নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

সুধীর গৌতমের ওপর হামলার নাটক

২৩ শে জুন, ২০১৫ রাত ২:২১

বাজারে চোর ধরা পড়লে, গণপিটুনি দেবার পর সবাই কিন্তু জিগায়, চোরডা কার পোলা?
তারপর বলে, আহারে এত ভাল মানুষটার পোলা শেষমেশ চোর হইল?
কোন বিশেষ দেশ, জাতি, গোত্র কিংবা ধর্মকে নিয়ে গালি দেয়াটা খুবই নিচু মনের পরিচায়ক। আমরা মনের অজান্তেই এই কাজটি প্রায়শঃই করে থাকি। সুধীর গৌতমের ওপর হামলা হয়েছে ঘটনাটি জানার পর জাতি হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও মাথাটা হেট হয়ে গিয়েছিল। পরে যখন জানতে পারলাম, এটি একটি মিডিয়া সৃষ্ট নাটক এবং নিজের চোখেই গৌতমের বিবৃতি দেখলাম তখন আমি ঘটনার আকস্মিকতায় নির্বাক হয়ে গেছি।
ছি! মানুষ এত নিচে নামতে পারে? যাই হোক, আমরা গৌতমের বাপ দাদার নাম না জিগাই। ঐ অনলাইন সংবাদ মাধ্যম যারা এই নাটকটি মঞ্চায়িত করেছে, সেটি কোন দেশের সেটাও না জিগাই। আসলে ক্রিকেট মাঠে এভাবে অপদস্ত হবার পর এ ধরনের দুই একটা পাগলামি অস্বাভাবিক না। আফটার অল স্বর্গ থেকে হঠাৎ তাদেরকে টেনে সদ্য ভূমিতে নামানো হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.