নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলে কিনা বলে !!!

পাগলের চিকিৎসা হয় না , পাগলামির ওষুধ নাই ।

মহাজাগতিক পাগল

আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।

মহাজাগতিক পাগল › বিস্তারিত পোস্টঃ

বাংলা লায়ন এর মুখে পেচ্ছাব করি X(( X(( X((

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

আমার মত অনেক ব্লগারের ই দুই জীবন । একটা রিয়েল লাইফের আরেকটা ভার্চুয়ালের । ভার্চুয়াল লাইফের প্রাণ শক্তি ইন্টারনেট । অন্যান্য অপারেটর এর নেট যারা ব্যাবহার করেন তাদের কথা জানি না কিন্তু যারা বাংলা লায়ন ইউজার তারা যে আজ ভার্চুয়াল জাহান্নামে আছে তা বলার অপেক্ষা রাখে না ।



আমি অনেক দিন থেকে ব্রডব্যান্ড ইউজার । কিন্তু নতুন এলাকায় শিফট হওয়াতে অচল থাকা বাংলা লায়ন (!) মডেম টা সচল করি । সচল করতে গিয়ে ও সম্মুখীন হতে হয়েছে অনেক ঝামেলার । কাস্টমার কেয়ার তো নয় যেন কাস্টমার হ্যাম্পার খুলে বসে আছে ।



মাসের এক তারিখ কানেকশন নিলাম । কানেকশন নেওয়ার পর থেকে শুরু হল ভার্চুয়াল অত্যাচার । ইন্টারনেট নিয়ে যত ভাবে টাল বাহানা করা সম্ভব সব উপায় জানা আছে এই বাংলা লায়নের । গুগলের পেইজ ওপেন হয় না । ইউটিউব এ যেতে পারি না । ফেইসবুকে নিজেদের গ্রুপে যে একটু আস্যাইনমেন্ট নিয়ে কথা বলবো সেই উপায় নেই । ফটোগ্রাফি নিয়ে আমার মোটামুটি ভাল আগ্রহ আছে । ফেইসবুকে বিভিন্ন ফটোগ্রাফিক গ্রুপে ছবি আপলোড করতে হয় সিনিয়র ফটগ্রাফার আর ক্রিটিকদের মতামতের জন্য । সেই উপায় ও নেই । কোনো ছবি আপলোড হয় না । টরেন্ট থেকে মুভি , টিউটোরিয়াল কত কিছু নামাই । কিন্তু বাংলা লায়ন থেকে বেশ কয়েকটা বড় মানের টরেন্ট সাইটে ঢুকতে পারছি না । সম্পুর্ন পঙ্গু একটা ইন্টারনেট প্রভাইডার ।



আজকে মাসের একুশ তারিখ । এই একুশ দিনে ঠিক মত ৫ জিবিও ডাউনলোড করতে পারলাম না । অথচ আমি নিয়েছি আনলিমিটেড কানেকশন । শুরুতে ভেবেছিলাম সমস্যা বুঝি শুধু আমার । কিন্তু বেশ কিছু পত্র পত্রিকায় বাংলা লায়ন এর বিড়ম্বনা নিয়ে নিউজ দেখার পর সিউর হলাম পুরা সিস্টেমে সমস্যা । আর কাস্টমার কেয়ারে ফোন করলে গেলমান দের কথা শুনে মনে হবে তাদের সব ঠিক আছে শুধু আপনার মডেমে ই প্রব্লেম । একটু উইন্ডোজ সেট-আপ দিলেই নাকি সব ঠিক হয়ে যাবে । গাধা পাইসস রাহামির দল ?



পত্র পত্রিকায় প্রতিদিন কত প্রতারণার খবর পড়ি , কত চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হয় । বাংলা লায়ন যে প্রতিনিয়ত বিভিন্ন লোভনীয় প্যাকেজ এর কথা বলে নিম্ন মানের সেবা দিচ্ছে , তাদের প্রচারিত বিজ্ঞাপনের সাথে যে তাদের সেবার কোন মিল নাই , সেটা কি প্রতারণা না ? প্রতারক দের শাস্তি কি ?



