নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৬

আমি গত জুলাই মাসে আরব দেশে ভ্রমন ও জব সংক্রান্ত কিছু কাজে গিয়েছিলাম। সেখানে আমার দেয়া স্ট্যাটাস গুলো অনেকের ই ভালো লেগেছিল। আশাকরি আপনাদের ও ভাল লাগবে। আমি শুরুতে নেট নিই নি, কারন এক গিগা নেট ৮০ এস আর বা প্রায় ১৭০০ টাকা, পরে এক ফ্রেন্ডের মোবাইল দিয়ে যাওয়ার কিছুদিন পর নেট ইউজ করতে পেরেছিলাম। ধারাবাহিক ভাবে আপনাদের সামনে সেই বিচিত্র সব অভিজ্ঞতা তুলে ধরার এই প্রয়াস! লেখা গুলোও জমা রইল, আবার ফেসবুকের লাইকের যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া গেল!



২০ জুলাই ২০১৪ ইং

পিতারা সব কিছুতেই এগিয়ে থাকেন। উনারা পথ প্রদর্শক। গতকাল ফজরের নামায পড়েছি মক্কায়, দেন বাপ ব্যাটা মিলে এক ছিক্কা টাইপ গাড়ী তে গেলাম মদিনা, আনুষাংগিক কাজ শেষে গেলাম বাস কাউন্টারে, নাজরানের বাস ধরব, আমরা পিতা পুত্র সেই মিতব্যয়ী, কেউ বুথ থেকে টাকা তুলিনি, উঠালেই খরচ হয়ে যাবে এই ভয়ে! ;)

নাজরানের বাস পেলাম না,/:) অনেক চিন্তা ভাবনা শেষ করে জেদ্দার বাস ধরলাম, ওখান থেকে বাস চেঞ্জ করব এই আশায়। টানা ৫ ঘন্টা পর পিতা-পুত্র পৌছালাম মরুভূমি মাঝে এক মসজিদে, ক্ষিধে-তেস্টা-রোজায় প্রান যায় যায় অবস্থা,:(( পকেটে টাকা নাই, এদিকে ইফতারীর সময় আসন্ন। নিজেরে খুব অসহায় লাগছিল, সপ্রশ্নভাবে পিতার দিকে তাকালাম, হ্যা, পিতা ততক্ষনে ম্যাজিক রেডি করে ফেলেছেন, ৫ রিয়াল দিয়ে উনি দুই লিটার বেবসি (পেপ্সি, আরবীতে প নাই) খরিদ করে মুসল্লীদের মাঝে বিলানো শুরু করেছেন, দেখতে দেরি, কিস (পলিথিন) হাতে আমি চো চো দৌড়, আরবের প্রথানুযায়ী কেউ আপনাকে কিছু সাধলে আপনিও তাকে কিছু সাধতে বাধ্য! B-)মুহুর্তে আমার কিস ভরে গেল!!!পিতা চোখ মেরে বল্লেন -ইন্ডিয়ার এক হিরোর(এস আর কে) এর এরকম একটা এড আছে না? আমি এক হাতে বেবসি আর এক হাতে খ্যাপসা নিয়ে বল্লাম কি জানি, টিভি-টুভি তেমন দেখিনা!!!

পিতাজী রক্স!!!

৩১জুলাই ২০১৪ ইং

মুসলমান সমাজের ব্রাম্মন হইল সৌদিরা, অনেকটা আমাদের দেশের সৈয়দ বংশের মত, বাঞ্চুদ্রে জিগাছি কি কাজ করেন?

