নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

অনভিপ্রেত কাকতাল

২২ শে জুন, ২০১৫ বিকাল ৫:১২

(নিম্নের ক্ষুদ্রগল্পটি অবাস্তব ও কল্পনাপ্রসূত। কোন বাস্তব চরিত্রের সাথে মিলে গেলে তা হবে নিছক অনভিপ্রেত কাকতালমাত্র)

খোকা মায়ের কাছে বায়না করল, মা আজকে আমরা শর্মা দিয়ে ইফতার করব। মা বললেন, বাবু আমরা যেদিন বিরাট ধোনি হব সেদিন শর্মা খাব। তিন প্রকারের শর্মাঃ রোহিত শর্মা, মোহিত শর্মা এবং আনুশকা শর্মা।

বাবার মাথার কাছে একটা রবীন্দ্র রচনাবলী। খোকা বইটা দেখে পাতা উল্টাতে থাকে। হঠাৎ খোকা বাবার কাছে জানতে চাইল, বাবা অক্ষর গুলি এত ছোট কেন? বাবা কিছু না বলে গম্ভীর হয়ে বললেন, যেদিন উন্নতির শিখরে উঠবি সেদিন বুঝবি।

আশ্বিন মাসের দুপুর।মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে, ভুবন কাঁপিয়া ঝড় উঠবে।সেই খোকা এতদিনে বড় হইছে। তার মন উদাস। কি মনে হতে, হঠাৎ সে মোবাইল হাতে নিয়ে তার গার্লফ্রেন্ডকে একটা এসএমএস করলঃ জান, এই উদাস দুপুরে তুমি আমাকে মোহিত করে ফেলেছ, তোমাকে দেখলে আমার মমতা কুলকার্নির কথা মনে পড়ে।
কিছুক্ষন পর উত্তর এলঃ ছি তুমি এত বেয়াদব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.