নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

চাপাতির সাথে কলমের অসম যুদ্ধ

১২ ই মে, ২০১৫ রাত ১০:৩০

চাপাতির সাথে কলমের এই অসম যুদ্ধে কলমই বারবার হেরে যায়। এটাই নিয়ম। আর নিয়মেরা বরাবরই এমন নিষ্ঠুর। কখনও কখনও চাপাতির মতই বড্ড নৃশংস নিয়মেরা।

যতই মৃত্যু উপত্যাকা বলি, বাংলস্থান বলি আমি এক মুহূর্তের জন্য ঐ লাল সবুজের পতাকা ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা। চিন্তা করতে গেলেই আমার দম বন্ধ হয়ে আসে। চোখ বুজলেও আমি লাল সবুজ দেখি। কিন্তু আজ সকাল থেকে চোখ বুজলে আমি একটু অন্যরকম লাল রঙ দেখতে পাচ্ছি। রক্তমাখা চাপাতি আর রক্তের ফিনকি দেখতে পাচ্ছি শুধু।

দানবের বিষাক্ত থাবা প্রতিদিন আমার কলমকে দুমড়ে মুচড়ে পদদলিত করবে, চাপাতি দিয়ে কুপিয়ে আমার মাথা থেকে ঘিলু বিচ্ছিন্ন করবে। আর তোরা তোদের চেতনার দহনে "কলম চলবেই" নামক স্ট্যাটাস পোস্ট করে লাইক কমেন্ট গুনতে থাকবি। আমি খুব ভালমতোই বুঝি তোদের কলম নিজেদের বগল চুলকানো ছাড়া অন্য কোথাও চলবেনা। তোদের চেতনারা ওদের মতই নপুংসক!!!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩

বিদগ্ধ বলেছেন: :(

১৩ ই মে, ২০১৫ দুপুর ১:৪৭

সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:০৩

কানাই স্যার বলেছেন: চালিয়ে যান।

১৩ ই মে, ২০১৫ দুপুর ১:৪৭

সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা

৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:২৯

চলেপথিক বলেছেন: কুসংস্কার আর মুক্তচিন্তার এই যুদ্ধ অনেক পুরানো এই অসম যুদ্ধে মুক্তচিন্তাই সবসময় জয়ী হয়েছে ।
পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের স্বীকার হয় মুক্তচিন্তার অগ্রদূত ' সক্রেটিস ' ।
হাজার বছর ধরে সক্রেটিস বেঁচে আছে মানুষের মাঝে অথচ তাকে হত্যাকারিরা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুড়ে ।

চাপাতি যাকে হত্যা করে তাকে বাঁচিয়ে রাখে কলম ।

৪| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:৪৮

সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা

৫| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:২৬

গোয়েন্দাপ্রধান বলেছেন: মুক্ত চিন্তা মানে যাই হোক এদেশি দের কাছেমুক্ত চিন্তা মানে
বছরের প্রথম দিন সাপ বিচ্ছু প্যাচার মুখোশ পড়ে অশুভ তাড়ান
বাংলা স্তান কেন হবে?
আফাগান এ নারি ধর্ষণ হয় না
বরং যেভাবে নারি ধর্ষণ নির্যাতন প্রকাশ্যে হচ্ছে তাতে ত দেশ রেন্ডিয়া হচ্ছে।
আমার মা বোন দের সুরক্ষার জন্য বাংলা স্তান হতে আপত্তি নেই তবে রেন্ডিয়া হতে আপত্তি আছে।

১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩

সুমন নিনাদ বলেছেন: রেন্ডিয়া হতে চাইনা, বাংলাস্তানও হতে চাইনা। লাল সবুজের বাংলাদেশ চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। নারীর সুরক্ষা চাই। জনসম্মুখে নারীর বস্ত্রহরণকে যে দেশের পুলিশের আইজিপি দুষ্টুমি বলে উড়িয়ে দেয়, এমন পুলিশ চাইনা। চাপাতির কোপে ইসলাম কায়েম দেখতে চাইনা। সব রঙের, সব ধর্মের, সব বিশ্বাসের, সব তলার মানুষের পারস্পারিক সহাবস্থান চাই। সবাই নির্বিঘ্নে ঘুমাক, এটুকু চাই। একটা স্বাধীন সার্বভৌম দেশে এই চাওয়াটা কি খুব বেশি?

১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩

সুমন নিনাদ বলেছেন: আফগানে নারী ধর্ষণ হয়না কে বলল আপনাকে?

৬| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৩

সুমন নিনাদ বলেছেন: রেন্ডিয়া হতে চাইনা, বাংলাস্তানও হতে চাইনা। লাল সবুজের বাংলাদেশ চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। নারীর সুরক্ষা চাই। জনসম্মুখে নারীর বস্ত্রহরণকে যে দেশের পুলিশের আইজিপি দুষ্টুমি বলে উড়িয়ে দেয়, এমন পুলিশ চাইনা। চাপাতির কোপে ইসলাম কায়েম দেখতে চাইনা। সব রঙের, সব ধর্মের, সব বিশ্বাসের, সব তলার মানুষের পারস্পারিক সহাবস্থান চাই। সবাই নির্বিঘ্নে ঘুমাক, এটুকু চাই। একটা স্বাধীন সার্বভৌম দেশে এই চাওয়াটা কি খুব বেশি?

৭| ১৪ ই মে, ২০১৫ রাত ১:৫১

মহাকাল333 বলেছেন: সুমন নিনাদ ভাই,সহমত। মাঝে মাঝে খুব অসহায় মনে হয়, এ কোন দেশে বাস করছি আমরা? যেই দেশে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই এবং ভিন্ন মত সহ্য করা হয় না, সে্ই দেশের কি আসলেই কোন উন্নয়ন সম্ভব?

১৪ ই মে, ২০১৫ রাত ২:৩২

সুমন নিনাদ বলেছেন: মহাকাল সহমতের জন্য ধন্যবাদ বন্ধু। কিছু বলার নাই ভাই শুধু বলব-
"এই মৃত্যু উপত্যাকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.