আমারে কয়
- আনা সৌদ, লে আনা শুগল? :)মাফি শুগলX(X(X( ...(আমি সৌদি, আমি কাজ করব কেন?X((X((X(()

বিলিভ মি, রাজ্যের সবচাইতে বড় ভিখারী এই চুতিয়া আনা সৌদেরা, দুই দিন পর পর আসবে, আমারে সার্টিফিকেট দাও, আমি কাজ করে খেতে পারব না, ঐ সার্টিফিকেট দেখায়ে সে ভাতা-ভিক্ষা তুলবে। আমিও কই ঠিকাছে, কাজ করেই খাও বাঞ্চুদ!!:P:P

২রা অগাষ্ট ২০১৪ ইং


আরব দেশের একটা খুব সুন্দর দৃশ্য আছে। আপনি নামাযে গেলেন, দাঁড়ালেন, ডান বাম তাকালে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখবেন। আপনার কাতারে আপনার সাথে কাঁধে কাধ মিলিয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান, পাকিস্তানী, ইয়েমেনীয়, সুদানী, আরব, ফিলিপিনা, ইন্দোনেশীয়, নেপালী, শ্রীলংকান ইত্যাদি বহু সংখ্যক দেশের লোক, সোজাকথায় আপনি একটা আন্তর্জাতিক কাতারে দাঁড়িয়ে, সেখানে কোন বৈষম্য নেই, তখন আপনি উপলব্ধি করবেন নিশ্চিতভাবে আল্লাহ মহান, তাই সবাই ইসলামে আলোকিত!!:)


৪ই অগাষ্ট ২০১৪ ইং


আরব দেশের সরকার খুব মজারু, উনাদের ভিক্ষা দেয়ার একটা স্টাইল আসে। মিউনিসিপালিটির ৫০০ সৌদ মেট্রিক পাস করছে, বেশ কয়েকবার এক্সাম দিয়ে, তাদের স্বপ্ন বড় অফিসার হবে, তারা এপ্লিকেশন দিছে, কারন বড় অফিসারেরা এটিএম কার্ড দিয়া ভাতা তুলে।:P



এদিকে সরকারের বড় অফিসারদের পুষ্ট ফাকা নাই, রাজার টেনশন, এলাকার কাজীর টেনশন, অনেক চিন্তা করে সরকার এক মাসের নোটিশে বনবিভাগ বানালেন।:-*


কথা হইল মরুভুমিতে বনবিভাগ কিভাবে? হুকুম দেয়া হইল ১৫০০ খেজুর বাবলা ইত্যাদি আমেল দ্বারা নগদ লাগাইতে, উনারা আনা সৌদ, উনারা লাগাইলে বেইজ্জতি! এক সপ্তাহে লাগানো শেষ। এখন বনে খালি গাছ থাকেনা, পশু পাখিও লাগে, শত হইলেও বন বিভাগ বলে কথা!! :D


নগদ অর্ডার দিয়ে পঞ্চাশেক হরিণ আফ্রিকা থেকে উড়ায়ে আনা হল। এখন এতখানি জমি, গাড়ী ছাড়া স্যারেরা নজরদারি করবেন কি করে? আবার মরুভূমি, উচু-নিচু রাস্তা, সবার জন্য সরকার ফোর হুইল ড্রাইভ ল্যান্ড ক্রুজার দিলেন একটা করে, সৌদ কেন কষ্ট করবে? এত সৌদ আবার এই মরুভুমিতে আইসা থাকবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, নাকি? :D

তিন জন আমেল (কাজের লোক) রাখা হল, রান্না করবে! আবার এত গুলা গাড়ী দেখাশুনা করতে একটা ওয়ার্কশপ লাগে না? লাগাও আমেল! X((

অবশেষরূপে ৫০০ মেট্রিক পাস সৌদ মরুভূমি তে বনবিভাগ এর ৫০ টা হরিণ দেখাশুনা করে ফার্স্টক্লাস অফিসার হইল!!:-*


সেলুকাস!! কি বিচিত্র এই দেশ!!/:)


ইংশাল্লাহ আগামী দিন নেক্সট পর্ব!!

