নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আজাদঃ নির্ভুল জ্যোতির্বেত্তা

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯

স্যার, আপনি বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
আপনি আর অল্প ক’টা দিন বেঁচে থাকলেই দেখতে পেতেন-
সবকিছু নষ্টদের অধিকারে গেছে। আপনি শুধু মহান শিক্ষক
আর তুখোড় ভাষাবিদই নন, স্যার। আপনি একজন নির্ভুল
জ্যোতির্বেত্তাও বটে। আপনার ভবিষ্যৎবাণী অনুযায়ী দুনিয়ার
মানচিত্রের আপাদমস্তক আজ নষ্টদের অধিকারে গেছে।

স্যার, আপনি বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
আপনি আর অল্প ক’টা দিন এই কারাগারে বাস করলেই
দেখতে পেতেন- সবকিছু নষ্টদের অধিকারে গেছে। কবির কলম
থেকে শুরু করে শিল্পীর তুলি - সবকিছু নষ্টদের অধিকারে গেছে।
কুমারীর শরীর থেকে শুরু করে কৃষকের লাঙ্গল - সবকিছু নষ্টদের
অধিকারে গেছে। উপাসানালয় থেকে শুরু করে পতিতালয় পর্যন্ত
সবকিছু নষ্টদের অধিকারে গেছে। মায়ের আধুলী বাঁধা আঁচল থেকে
শুরু করে বাবার প্রশস্ত বুক পর্যন্ত সবকিছু নষ্টদের অধিকারে গেছে।

স্যার, আপনি বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
আপনি আর অল্প ক’টা দিন এই চিড়িয়াখানায় বেঁচে থাকলেই
দেখতে পেতেন- সবকিছু পশুদের অধিকারে গেছে। নারীর হৃদয়
থেকে প্রেমিকের সন্ত্রস্থ হাত- সবকিছু পশুদের অধিকারে গেছে।
দ্রৌপদীর বস্ত্র থেকে শ্যামের বাঁশরী -সবকিছু পশুদের অধিকারে গেছে।
মানবতাবাদ থেকে ধর্মের দোহাই –সবকিছু পশুদের অধিকারে গেছে।

নষ্টদের অধিকারে গেছে প্রেয়সীর অধর।
নষ্টদের অধিকারে গেছে গানের সুর।
নষ্টদের অধিকারে গেছে রাষ্ট্রযন্ত্র ও গনতন্ত্র।
নষ্টদের অধিকারে গেছে নিয়তির নিয়ন্ত্রন।
আপনার ভবিষ্যৎবাণী অনুযায়ী
সকল সুন্দরের কর্তৃত্ব নষ্টদের অধিকারে গেছে।
সত্যের কফিনে ঠুকা হয়ে গেছে সবশেষ পেরেক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.