসিভ করলাম। প্রথম কথা, " আমার প্রতি এখন কোন ফিলিংসই তো নাই, নাহ? তা থাকবে কেন? সুখেই তো আছিস!!!"



পুনশ্চ ১ঃ আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ

এই কি মানুষজন্ম ?



পুনশ্চ ২ঃ দেখে যা যা অনির্বাণ , কি সুখে রয়েছে প্রাণ , কি সুখে রয়েছি আমি , কি সুখে বেচেছি গান।



আমি কোত্থেকে এত ফিলিংস পাব? কারো কাছে অতিরিক্ত থাকলে একটু ধার দিবেন, প্লিজ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ রাত ১:৩৯

শ্রাবণধারা বলেছেন: বেশ মজার । ভাল লাগলো ।

২| ০৫ ই মে, ২০১৫ রাত ১:৫১

সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.