বেশিরর ভাগ সময় ই মডেমে কানেকশন পায় না । আর কানেকশন পেলেও আপলোড , ডাউনলোড জিরো জিরো । স্পিড শূন্য । রাতের বেলা ত সব ওয়েব সাইট লোডিং করতে করতে টাইম আউট হয়ে যায় । মশারির ভেতর মডেম নিয়ে ঢুকলে নেটোয়ার্ক থাকে না । মডেমের সামনে কেউ এসে দাড়ালে নেটওয়ার্ক চলে যায় । জানালা বন্ধ রাখলে নেটওয়ার্ক থাকে না । ল্যাপটপ নিয়ে এই রুমে যাই , ওই রুমে যাই , জানালার খুব কাছে বসে থাকি , মাঝে মাঝে মডেমে তাল পাখার বাতাশ দেই - হেন কাজ নেই করি না ।



নেটওয়ার্ক এর এতই বেহাল দশা যে শেষ পর্যন্ত একটা ইউএসবি এক্সটেনশন কেবল কিনলাম । কেবলে মডেম লাগিয়ে বাহিরে রাখলে কোন দিন ই কানেকশন পায় না যদিও ল্যাপ্টপ স্ক্রিন এ ফুল নেটোয়ার্ক শো করে । টাকার কি কোনো দাম নাই নাকি ? ১১০০ টাকা দিয়ে লাইন নিলাম , ৩০০ টাকার এক্সটেনশন কেবল কিনলাম । কিছুতেই তো কিছু হয় না । এত অপচয় কারো সহ্য হয় ?



তাই একটা উপায় বের করেছি । ৫ মিটারের যেই এক্সটেনশন কেবল টা কিনেছি সেটা সিলিঙ্গে বেধে নিজেই ঝুলে পড়ি । অন্তত এক্সটেনশন কেবল এর একটা সদ গতি হবে । আর ঝোলার আগে সুইসাইড নোটে তোদের কম্পানির নাম লিখে যাব । এতে যদি কিছু হয় । তবে এতেও কাজ হবে বলে মনে হয় না । তাই এই মাস ই শেষ । আর ঝাঁটা মারার আগে তোদের কম্পানির জন্য সাংসদ শাম্মি আপার সেই গালিটা বরাদ্দ করে গেলাম । বাংলা লায়নের মুখে পেচ্ছাব করি , বাংলা লায়ন নিপাত যাক ।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

পরিযায়ী বলেছেন: বাংলা লায়ন এর মুখে পেচ্ছাব করি।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

মহাজাগতিক পাগল বলেছেন: পেচ্ছাব থেকে শুরু করে ঢাকা শহরের সকল মল মুত্র আবর্জনা দিলাম বাংলা লায়ন এর মুখে

২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২

মোমেরমানুষ৭১ বলেছেন:

হলুদ কার্ড দেখাইয়া দিয়েছি আগেই। হাতে কিছু টাকা আসলে এবার লাল কার্ড দেখাব

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

মহাজাগতিক পাগল বলেছেন: ব্রডব্যান্ড প্রোভাইডার খুঁজে পেয়েছি , সাম্নের মাস থেকে বাংলা লায়ন কে গদাম দিয়ে বিদায় ।

৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৬

সাইফুল আজীম বলেছেন: আমার আগের অফিসের মডেম আমার নামে নেওয়া। দুই দিন পরপর সরিওয়ালা মেসেজ পাই আর অফিসওয়ালাদের কথা ভাবি। :D :D
ব্লগার ভাই-আপুরা, অনেক বছর ধরে ব্লগ পড়ছি কিন্তু আজ প্রথম যোগ দিলাম। এগিয়ে যাওয়ার পরামর্শ চাই।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

মহাজাগতিক পাগল বলেছেন: বেয়াদপ গুলা আমারে ম্যাসেজ দেওয়া ও বন্ধ করে দিছে X(

ব্লগে স্বাগতম , নিজের মত লিখুন , অন্যের মতামত কে শ্রদ্ধা করুন আর সেই মত কমেন্ট করুন । হ্যাপি ব্লগিং । :D

৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

ড. জেকিল বলেছেন: "বাংলাবিলাই" এর মালিকরে হাতের কাছে পাইলে ভর্তা বানায়ে কুত্তারে খাওয়াইতাম ......... কাস্টমার কেয়ারে এমন ভাব নেয় যেনো মডেম কিনে মস্ত বড় কোন পাপ করে ফেলেছি, আর স্পীড কম পাওয়া যেন আমাদের নৈতিক অধিকার X( X(

