নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

গোল্ডফিস বাঙালির কৃতজ্ঞতার নমুনা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

আন্তর্জাতিক পরিমণ্ডলে ডঃ ইউনুসের গ্রহণযোগ্যতা এবং খ্যাতি আর বাংলাদেশের তরুন প্রজন্মের মধ্যে ডঃ জাফর ইকবালের জনপ্রিয়তাকে ঈর্ষা করার মত সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই দেশে। তার প্রমাণ আমরা সবাই দেখেছি। কী না করা হয়েছে ডঃ ইউনুসকে হেনস্থা করার জন্য। এবার দ্বিতীয় জনের পালা। ইতিমধ্যেই শুরুও হয়ে গেছে।

হিলারি ক্লিনটন কেন ডঃ ইউনুসকে ফোন দেয়, তা এই পোড়া দেশের অনেক রাজনীতিবিদ বুদ্ধিবিদেরই পেট ব্যাথার কারন। আর তরুনেরা কেন ডঃ জাফর ইকবালের কথায় উঠবে বসবে?
দেশে তো অনেক নেতা আছে, পেইড বুদ্ধিজীবী আছে। তাদের কথায় কেন উঠবে বসবে না? হু? সমস্যা কী ব্যাক্কল তরুন প্রজন্মের?

মানুষের জনপ্রিয়তা দেখলে বদহজম হওয়া আমাদের পাবলিকের নতুন কোন রোগ না। সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড যখন নিষিদ্ধ করেছিল মনে আছে আপনাদের? কী না বলেছিল পাবলিক। সাকিব ভাব নেয়, সাকিব বেয়াদব, সাকিব দলের জন্য খেলেনা-নিজের জন্য খেলে, সাকিবের বউ বেশি সুন্দর তাই সাকিবের খেলায় মনোযোগ নাই, ব্লাহ ব্লাহ আরও কত কিছু!!! এই হল গোল্ডফিস বাঙালির কৃতজ্ঞতার নমুনা।

সুখে থাকলে গোল্ডফিস আর বিপদে পড়লে উটপাখি।

সোনার বাংলার সোনার ছেলেদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করিনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

আমি আবুলের বাপ বলেছেন: যেই দুইজনের সাথে জাফর স্যারকে মিশাইলেন,ঠিক মিশ খাইলো না।কারন এনারা জাফর স্যারের মত এরশাদ সিন্ড্রোমে আক্রান্ত না

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩

নতুন বলেছেন: হুম আমরা অপরের সমালোচনা করতে পারি খুব ভালো। প্রশংসা করতে পারিনা।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

সুমন নিনাদ বলেছেন: আবুলের বাপ ভাইজান, এরশাদ সিন্ড্রোম নিয়ে জাফর ইকবালকে ঘায়েল করা হচ্ছে কি? আপনার কমেন্টখানাও ঠিক মিশ খাইল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.