মন্তব্য ৬৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন: ব্লগেই একটা পোস্ট এ পড়ছিলাম ইউএসএ তে নাকি সৌদি স্টুডেন্টরা কাটা পিয়াজ কিনে আনে যাতে পিয়াজ কাটতে গিয়ে চোখ না জ্বলে /:) =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০১

সানড্যান্স বলেছেন: সৌদি ষ্টুডেন্ট খুব রেয়ার জিনিস ভাই, সো এদের কাজকর্ম ও রেয়ার হবে, এটাই স্বাভাবিক!!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৭

অনিক্স বলেছেন: আরব সম্পর্কে কখনও আগ্রহ ছিলো না। এখন মনে হয় যেয়ে কিছুদিন থেকে আসি। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৯

সানড্যান্স বলেছেন: অবশ্যই যাবেন, অন্যরকম অভিজ্ঞতা হবে, প্রমিজ!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫১

ভাবুক একজন বলেছেন: সৌদি অভিজ্ঞতা রক্স!!

বাকি পর্বের অপেক্ষায় ঘুমাতে গেলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১০

সানড্যান্স বলেছেন: প্রতিটি পর্বেই আপনাকে অগ্রীম আমন্ত্রণ জানানো হল! শুভ ঘুম!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: মজার অভিজ্ঞতা।আপনার সৌদি নিয়ে স্ট্যাটাস খুব ভালো লাগে।কিপ ইট আপ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১১

সানড্যান্স বলেছেন: আপনি সাইপ্রাস নিয়ে কিন্তু খুব কম বলেসেন, যদিও থেকেছেন বহুদিন! এবার তো আমেরিকাতে, আপনার অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম কিন্তু!!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো দেখছি পুরাই উরাধুরা কারবার! গরীব দেশের লোক না খেয়ে মরে অথচ মুসলমান হয়েও কীভাবে এরা অপচয় করে।
আপনি জানি তাদের কী বইলা সম্বোধন করছেন? মন্দ হয় নাই কিন্তু। :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৪

সানড্যান্স বলেছেন: হাহাাহাহ, সামনের পর্বে আর বিস্তারিত পাবেন, ভাললাগবে ইংশাল্লাহ! ধন্যবাদ ভাই!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৭

ফারিয়া বলেছেন: হা হা হা, মজার দেশের অদ্ভুত মানুষ! তবে আপনার বাবা অনেক ভালো একটা বিষয় শেখালেন, কাজে লাগলেও লেগে যেতে পারে কারো! :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২০

সানড্যান্স বলেছেন: হা, ধারাবাহিক ভাবে পড়তে থাকেন, দেখবেন অসম্ভব মজা লাগতেসে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

তরিকুল ইসলা১২৩ বলেছেন: আসলেই মজার অভিজ্ঞতা। ফেবুতে আগেই পড়ছিলাম ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৪

সানড্যান্স বলেছেন: এখন এখানে ধারাবাহিক ভাবে সব চলে আসবে!

অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য!

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

রাইসুল আবিদ বলেছেন: =p~ =p~ =p~ হা হা প গে !! লাস্টেরটা সবচেয়ে মজার ছিল ।


"এদিকে সরকারের বড় অফিসারদের পুষ্ট
ফাকা নাই, রাজার টেনশন, এলাকার কাজীর
টেনশন, অনেক চিন্তা করে সরকার এক মাসের নোটিশে বনবিভাগ বানালেন।" আহা !কয়েকবারের চেষ্টায় মেট্টিক পাশকারীদের কি কদর রে বাবা ! সৌদি সরকার আসলে শিক্ষার মূল্য বুঝে ,শিক্ষিতদের সম্মান দিতে জানে /:) !

আমাদের সরকার ও যদি এভাবে শিক্ষিতদের জন্য চাকরির ক্ষেত্র সৃষ্টি নিয়ে ভাবত এবং কাজীর টেনশন দূর করত !! :((

অনেক কিছু জানলাম ভাই ।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, সামনে আরো দিনপঞ্জী আসবে, আমন্ত্রণ রইলো!!

