নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

সুমাইয়া শিমুর বিয়ের ছবি এবং আমাদের তরুন সমাজের রুচি

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৪

শুয়োর-শকুন-জানোয়ারের দেশ যদি বলি তখন তো আবার দেশদ্রোহী বলবেন, ভারত কিংবা পাকিস্তান চলে যাবার উপদেশ দিবেন অথবা নাস্তিক কিংবা চুচিল বলে গালি দিবেন!!‍! কিন্তু নির্মম সত্যি হল, আমরা বারবার নিজেদেরকে অসভ্য এবং অমানুষ প্রমাণ করি।

টেলিভিশন অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ের খবরের নিচের পাবলিক কমেন্টগুলা দেখেছেন? দেখেছেন আমাদের তরুন সমাজের রুচির নমুনা? আমাদের জাতির মেরুদণ্ড যে তরুন সমাজ, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক দূরে যাবার স্বপ্ন দেখে, দেখেছেন তো তাদের মানসিকতার প্রদর্শনী?

এরা হল আমাদের ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী, যাদের হাতের মুঠোয় পৃথিবী। এরা হল আমাদের শিক্ষিত যুব সমাজ। এরাই হল সোনার বাংলার সোনার ছেলেরা।

শুনতে খারাপ লাগবে জানি, কিন্তু সত্যি কথা হল বাঁদরের গলায় মুক্তোর মালা (ছাগলের হাতে ইন্টারনেট) মানায় না!!!

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

মামুন আকন বলেছেন: আমি আপনার কথার সাথে একমত,,,,,,

২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

গোধুলী রঙ বলেছেন: তরুন সমাজের রুচির মান আজ জানলেন? নাসিরের বোন রে নিয়া ম্যাসাকার কোন বুড়া সমাজ করে নাই

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

সুমন নিনাদ বলেছেন: জানতাম। ভাল সাজার অভিনয় করছিলাম। কিন্তু আমাদের জাতির মেরুদণ্ড বারংবার আমার ভুল ভাঙিয়ে দিচ্ছে।

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

স্বপ্নাতুর পুরব বলেছেন: বাঁদরের গলায় মুক্তোর মালা মানায় না!!!

৪| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

তানভীরএফওয়ান বলেছেন: বাক সাঢিনোটা ! বাক সাঢিনোটা ! বাক সাঢিনোটা

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ ঈর্ষান্বিত হলে কী করার অাছে? সিরিয়াসলি নেয়ার কিছু নেই!

৬| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩১

আলী আকবার লিটন বলেছেন: মিডিয়ার মেয়েরা কত গুনে গুনোবতি তা আমরা এই মিডিয়াতে দেখেছি। প্রভার কথা আর না বলি। আমার মূল কথা হলো উচ্চ শিক্ষায় শিক্ষত লোক কিভাবে একটা মিডিয়ার মেয়েকে বিয়ে করে....

৭| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

রানার ব্লগ বলেছেন: আশা করি লেখক তার কমেন্টস এর মাধ্যমে তরুণ সমাজের অতি রুচিশীল ব্যক্তির দেখা পেয়েছেন। এরাই ওই সব তরুন সমাজের প্রথম সারির নেতা।

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬

সুমন নিনাদ বলেছেন: পেয়ে গেছি। ধন্যবাদ :D

৮| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০

ই হক মুরাদ বলেছেন: কি লিখব পরে আবার পিছনে মৌলবাদী বা জংগীর সীল পড়ে কি না ?

৯| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

ই হক মুরাদ বলেছেন: কি লিখব পরে আবার পিছনে মৌলবাদী বা জংগীর সীল পড়ে কি না ?

১০| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

কালনী নদী বলেছেন: সুমাইয়া আপু আমার খোভ প্রিয় একজন অভিনেত্রি বিপাশা হায়াতের পর উনাকেই আমার পছন্দ আসলে ভাই বড় কষ্ঠ পেলাম নিজ দেশের কিছু আবাল কুলাঙ্গারের জন্য। দুঃখিত সুমাইয়া আপু :(

১১| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩

শরীফ-উল-আলম বলেছেন: ঠিক কথা।

১২| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩

শরীফ-উল-আলম বলেছেন: আমরা কবে সভ্য হব!

১৩| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

অন্তু নীল বলেছেন: বাঙালি থেকে আর মানুষ হলাম না।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: আমি তো এ বিষয়ে কিছুই জানি।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৭

চলন বিল বলেছেন: কে এই শিমু? কি তার পরিচয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.