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মহাজাগতিক পাগল বলেছেন: বাংলা নিউজ ২৪ ডট কম এর একটা নিউজে বাংলা লায়ন এর উপর ক্ষোভ নিয়ে আপনার লেখা কিছু অংশ দেখলাম । মুখে গালি চলে আসে নেটের দুর্গতি দেখে X(

৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

সাইফুল আজীম বলেছেন: আমারে কবে যে মেসেজ দেওয়া কন্ধ করবে। X(
ধন্যবাদ আপনাকে। :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মহাজাগতিক পাগল বলেছেন: :)

৬| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

সপ্নাতুর আহসান বলেছেন: বি.লাই(য়)ন

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মহাজাগতিক পাগল বলেছেন: X( X( X( বাংলার মাটি থেকে প্রতারক বাংলা লায়ন কে উৎখাত করা হোক ।

৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

রাইসুল সাগর বলেছেন: আল্লাহ আমাকে বাঁচাইছে ভাবছিলাম কিনমু। এইসব প্রতারকগো মুখে পেচ্ছাব করলে পেচ্ছাবেরও অপমান হইবো মনে হইতাছে।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

মহাজাগতিক পাগল বলেছেন: শুকরিয়া যে আপনি প্রতারক থেকে বাচতে পারছেন । বাংলা লায়ন এর নেট নেওয়া না নেওয়া সমান কথা , কি লাভ টাকা অপচয় করে ?

৮| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

জহির উদদীন বলেছেন: বাংলা লায়নের মডেম দিয়াই বাংলা লায়ন এর মুখে পেচ্ছাব করলেন ভালতো ভাল না........

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মহাজাগতিক পাগল বলেছেন: সেই সৌভাগ্য হলে তো ভালই ছিল । রুম মেটের পিসি ইউজ করতেছি । X(

৯| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

জাহিদ মজুমদার বলেছেন: এতগুলো মন্তব্য পড়ার পর আমার আর ভাষা নাই।

তবে শাম্মি আপার গালিটা আমিও দিয়া গেলাম বাংলার বিলাইরে।

২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

মহাজাগতিক পাগল বলেছেন: X( বেশ্যার নাই ইজ্জতের ভয় । গালি তে কি ওদের কিছু হবে ?

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৩৪

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ভাইজান অ্যালা খ্যামা দেন
আমার সুরে তাল মিলান বাংলালায়ন শব্দের অর্থ আশা করি হগলতে জানেন উনাদের এই অবস্থা ও চলার গতি দেইখা আমার মনে হইল হেরা এই নামের অসম্মান করতাছে এর্লাইজ্ঞা আমি তারারে নতুন নাম দিছি
নতুন নাম: বাল লায়ন

২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

মহাজাগতিক পাগল বলেছেন: বাল লায়ন নিপাত যাক :-B :-B

১১| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫২

রাতুল রেজা বলেছেন: ভাই, "বাংলালায়ন ছুরে ফেলে দিলাম" এই শির্ষক পোস্ট দেন। তাহলে অনেকেই অনুপ্রানিত হবে।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

মহাজাগতিক পাগল বলেছেন: মাসের শেষে দেব । এই দশ টা দিন এর কস্ট ভোগ এখনও বাকি আছে ।

১২| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

ferrari_ বলেছেন: ল্যাপটপ নিয়ে এই রুমে যাই , ওই রুমে যাই , জানালার খুব কাছে বসে থাকি , মাঝে মাঝে মডেমে তাল পাখার বাতাশ দেই - হেন কাজ নেই করি না ।

আপনার ধৈর্য্য আছে;)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

মহাজাগতিক পাগল বলেছেন: :( :( :(

১৩| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০৬

মুশাসি বলেছেন: মেজাজ পুরাই বিলা

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

মহাজাগতিক পাগল বলেছেন: আর কত !

১৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৭

সেতু আশরাফুল হক বলেছেন: গত কয়েকদিন আগে কিনছি। ভুলই করলাম নাকি?

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৯

মহাজাগতিক পাগল বলেছেন: ভুল সবই ভুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.