নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

“ বানচোদগুলো মানুষ নাকি অ্যামিবা ?”

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৭

২০১১-মিরসরাই ট্র্যাজেডি – মৃতের সংখ্যা ৪৫ - বিচার পেয়েছেন?
২০১২- তাজরীন গার্মেন্টস এর ভয়াবহ অগ্নিকাণ্ড - মৃতের সংখ্যা ১০০ এর উপর
-বিচার পেয়েছেন?
২০১২- সাগর রুনি হত্যাকান্ড- বিচার পেয়েছেন?
২০১২- জনসম্মুখে চাপাতির কোপে বিশ্বজিৎ খুন- বিচার পেয়েছেন?
২০১৪- সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি– মৃতের সংখ্যা ১২০০ এর উপর-বিচার পেয়েছেন?
২০১৪ ও ২০১৫- পদ্মায় লঞ্চডুবি(পিনাক-৬ এবং এমভি মোস্তফা) মৃতের সংখ্যা ১০০ এর উপর- বিচার পেয়েছেন?
২০১৪- নারায়ণগঞ্জের সাত খুন – বিচার পেয়েছেন?
২০১৪- টেলিভিশন উপস্থাপক মাওলানা ফারুকী খুন- বিচার পেয়েছেন?
২০১৫- অভিজিৎ- ওয়াসিকুর-অনন্ত বিজয়- – বিচার পেয়েছেন?
২০১৫- ময়মনসিংহে জর্দার ব্যাপারীর যাকাত নিতে গিয়ে ২৭ জন খুন – লিখে দিচ্ছি বিচার পাবেন না।
রাজনের হত্যাকারীদেরও কিচ্ছু ছিঁড়তে পারবেনা আমাদের প্রশাসন!!!!!!!!

অতঃপর বাংলাদেশ নামক একটি মৃত্যুপল্লীতে জল্লাদেরা দিনের পর দিন খুন করে উল্লাস করতে থাকবে।
আর আমি আপনি ফেসবুকের কাভার ফটো বদলায়ে নিজেদের দায়িত্ব শেষ বলে সেহরি করে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ব। আর ঘুমাবার আগে একখানা স্ট্যাটাস দিব।
“এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না”

নবারুন ভট্টাচার্য গালিবাজ হলেও কথা কিন্তু মিথ্যে বলেন নাই-
“ বানচোদগুলো মানুষ নাকি অ্যামিবা ?”

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: সহমত

২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

সুমন নিনাদ বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ

৩| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০১

সুমন নিনাদ বলেছেন: Click This Link

৪| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০১

সুমন নিনাদ বলেছেন: মরেনি রাজন, চিরতরে আজ খুন হয়েছে মানবতা
মনুষ্যত্ব বলি হয়ে আজ জাগিয়ে দিয়েছে বর্বরতা
সভ্যতা হয়েছে ধর্ষিতা, বন্ধ করে ইন্দ্রিয়ের দরজা
তুমি আমি সবাই রাজন, রাজন আমাদের জাতীয় লজ্জা

৫| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯

নতুন বলেছেন: গোল্ডফিস ম্যামরী আমাদের

৬| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২

সুমন নিনাদ বলেছেন: মরেনি রাজন, চিরতরে আজ
খুন হয়েছে মানবতা
মনুষ্যত্ব বলি হয়ে আজ
জাগিয়ে দিয়েছে বর্বরতা।

সভ্যতা হয়েছে ধর্ষিতা
বন্ধ করে ইন্দ্রিয়ের দরজা
তুমি আমি আজ সবাই রাজন
রাজন আমাদের জাতীয় লজ্জা। মরেনি রাজন, চিরতরে আজ
খুন হয়েছে মানবতা
মনুষ্যত্ব বলি হয়ে আজ
জাগিয়ে দিয়েছে বর্বরতা।

সভ্যতা হয়েছে ধর্ষিতা
বন্ধ করে ইন্দ্রিয়ের দরজা
তুমি আমি আজ সবাই রাজন
রাজন আমাদের জাতীয় লজ্জা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.