নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

সানি লিওন বা পাওলি দাম এলেই কি যুব সমাজ ধ্বংস হয়ে যাবে? ধ্বংসের কিছু বাঁকি আছে কি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

আমি অবশ্যই অশ্লীলতা, নগ্নতা, যৌনতা কিংবা পর্ণগ্রাফির পক্ষে নই। সম্প্রতি দুইজন বিতর্কিত ভারতীয় অভিনেত্রীর বাংলাদেশে আগমন নিয়ে একটি মহল সরব হয়েছেন। তাদের কাছে আমার কয়টা প্রশ্ন আছে।

এক, এরশাদ কাকুর আমলে তখনকার সানি লিওন আই মীন মমতা কুলকার্নি ঢাকায় নাচতে এসেছিল, তখন আপনারা বাধা দিয়েছিলেন কি? যতদূর জানি, না।

দুই, নব্বই দশকে ও ২০০০ এর শুরু থেকে যখন এদেশে জঘন্য অশ্লীল ছবি বানানো হত, তখন আপনারা কোথায় ছিলেন?

তিন, এদেশে কি পর্ণ ছবি বানানো হচ্ছে না? শিক্ষক জোর করে ছাত্রীকে, উপরস্থ কর্মকর্তা জোর করে অধীনস্থ কে দিয়ে পর্ণ ছবি বানানো হরহামেশাই হচ্ছে এদেশে, প্রতিবাদ করেছেন আপনারা?

চার, এদেশে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নগ্নতা প্রদর্শন করে আপনাদের তথাকথিত যুব সমাজকে সুরসুরি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নিয়েছেন?

পাঁচ, সানি লিওন কিংবা পাওলি দাম এদেশে আসলেই যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়, আপনাদের কি মনে হয় যুব সমাজ ধ্বংস হতে আরও কিছু বাঁকি আছে? যুব সমাজ ধংসের মূল নিয়ামক মাদকদ্রব্য চোরাচালান রুখতে কয়বার বিমানবন্দর ঘেরাও করেছেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.