নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

এই দেশ জল্লাদের, কসাইয়ের, শুয়োরের, শকুনের। আমার সোনার বাংলা এখন খুনী আর জল্লাদদের অভয়ারণ্য

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১১

যে দেশে মায়ের জঠরে থাকা অবস্থায় শিশু গুলিবিদ্ধ হয় সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। যে দেশে সাপ মারবার মত করে একটি শিশুকে নৃশংসভাবে খুন করবার পর খুনী পুলিশি সহায়তায় দেশ ছেড়ে যেতে পারে, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। যে দেশে ১২ বছর বয়সী একটি শিশুর পায়ুপথ দিয়ে মোটর টায়ার হাওয়া করার নল ঢুকিয়ে নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে হত্যা করা হয়, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। যে দেশে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় কিন্তু সরকার বা তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। যে দেশে কোন মানুষ খুনের খবরের কমেন্টে শতকরা ৯৫ ভাগ মানুষ উল্লাস প্রকাশ করে, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। এই একবিংশ শতকে যে দেশে জিনের আদেশে বাবা মা তাদের শিশু সন্তানকে হত্যা করতে পারে, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। যে দেশে প্রতিদিন শতশত নারী এবং নাবালক শিশু ধর্ষিতা হয়, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না। যে দেশে কেউ মানুষ হত্যার প্রতিবাদ করলে সাধারন মানুষ তাকে বেজন্মা-জারজ বলে গালি দেয়, সে দেশকে আমি মানুষের দেশ বলতে পারলাম না।

এই দেশ জল্লাদের, কসাইয়ের, শুয়োরের, শকুনের। আমার সোনার বাংলা এখন খুনী আর জল্লাদদের অভয়ারণ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.