নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

আবার তোরা মানুষ হ: সিলেটে রাজন নামের শিশুকে মধ্যযুগীয় কায়দায় হত্যা

১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:১২

ক্রিকেট ম্যাচ জিতেছি, ইয়াহু কী আনন্দ আকাশে বাতাসে। কিন্তু দুঃখের বিষয় হল ইউটিউবে একটা ভিডিও দেখার পর আমার নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। বিশ্বাস করুন, আমরা মানুষ না। আমরা আফ্রিকানদের বর্বর অসভ্য জাতি বলে গালি দেই, কিন্তু আমরা কোন অংশেই তাদের চেয়ে কম যাই না।

আপনার ভেতরে যদি সামান্য মানবিক বোধ থেকে থাকে, আপনার বুকটা কেঁপে উঠবেই। সিলেটে রাজন নামের ১৩ বছরের একটি শিশুকে যেভাবে নির্যাতন করে খুন করা হয়েছে তাতে হৃদয়হীন হলেও আপনার হৃৎপিণ্ড আন্দোলিত হবে, আমি নিশ্চিত। গুছিয়ে লিখতে পারছিনা এই মুহূর্তে, আমার ভেতরটা ভেঙ্গে তছনছ হয়ে গ্যাছে। শুধু এটুকু বলব কাজটা যারা করেছে তারা মনুষ্যজন্মা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।

আমার মনে জমানো ধিক্কার আর ঘৃণার সব থুথু তোদের মুখে। আবার তোরা মানুষ হ।

view this link

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৫

সুমন নিনাদ বলেছেন:

২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৫

সুমন নিনাদ বলেছেন: আমি রাজন
আমরা রাজন
We are Rajon
Je suis Rajon

৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:

একটা শিশুকে এতক্ষণ পিটানোর সময় আশেপাশের কেহ কি দেখেনি?
বাচ্ছাকে বাসস্ট্যান্ডে পিটায়েছে?

যারা ওকে মেরেছে, তাদের ৭ দিনের মাঝে বিচার করে, বাসস্ত্যান্ডে ফাঁসী দেয়ার দরকার।
শালার সিলেটবাসীদেরও ডান্ডা মারা উচিত, এগুলো মানুষ নয়।

৪| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৬

সুমন নিনাদ বলেছেন: দেখতে তো শুয়োরগুলা মানুষের মতই। কিন্তু মনুষ্যজন্ম না, আমি নিশ্চিত

৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৪

ঢাকাবাসী বলেছেন: ধিক্কার সিলেটবাসীকে যারা ঐ এলাকায় বাস করে। এত বড় ঘটনা কেউ দেখেনি তা হতে পারেনা। সুতরাং ওরাও সমান অপরাধী। এলাকার সবগুলানরে পিটানোর কাম। ওখানকার ঘুষখোর ..লিশগুলানরে আরো বেশী পিটানোর কাম।

৬| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৬

সুমন নিনাদ বলেছেন: "এই মৃত্যু উপত্যাকা আমার দেশ না"

৭| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

নতুন বলেছেন: এটা আমাদের দেশের সব সমাজেরই সমস্যা।

প্রশাসন ব্যথ তার কাজে... তাই মানুষের মনের ক্ষোভ নিরহের উপরেই ঝাড়ে.. আইন নিজের হাতে তুলে নিচ্ছে মানুষ।

এটা আমাদের সমাজের ঘুঘ/দূনিতি/ক্ষমতার অপব্যবহারের সাইড ইফেক্ট।

চোর/ডাকাত ধরে পুলিশে দিলে কদিন পরে ঘুষ দিয়ে ফিরে এসে যারা ধরেছিলো তাদের ক্ষতি করে। তাই এখন মানুষ একেবারে শেষ করে দেয়।

কয়েক দিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রকপ বেড়েছে। ফলে এলাকাবাসী ৩ জনকে পিটিয়ে মেরে ফেলেছে ডাকাত সন্দেহে।

এরা ডাকাত নাও হতে পারে। হয়তো দুরের এলাকার কেউ। কিন্তু যখন একজন ডাকাত সন্দেহে পিটানি শুরু করবে তখন সবাই একে মারবে কেউই সত্যতা জাচাই করতে চেস্টা করবেন।

এমন ভাবেই আরেক এলাকাতে প্রবাসি ২ বন্ধুকে ডাকাত ভেবে পিটিয়ে হত্যা করেছে। পরে খোজ পায় সে যে পাশের এলাকার ছেলে এবং ভাল ছেলে. কয়েক দিন পরে আবার প্রবাসে কাজে যাবার কথা ছিলো তার।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৬

সুমন নিনাদ বলেছেন: নতুন, ভাল বলেছেন। কমেন্টের জন্য ধন্যবাদ

৮| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৫

সাবু ছেেল বলেছেন: একটি সাহায্যের আবেদনঃ জাতিকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত এদের ফাঁসি চাই!

৯| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০২

সুমন নিনাদ বলেছেন: বর্বরগুলোর ফাঁসি হলে জাতি সত্যি ই কলঙ্কমুক্ত হবে, কিন্তু আদৌ কিছু হবে কি?

১০| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৩২

সুমন নিনাদ বলেছেন: Click This Link

১১| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২৯

সুমন নিনাদ বলেছেন: মরেনি রাজন, চিরতরে আজ খুন হয়েছে মানবতা
মনুষ্যত্ব বলি হয়ে আজ জাগিয়ে দিয়েছে বর্বরতা
সভ্যতা হয়েছে ধর্ষিতা, বন্ধ করে ইন্দ্রিয়ের দরজা
তুমি আমি সবাই রাজন, রাজন আমাদের জাতীয় লজ্জা

১২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক, নিষ্ঠুরতার চরম প্রকাশ। ধিক
এই মানবরুপী পশুদের। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.