নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট রাষ্ট্রের গন্ধযুক্ত গনতন্ত্রের আর চাটুকারবৃত্তির রাজনীতিতে আবার রাষ্ট্রীয় মর্যাদা কিসের নাম বে????

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৮

একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের কপালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জোটে নাই। কারন তিনি ক্ষমতাসীনদের জোটে নাই।

কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি, প্রাণ গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল আমজাদকে (যিনি পাকিস্তান সেনাবাহিনীর হয়ে বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন) এই দেশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

নষ্ট রাষ্ট্রের গন্ধযুক্ত গনতন্ত্রের আর চাটুকারবৃত্তির রাজনীতিতে আবার রাষ্ট্রীয় মর্যাদা কিসের নাম বে????

সত্যিই সেলুকাস কী বিচিত্র এই দেশ!!!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমজাদকে হয়তো পাকী কায়দায় দাফন করেছে।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

সুমন নিনাদ বলেছেন: পাকি কায়দায় না। বাংলাদেশী রাষ্ট্রীয় কায়দায়।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪

আলী আকবার লিটন বলেছেন: থু বাংলার রাজনিতি থু বাংলার গণতন্ত্র !!!

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সুমন নিনাদ বলেছেন: গনতন্ত্র না গনোরিয়া

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মর্যাদাহীন রাষ্ট্রের রাষ্ট্রীয় মর্যাদা তো মরহুমের স্বীয় মর্যাদার জন্যই হানীকর।
আত্মমর্যাদাবোধ থাকলে প্রধানমন্ত্রী বুঝতেন সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদা........

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সুমন নিনাদ বলেছেন: ভাল বলেছেন

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

বিদ্রোহী সিপাহী বলেছেন: পত্রিকায় পড়েছিলাম জনাব মাহবুব কামাল লিখেছিলেন রাষ্ট্র আর সরকার এখন মিলেমিশে একাকার। সরকারের নিপীড়ক চরিত্র রাষ্ট্র পেয়ে গেছে।
তাই ভালো কিছু আশা করা বোকামি।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

সুমন নিনাদ বলেছেন: বিকল রাষ্ট্রযন্ত্রের বিকলাঙ্গ সরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.