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মজার এবং অদ্ভুদ !!!

পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭

সানড্যান্স বলেছেন: ইংশাল্লাহ ভাই, কাল অথবা আজ রাতে পাবেন!! মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

রংহীন ঘুড়ি বলেছেন: "আরব দেশের একটা খুব সুন্দর দৃশ্য আছে। আপনি নামাযে গেলেন, দাঁড়ালেন, ডান বাম তাকালে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখবেন। আপনার কাতারে আপনার সাথে কাঁধে কাধ মিলিয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান, পাকিস্তানী, ইয়েমেনীয়, সুদানী, আরব, ফিলিপিনা, ইন্দোনেশীয়, নেপালী, শ্রীলংকান ইত্যাদি বহু সংখ্যক দেশের লোক, সোজাকথায় আপনি একটা আন্তর্জাতিক কাতারে দাঁড়িয়ে, সেখানে কোন বৈষম্য নেই, তখন আপনি উপলব্ধি করবেন নিশ্চিতভাবে আল্লাহ মহান, তাই সবাই ইসলামে আলোকিত" খুভ ভালো লেগেছে এই কথাটা। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলুম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

সানড্যান্স বলেছেন: আসিতেসে, আজরাত অথবা আগামী কাল!!
ধন্যবাদ ভাই

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

লিঙ্কনহুসাইন বলেছেন: :) এগুলা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

সানড্যান্স বলেছেন: সাদিক, দেশে আসবেন কবে? আপনারে দেখব!

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

ইখতামিন বলেছেন:
অসাধারণ লাগলো, বিচিত্র

অবশ্য ফেবুতেই পড়েছিলাম :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

সানড্যান্স বলেছেন: তবুও ধন্যবাদ, এবার সব গুছিয়ে ব্লগে এনে জমা করেসি!

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২

হুমায়ুন তোরাব বলেছেন: আধুনিক কালের আরব্য রজনীর রচয়িতা হিশেবে আপনাকে জাতি চিরকাল মনে রাখবে ।।

আপনার আরব দেশের কাহিনি পড়তে অসাধারণ লাগে ,আমার এক ফ্রেন্ড আছে যে সোদি আরবে বড় হয়েছে,মাস ছয়েক হল এখন বাংলাদেশে আছে ,আমার সাথে পড়ে ।।

তাঁর বাংলাদেশের অভিজ্ঞতাও পড়ি ।।

মজায় লাগে দুই পাশ থেকে দুই জনের জীবন কাহিনি পড়তে । :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ তোরাব! অভিজ্ঞতা শুনলেও জ্ঞান হয়!

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: নামাযের কাতারে এই ব্যাপারটা আসলেই দারুণ যে এখানে ফকির আমির খুব সহজ এবং সাধারণ ভাবে পাশাপাশি দাঁড়িয়ে যায়।

দেখা পর্যবেক্ষণ এবং উপস্থাপন সব মিলিয়ে অনবদ্য
++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

সানড্যান্স বলেছেন: হাই কুনো ব্যাং! অনেক ধন্যবাদ!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++ হা হা লু খু গে ভ্রাতা ।

আনা সৌদ, লে আনা শুগল? মাফি শুগল =p~ =p~ =p~

অবশেষরূপে ৫০০ মেট্রিক পাস সৌদ মরুভূমি তে বনবিভাগ এর ৫০ টা হরিণ দেখাশুনা করে ফার্স্টক্লাস অফিসার হইল!! =p~ =p~


পরের পর্বের অপেক্ষায় ...............

ভালো থাকবেন।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

সানড্যান্স বলেছেন: ইংশাল্লাহ ভাই, আগামীকাল!!

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে!

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

তুষার কাব্য বলেছেন: বেশিরভাগ ফেবুতেই পড়া ছিল...

