নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

৪০ ভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা পায়নি জুন মাসের বেতন, ঈদ বোনাসতো দিল্লীর চেয়েও দূর

১৬ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৫

ক্রিকেটে সিরিজ জয় আর রাজনের নৃশংস খুন যখন দেশ এবং দেশের বিবেক দুটিকেই নাড়িয়ে দিচ্ছে ঠিক তখনি মানুষের দরজায় করা নাড়ছে ঈদ। এত কিছুর ভিড়ে ওদের জন্য আমাদের ভাববার সময় কোথায়? ওরা আমার আপনার নিউজ ফিডের তলানিতে থাকে, অনেকেই হয়ত স্ক্রল করে ওদেরকে দৃষ্টিসীমার আড়ালে পাঠিয়ে দিয়েছেন। অনেকেই হয়ত জানেন না, আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের প্রায় ৪০ ভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা জুন মাসের বেতন পর্যন্ত পায়নি। আর ঈদ বোনাস? সে তো দিল্লীর চেয়েও দূর বহুদূর। ঐ রক্তচোষা গার্মেন্টস মালিকদের কাছে জানতে চাই,

বিবেক তোমার ধরেনা চেপে টুটি অথবা অণ্ডকোষ? ।।। সুমন নিনাদ

-----------------------------------------------------------

আমার মনে অষ্টপ্রহর একটিই প্রশ্ন জাগে
তোমার সন্তানেরা তোমায় বাবা নাকি হায়েনা নামে ডাকে?
তোমার স্ত্রীর চোখে কি দেখতে পাওনা প্রকাশিত ঘৃণা?
কি করে ঘুমাও তুমি, না শুধে ওদের রক্ত-ঘামের দেনা?
তুমি কি বুঝনা কতটা অবলীলায়-
তুমি উঠেছো মেতে ওদের স্বপ্ন দহনের খেলায়?
এতটা নির্লিপ্ত কি করে হও তুমি?
খাবার মুখে তুললে তোমার হয়না রক্তবমি?
যাদের ঘামের দামে তুমি চালাও বিলাসী গাড়ী-
খোঁজ নিয়েছো তার চুলায় চড়লো কিনা হাঁড়ি?
জানতে চেয়েছো ওদের সন্তানের কিভাবে কাটে ঈদ?
কর ফাঁকি দিয়ে খুব তো বনেছো শিল্প গ্রুপের মালিক!

সত্যি করে বলতো তুমি হায়েনা নাকি মানুষের মুখোশ?
বিবেক তোমার ধরেনা চেপে টুটি অথবা অণ্ডকোষ?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৯

মোহাম্মদ জামিল বলেছেন: সবচেয়ে ভয়ংকর তথ্য কি জানেন? আগামী বছর বাংলাদেশে রপ্তানী আদেশ ৩০-৪০ কমে যাবে। কে ভাবে কার কথা..আমরা আসলে হিরক রাজার দেশে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.