নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

অল দ্য বেস্ট টাইগার্স

১২ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৭

আনামুল নাকি লিটন দাস, জুবায়ের নাকি রুবেল আমার মতে এই বিতর্কের কোন মানে হয়না এখন। আমাদের প্রায় সকল ব্যাটসম্যানই খুব ভাল স্ট্রোকমেকার কিন্তু একইসাথে সবারই ধারাবাহিকতার বড্ড অভাব। বলের মেধা আর গুনাগুণ সঠিকভাবে যাচাই করে সিঙ্গেলস ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করে করেও বড় ইনিংস খেলা যায়, এই জায়গাতেই বিশ্বমানের দলগুলো থেকে আমরা কিছুটা পিছিয়ে। আর এক্ষেত্রে উন্নতির জন্য স্পেশাল কোচিং এর দরকার নাই, মনস্তত্ত্ববিদের দরকার নাই। হায়-হুতাশ করারও কিছু নাই। যেটা দরকার সেটা হল মানসিকতা আর টেম্পারামেন্টের সামান্য রদবদল। বোলার ফিল্ডারদের লড়াই করবার মত পুঁজি ব্যাটসম্যানদেরকেই স্কোরবোর্ডে জমাতে হবে, সোজা হিসাব। হাল ছাড়ছি না, নিরাশও হচ্ছিনা। দেখবেন, কালই আমরা কামব্যাক করব। ফেসবুকে নিউজফিডে টাইগারদের প্রশংসা আর স্তুতির ফুলঝুরি দেখতে চাই, গুষ্টি উদ্ধার করা গালাগাল নয়। অল দ্য বেস্ট টাইগার্স।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইনশাল্লাহ আজই আমরা কামব্যাক করব, অল দ্য বেস্ট টাইগার্স।

২| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সুমন নিনাদ বলেছেন: ভালবাসাকে কখনও দূরে ঠেলে দেয়া উচিৎ নয়। লেগে থাকুন, ওয়েট ফর ইউর টাইম। বলেছিলাম, টাইগাররা কামব্যাক করবে। যারা যারা টাইগারদের বিপক্ষে মাতৃভাষার অপব্যবহার করেছেন, জলদি ফেরত নেন।বোলাররা তাদের কাজ করে দিয়েছে, এবার তামিম-সৌম্য-মুশফিকদের পালা। সাউথ আফ্রিকার সুখস্বপ্নের কফিনে আজই ঠুকা হবে প্রথম পেরেক। ওয়েট অ্যান্ড অবজার্ভ। অল দ্য বেস্ট টাইগার্স।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.