বিচিত্র মানুষের বিচিত্র কাজকাম... :D :(

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

সানড্যান্স বলেছেন: ব্লগে লেখা গুলো জমা করসি আর কি!! আপনাদের ভালোবাসাই আমাকে উতসাহিত করেসে!

অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য!

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

আশকারি রহমান বলেছেন: আরবে সত্যি তোমার লেখক প্রতিভা বেশী মাত্রা জোস হয়ে গেসিলো

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

সানড্যান্স বলেছেন: হাত খুলে লিখতে পারসি আর কি!!

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ অভিজ্ঞতা । চলুক...

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

সানড্যান্স বলেছেন: চলবে ভাই! আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা! মন্তব্যের জন্য ধন্যবাদ!!

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

ইমরান আশফাক বলেছেন: আরব্য দিবা-রজনী চলতে থাকুক কিন্তু থেমে গেলে খবর আছে। আজ থেকে ৩০ বৎসর আগে আব্বার চাকুরীর সুবাদে হায়েল এলাকায় কিছুদিন ছিলাম। আমার মনে হয় আধুনিক সৌদি চরিত্রগুলো এক একটা কমেডিয়ান বিশেষ। আর সার্টিফিকেটের ব্যাপারটা খুব ভালো করেই জানি কারন আমর আব্বা ওখানে ডাক্তার ছিলো।

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৪

সানড্যান্স বলেছেন: ফুল কমেডিয়ান। আমি আর আমার বাবা দুজনেই ডক্টর। আমি ছিলাম নাজরান।

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য!

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

তাজুল ইসলাম তাজ বলেছেন: ভালোই লিখছেন , আগামি পর্বের অপেক্ষায় রইলাম --ব্লাডি ফিনিক্স

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, শীঘ্রই আসছে!!

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আপনার আরব্য রজনী চলতে থাকুক। অনেক কিছু জানা যাবে।

আচ্ছা ভাই, বেশিরভাগ সৌদরা নাকি সুন্নত নামায পড়েনা। এটা কি সত্যি?

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৩

সানড্যান্স বলেছেন: ্নাহ পড়ে, ফাকি মারা লোক সব জায়গায় আছে, আমি সুন্নত নামায ও জামাতে পড়তে দেখেছি ভাই!

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

আফ্রি আয়েশা বলেছেন: আপনার লেখার হাত ভালো , লিখতে থাকুন
শুভকামনা সব সময় :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

সানড্যান্স বলেছেন: আমার হাতের প্রশন্সার জন্য আপনাকে ধন্যবাদ! শুভকামনা!

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

আবু শাকিল বলেছেন: সৌদি অভিজ্ঞতা খুব মজা করে লিখে যাচ্ছেন।

চলতে থাকুক :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, ইংশাল্লাহ চলবে!!

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার কাতারে আপনার সাথে কাঁধে কাধ মিলিয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান, পাকিস্তানী, ইয়েমেনীয়, সুদানী, আরব, ফিলিপিনা, ইন্দোনেশীয়, নেপালী, শ্রীলংকান ইত্যাদি বহু সংখ্যক দেশের লোক, সোজাকথায় আপনি একটা আন্তর্জাতিক কাতারে দাঁড়িয়ে, সেখানে কোন বৈষম্য নেই, তখন আপনি উপলব্ধি করবেন নিশ্চিতভাবে আল্লাহ মহান, তাই সবাই ইসলামে আলোকিত!!:)


দারুণ আর মজার গল্প শুরু করেছেন !
চালিয়ে যান, ভালোলাগা রইল ভ্রাতা!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পুরনো বন্ধু!! আপনাদের জন্যই আমার এত চেষ্টা! চলবে ইংশাল্লাহ!

সাথে আছেন দেখে খুশি হইসি খুব!!

আপনাকেও শুভকামনা!!

