নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনীতিবিদদের দেখলেই আমার কেন জানি সানি লিওনের কথা মনে হয়

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

আমার একটা অদ্ভুত ইয়ে রোগ আছে।
বাংলাদেশের রাজনীতিবিদদের দেখলেই আমার কেন জানি সানি লিওনের কথা মনে হয়।
জিগান, ক্যান?
কইতাছি খাড়ান।
সানি লিওন বাংলাদেশে আসবে শুনে আমাদের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে, "যেকোনো মুল্যে ঈমানী শক্তি দিয়ে সানি লিওনির বাংলাদেশে আসা প্রতিহত করা হবে"

আমার প্রশ্ন হল, বাংলাদেশে সানি লিওনীর অসংখ্য উত্তরাধিকারীদের প্রতিহত করেন না ক্যারে? আমার কী মনে হয় জানেন, আর বছর পাঁচেক পর নায়লা নাঈম বোরকা পইড়া যদি কোন রাজনৈতিক দলে যোগ দেয়, দেখবেন এই হুজুরেরাই সেই দলের শরীক দল হয়ে একই মঞ্চে হাত নাড়াবে।

মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় একটু চাপে আছেন বুঝতে পারছি। বঙ্গবন্ধু হত্যার সাথে তার দলের সম্পৃক্ততা নিয়ে সাম্প্রতিককালে একটু পুরনো কাসুন্দি ঘাঁটাঘাঁটি হয়েছে। পচাত্তরের ১৫ আগস্টের পর ইনু সাহেবের ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করবার কথা মাননীয় প্রধানমন্ত্রী জানেন আশাকরি।

কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, ওয়ান ইলেভেনে তোফায়েলদের ভূমিকা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারিনা।

সমাজকল্যানমন্ত্রী পদে একজন ভদ্রলোক আছেন। আজ পর্যন্ত উনার দ্বারা দেশ জনগন সরকার কিংবা আম্লীগের কী কল্যান হয়েছে জানিনা, কিন্তু বেশকয়েকবার তিনি সরকার ও তার দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন।

বাই দ্য ওয়ে যাদের কথা বললাম, এরা সবাই কিন্তু সরকারের পূর্ণমন্ত্রী। এবং এরা সবাই সানি লিওনের মত ভার্জিন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

গেম চেঞ্জার বলেছেন: আরে কান তো ঠিকই আছে !!


আফটার অল ঘুরেফিরে ঐ বৈশ্যারে নিয়াই আলোচনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.