নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

আমিও কোনদিন মাংসপিণ্ড হব চাপাতির নিচে

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শুয়োরের দেশে
কেন আমায় জন্ম দিলে মানুষের বেশে?
মাগো, কেন মাথায় নিলে আমায় জন্ম দেবার দোষ?
আচ্ছা, বলতো মা-আমি মানুষ নাকি মুখোশ?

হায়েনা শকুনের দেশে
কী হবে আর বেঁচে থেকে মানুষের বেশে
জন্ম যদি দিয়েই ফেলেছ ভুলে
কেন জন্মের পর দিলেনা পদতলে পিষে?

কসাইয়ের দেশে
আমিও কোনদিন মাংসপিণ্ড হব চাপাতির নিচে
তুমি দেখে নিও মা
আমিও একদিন তোমার চোখের চৈত্রের রোদ হব শেষে
তবে কেন জন্ম দিয়েছিলে মা এই বর্বরের দেশে?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কসাই,শুয়োর,হায়েনা, শকুনের দেশ নয় । প্রমান করতে হবে এদেশ মানুষের ,তাই অক্ষমের আহাজারি নয় ,সমাজ পরিবর্তনে অংশিদার হতে হবে আমাদের ।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

jahirul019 বলেছেন: মায়ের আর কি দোষ? যদি বাঘ দেখে আপনি বনে যাওয়া ছেড়ে দেন। মায়ের বুকের দুধ খেলে বাঘের সাথে লড়াই করে বাচতে হবে। জীবন মানে যুদ্ধ, স্ট্যান্ডবাই মুডে থাকেন যেকোন টাইমে আপনার অথবা আমার ডাক আসতে পারে।:)

৩| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

সুমন নিনাদ বলেছেন: কিচ্ছু বলবনা আর। অন্ধের দেশে এই চশমা বিক্রি আর না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.