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপনি কিন্তু এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখে ফেলতে পারেন। বেশ ভাল হবে।


শুভ কামনা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১২

সানড্যান্স বলেছেন: নাহ, কেউ সংরহ করে গুছিয়ে দেয় নি! আর আমি এত বড় লেখক নই যে বই বের করব!!!

ভাল আছেন আপনি?

মন্তব্যের জন্য ধন্যবাদ!

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর লেখা। চালিয়ে যান । পরবর্তী পর্বের অপেক্ষায় ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

সানড্যান্স বলেছেন: এই যে এখনি পোষ্ট দিতেসি! ধন্যবাদ!

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

শাকিল ১৭০৫ বলেছেন: চলুক

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

সানড্যান্স বলেছেন: চলছে!

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে....

চলুক...

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

সানড্যান্স বলেছেন: চলছে!

ধন্যবাদ!

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফেসবুকে বোধ হয় এই সিরিজ পড়ছিলাম কিছু।
দারুন, আরব কে জানা যাচ্ছিল সহজে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

হ্যা ভাই, ফেসবুকের গুলোই এখানে জমা করতেসি!!

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

এনামুল রেজা বলেছেন: মুসলমান সমাজের ব্রাম্মন হইল সৌদিরা, অনেকটা আমাদের দেশের সৈয়দ বংশের মত, বাঞ্চুদ্রে জিগাছি কি কাজ করেন?

আমারে কয়
- আনা সৌদ, লে আনা শুগল? :)মাফি শুগলX(X(X( ...(আমি সৌদি, আমি কাজ করব কেন?X((X((X(()

বেয়াপক মজা পাইলাম। ;)

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

আফ্রি আয়েশা বলেছেন: /নাহ, কেউ সংরহ করে গুছিয়ে দেয় নি! // - অবাক হলাম !!!

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

সানড্যান্স বলেছেন: বুঝলাম নাহ!

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

আফ্রি আয়েশা বলেছেন: আপনি কারো কমেন্টের রিপ্লাই এ এটা লিখেছেন -//নাহ, কেউ সংরহ করে গুছিয়ে দেয় নি!//
অবাক হয়েছি আর কিছু না । কেউ হয়ত গুছিয়ে দিতে চেষ্টা করেছিলো , ব্যার্থ হয়েছে হয়ত । বুঝার কিছু নেই ভাবারও নেই । ভালো থাকুন :)

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

মাছুম আহ্‌মেদ বলেছেন: মজা পাইলাম। ;)

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

এই সব দিন রাত্রি বলেছেন: হাসতেই আছি; থামতে পারছিনা :D

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

আমি ইহতিব বলেছেন: আমি নেটওয়ার্কের কত্ত বাইরে থাকি আজকে বুঝলাম। আপনার এই সিরিজটা কয়েকবার চোখে পড়েছিলো, ভেবেছিলাম ছোট বেলায় যেমন আরব্য রজনীর আকাশ কুসুম গল্প পড়তাম আপনিও বুঝি তেমন গল্প লেখা শুরু করেছেন। আজকে পড়ে বুঝলাম যে আপনি তো আনা সৌদ হয়ে গেছেন :P

প্রবাসীদের অভিজ্ঞতা পড়তে ভালো লাগে। তাই এখন থেকে এই সিরিজে আমাকে নিয়মিত পাঠক হিসেবে পাবেন হয়ত।

ভালো থাকুন।

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

সোহানী বলেছেন: হাহাহাহা.......... ভাগ্যিস অফিসে আছি, বাসায় এ লিখা পড়লে আমার ছেলে নির্ঘাৎ বলতো "তুমি কি পাগল হয়ে গেছ, এত্তো হাসছো কেন"........

নাহ্ আজ কর্ম বাদ... অপনার লিখাই পড়ি..............++++++++

৩৭| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫০

মহসীন আহমেদ ওহী বলেছেন: বরাবরই আমি আপনার লেখার দারুন ভক্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.