নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

"মহাসড়কে তিনচাকা বন্ধ"- সিদ্ধান্তটি কি দূরদর্শী?

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

আমাদের সমস্যা কী জানেন? আমরা কনসিকুয়েন্স না ভেবেই সিদ্ধান্ত নিয়ে বসি। সম্প্রতি সরকারের নেয়া "মহাসড়কে তিনচাকা বন্ধ" নামক এই অদূরদর্শী সিদ্ধান্তের উদ্দেশ্য যতই আপাতদৃষ্টিতে মহৎ হোক না কেন, এর সুদূরপ্রসারী ফলাফল কিন্তু মোটেই সুখকর নয়।

বাংলাদেশ না হয়ে এটা পৃথিবীর অন্য যেকোনো দেশ হলে এই সিদ্ধান্তটি একটু ভেবেচিন্তে, আরও অনেক কিছু পর্যালোচনা করবার পর নেয়া হত। কিন্তু এই মগের মুল্লুকে সেটা অকল্পনীয়। সারা দেশের প্রায় লাখ খানেক মানুষ এবং তাদের পরিবারের আরও লাখ চারেক মানুষের দুইবেলা খাবার এই তিনচাকার উপর নির্ভরশীল। দুঃখজনক হলেও সত্য এই পাঁচ লাখ মানুষের ভাগ্য এবং পাকস্থলী নিয়ে ভাববার মত সময় আমাদের সরকার সাহেবদের নাই। কীইবা দরকার ভেবে বলুন? আমাদের তো মধ্যম আয়ের দেশের সার্টিফিকেট আছে। ওইটা গুলিয়ে এই পাঁচ লাখ মানুষ শরবত বানিয়ে খাবে, নাকি বলেন?

আরও একটা উপায় অবশ্য আছে। চুরী-ডাকাতি-ছিনতাই কিংবা পেট্রোল বোমার বানাবার কাজ করেও এরা নিজেদের এবং নিজেদের পরিবারের খাদ্যসংস্থান করতে পারবে। এটাই সবচে সহজ ও সম্ভাব্য নয় কি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:২১

নতুন বলেছেন: "মহাসড়কে তিনচাকা বন্ধ" নামক এই অদূরদর্শী সিদ্ধান্তের

এটা দরকার আছে কিন্তু এর বিকল্প তৌরি না করে এই সিদ্ধান্তে অনেকেরই সমস্যা হবে।

কিন্তু দূঘটনা কমাতে এইরকমের সিদ্ধান্ত নিতে হবে।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

সুমন নিনাদ বলেছেন: সহমত। কিন্তু সিদ্ধান্ত নিতে হলে তার ভাল খারাপ দুই দিক চিন্তা করেই নিতে হবে।

২| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

মাঘের নীল আকাশ বলেছেন: কে বা কারা কি মনে করে মহাসড়কে তিনচাকা চালানো শুরু করলো সেটাও চিন্তার বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.