নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

প্রাণ-আরএফএল গ্রুপের মালিকঃ একজন বাঙালি পাকসেনার মৃত্যু

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫

প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী যুক্তরাষ্ট্রে পরলোক গমন করেছেন। দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানের কর্ণধর এমন একজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করতে পারছিনা বলে দুঃখিত।

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি কর্মকর্তা (মেজর) হয়েও তিনি রংপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন এবং রংপুর সেনানিবাসে অবস্থানকালে তিনি হিন্দুদের ঘরবাড়ি লুট করার মতো কাজেও জড়িত ছিলেন।

এই বাঙালি সেনা কর্মকর্তা প্রায় স্বতঃপ্রণোদিত হয়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে যোগ দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান শুধু নয়, সম্মুখ যুদ্ধও করেছেন। পরবর্তীকালে তিনি নিজের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেননি।

I am sorry, because I don't feel sorry for his death. Forgive me.

তথ্যসূত্রঃ সেইসব বাঙালি পাকসেনা/ জাফর ওয়াজেদ

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫

নতুন বলেছেন: Jotil ghotona to age jantam na.

২| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৭

সিরাজুলইসলাম বলেছেন: হিংসাত্তক মনভাব মানুষকে বিকৃত করে ফেলে, অনের উন্নতি দেখলে খারাপ মানুষে হিংসা হয় তা আজ নতুন নয়। এম হলে তার বিরুদ্ধে আপনার যুদ্ধ অপরাধে মামলা করা উচিৎ ছিলনা কি ?

৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২

নুর ইসলাম রফিক বলেছেন: তথ্যসূত্রঃ সেইসব বাঙালি পাকসেনা/ জাফর ওয়াজেদ
লিংকটা দিলেতো ভালো হতো মনে হয়।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০

সুমন নিনাদ বলেছেন: Click This Link

৪| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৯

ঢাকাবাসী বলেছেন: হিংসুটে পরশ্রীকাতর লোকের ফালতু পোস্ট। এসব পান কোথায়? জাফর ওয়াজেদ রোকটা কে? জীবনেও নাম শুনিনি তো! বাকোয়াস!

৫| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

সিরাজুলইসলাম বলেছেন: ঢাকাবাসী বলেছেন: হিংসুটে পরশ্রীকাতর লোকের ফালতু পোস্ট। এসব পান কোথায়? জাফর ওয়াজেদ রোকটা কে? জীবনেও নাম শুনিনি তো! বাকোয়াস! বানোয়াট কথা আরকি বুঝতে পারছেন না ?

৬| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫২

শাহাদাত হোসেন বলেছেন: আমিও তো আজকে প্রথম শুনলাম ।

৭| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭

কোলড বলেছেন: Was he a Quadiani by any chance?

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১

সুমন নিনাদ বলেছেন: উনি কাদেয়ানি ছিলেন না আউলিয়া ছিলেন নাকি নাস্তিক ছিলেন সেটা মুখ্য না। মুখ্য হল তিনি একজন বাঙালি হয়ে পাকিস্তানিদের হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।

৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

অমানুষ ১ বলেছেন: পুরাই ফালতু

৯| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০

সুমন নিনাদ বলেছেন: আমাদের বাঙালিদের স্মৃতিশক্তি হল গোল্ডফিসের মত। মানুষের টাকা দেখলে আমরা তার অতীত ভুলে তাকে হুজুর ডাকতে শুরু করি।

১০| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১

সুমন নিনাদ বলেছেন: Click This Link

১১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩১

ভয়ংকর বিশু বলেছেন: যাক একটা রাজাকার মরল

১২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৩

সুমন নিনাদ বলেছেন: এনাকে কি রাজাকার বলা চলে? "এই বাঙালি সেনা কর্মকর্তা প্রায় স্বতঃপ্রণোদিত হয়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে যোগ দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান শুধু নয়, সম্মুখ যুদ্ধও করেছেন। পরবর্তীকালে তিনি নিজের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেননি।" " রাজাকার" শব্দটি তার জন্য নেহাত অল্প।

১৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫২

কলাবাগান১ বলেছেন: লিংক দেওয়ার পরও বর্তমানের রাজাকার রা বিশ্বাস করবে না তা তো বলা বাহুল্য

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪

সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

১৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:



অপু তানভীরের স্ট্যাটাস দেখলাম " মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জন্য যারা শোকাহত তাদেরকে
স্যালুট
রেস্পেক্ট
এন্ড অভিনন্দন ! "

ভাবলাম ঘটনা কি? এইডা ও কি লিখলো আর কেনো লিখলো।
আপনার পোষ্ট পড়ে জানলাম ঘটনা কোথায় ।
ধন্যবাদ আপনাকে।

১৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

সুমন নিনাদ বলেছেন: আমিনুর রহমান শুভকামনা আপনাকেও

১৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

মহাকাল333 বলেছেন: সুমন নিনাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সামনে প্রকৃত সত্য তুলে ধরার জন্য।

১৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ২:৫২

সুমন নিনাদ বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল মহাকাল333

১৮| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৯

থিওরি বলেছেন: কত রাজাকার!! এদের বিচার হয় নাই কেন?? প্রভাবশালী বলে পার পেয়ে জেতে পারে না।
Thank for share & link.

১৯| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২

সুমন নিনাদ বলেছেন: শুভকামনা আপনাকে থিওরি। বাংলাদেশে পয়সা থাকলেই নতুন মুখোশ লাগানো যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.