নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

শাহাদাত হোসেন রাজীব! আপনি লাথি মেরেছেন কোটি শিশুর স্বপ্নে, যারা বড় হয়ে আপনার মত ক্রিকেটার হতে চাইত!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

আজকাল আর অবাক হইনা, চমকে উঠিনা, চিন্তা করে রোমকূপ শিহরিত হয়না। দিন দিন গায়ে সয়ে যাচ্ছে। শুধু বারবার মনে একটা প্রশ্ন উঁকি দেয়। আমাদের পূর্বপুরুষরা কি বর্বর ছিল? আমরা কি হালাকু খান, চেঙ্গিস খান বা আফ্রিকার জঙ্গলের মানুষখেকোদের উত্তরাধিকার?

হঠাৎ করে কী শুরু হল দেশে? হঠাৎ শুরু হল নাকি অনেক দিন ধরেই চলে আসছিল কিন্তু আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে তা উপেক্ষা করে এসেছি? শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত থেকে শুরু করে রাজনীতিবিদ কিংবা চ্যালা, প্রবাসী কিংবা শ্রমিক, স্কুলমাস্টার কিংবা ক্রিকেটার সবাই এক কাতারে। মনুষ্যত্ব, মানবিকতা কিংবা ভালবাসা এই শব্দগুলো আজ বাংলাদেশে সমাহিত হয়ে গেছে। বাংলাদেশ যেন আজ শিশু নির্যাতনের গোরস্তান।

ছি!!!! ঘেন্না করতেও ঘেন্না হয় আমার। শাহাদাত হোসেন রাজিব!!! আপনি না বাংলাদেশের হাজার লাখো শিশুর রোল মডেল। কত শিশুই না জানি বড় হয়ে আপনার মত পেস বোলার হতে চেয়েছিল। একজন রোল মডেল হিসেবে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করলেন ওদের সামনে।

লজ্জা করে না আপনার পালিয়ে বেড়াতে? হ্যাপি নামের যে বাচ্চাটার উপরে আপনি ও আপনার পরিবার নির্যাতন করতেন, তার পেটে আপনি লাথি মারতেন তাই না? আপনি লাথি মেরেছেন বাংলাদেশের মানচিত্রে! আপনি লাথি মেরেছেন লাল সবুজের পতাকায়। আপনি লাথি মেরেছেন কোটি শিশুর স্বপ্নে, যারা বড় হয়ে আপনার মত হতে চাইত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:

ক্রিকেট আমাদের খেলা না, যাদের গায়ে ও মনে শক্তি নেই তারা এটা খেলে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্বরতা সবমসময়ই ছিল । এখন কেবল মহামারী অাকার ধারণ করেছে! মানুষের মধ্যে বিবেক নেই, মূল্যবোধ নেই, নেই মানুষের প্রতি ভালোবাসা । সব পশুতে পরিনত হচ্ছে!

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সুমন নিনাদ বলেছেন: কিছু বোলার নাই রে ভাই। বললাম না, ঘেন্না করতেও ঘেন্না হয়।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: এরে আমি এমনিতেই পছন্দ করতামনা এর ব্যবহার আর ফেসিয়াল এক্সপ্রেশনের কারনে। এরে ধইরা ছাতু বানানো হোক কয়দিন। কিসের এমন অভাব এর জীবনে যে এমন অমানবিক হয়?

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

সাধারণ আমি আমার বলেছেন: ক্রিকেটের উন্নতির কারনে যদি ক্রিকেটারদের মন মানসিকতা এমন হয় তবে তা আমাদের মত ক্রিকেট ভক্তদের জন্য খুবই দুঃখ জনক।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

রোষানল বলেছেন:

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

মাঘের নীল আকাশ বলেছেন: আমাদের পূর্বপুরুষরা ছিল চন্ডাল, মেথর শ্রেনীর...সুযোগ পেলেই ঐ মানসিকতা মাথাচাড়া দিয়ে ওঠে!

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: খররটি পড়া এবং দেখার পর, মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। X(( কিভাবে সম্ভব !!
কিন্তু আপনি পোস্টে যা বললেন, তাই মনে হওয়ায় আবার নিজেই চুপ হয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.