নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! দ্বিতীয় পর্ব!

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক পোষ্ট শেষে নিচে দেয়া আছে। আপনাদের ভালবাসাতে লিখে যাচ্ছি। আশাকরি আপনাদের ভাল লাগবে!



প্রথম পর্বের পরঃ



৭ ই অগাষ্ট ২০১৪ ইং



দুনিয়াতে জংলী খুঁজি আমরা শুধু আফ্রিকায়, না? এশিয়াতে এক জায়গায় প্রচুর জংলী থাকে, সেটা হইল আরবে। ইনারা সাথে অস্ত্র রাখেন, ছুরি-চাকু থেকে শুরু করে একে ৪৭ সব। গুলি স্যারেরা নিজেরাই বানান। আবার কিনতেও পাওয়া যায়। লাইসেন্স মাফি। পিতাজী একজন রে জিগেস করছিলেন আপনাদের আইন তো খুব কড়া, (আসলেই কড়া) আপনারা অস্ত্র রাখেন ক্যান সাথে? জবাব পাইছিলেন অস্ত্র রাখা সুন্নত।:-*







যাইহোক, গল্পে আসি, ইহা গল্প হলেও সত্য। সামি তুর্কী আল ফতেহ হিশামের বেশ কিছু ব্যবসা ছিল। বউ ছিলমাত্র তিনটা, উনি এর বেশী করার সময় পান নি, ছেলে ছিল তিন ঘর মিলিয়ে তখন ৭ জন। তার সাথে ব্যবসায়িক আলাপের জন্য তার মামাতো ভাই রজব একদিন দুপুরে ফোন দেন, রিসিভ করে সামির বউ নাম্বার তিন, তিন নাম্বারের একা একা ভালো লাগছিল না, ঐদিকে জামাই সামি মেঝো বউর প্রতি খুব প্রসন্ন ছিলেন। সেই রাগ থেকে ছুটু বউ ফুনে কথা বলে রজবের সাথে দুষ্ট মিস্ট ভালোবাসা করে।:P





কথায় বলে চুরের দশ দিন তো গেরস্থের একদিন।B-) একদিন সামী মুবাইলের ইনবক্স চেক করে পায় রজবের পাঠানো দুস্ট মিস্ট মেসেজB-), খোলা তরোয়াল হাতে সোজা মামতো ভাইয়ের কাছে চলে যায় সামী, দু এক কথার মাথায় উল্টো রজব ই কল্লা নাই করে দেয় সামীর:-/:-/



বলেছিলামনা সবাই মেশিন রাখে সাথে, পাচ বছরের বাচ্চাও! এখন সরতা (পুলিশ), আশকারি (ডিবি), মুতুয়া ( ধর্ম প্রচারক) সবাই এসে ধরে নিয়ে যায় রজব রে।





খুনের বদলা দুই রকম, এক হইল কল্লাকাটা আরেক হইল জরিমানা দিয়ে ক্ষমা। শরীয়াহ আইন অনুযায়ী।





রজবের পরিবার যায় সামির মায়ের কাছে, মা বলেন দেখো আমার ছেলে আরো আছে, আমি দাবী ছাড়লেও বউরা আছে, তোমরা ওর বউর কাছে যাও, আরব দেশে মেয়েদের কোন কথার দাম নেই:P ( ইসস, এমন যদি হত আমাদের দেশে!!:P), এদিকে তিন বউ ই নতুন বর খুজতে বেস্ত!!! নতুন বিয়া, টেকাটুকা, গয়না, সে যাইহোক তিন বউ ডিসিশনের ভার ছেড়ে দেয় সন্তান দের উপর।:|:|





রজবের ফ্যামিলি এখন সবচাইতে বড় সমস্যার মুখোমুখি। আরব দেশের আইন অনুযায়ী ১৮ বছরের আগে আপনার মন্তব্য আদালত নিবে না, বাকি সব ছেলে ১৮ বছর পার করলেও ৭ নাম্বারের বয়স তিন।





রজব কে আরো ১৫ বছর জেলের ভাত খেয়ে অপেক্ষা করতে হবে, সে মুক্তি পাবে নাকি ১৫ বছর পর তার কল্লা যাবে!! :|:|:|





সত্যি সৈয়দ আশরাফ, কি বিচিত্র এই দেশ!!:-/



৯ই অগাষ্ট ২০১৪ ইং





কস্টের নাম লাল শাক।:((:(( আরব দেশ প্রসংগ আবার, যেহেতু আরবে আছি, আপডেট আর কি!



আরব বলদেরা লাল শাক দিয়া রাস্তা সাজায়। উপমহাদেশীয় আমেলরা মাজরা ভিসায় আসে। মাজরা মানে হইল শস্যক্ষত্র। তারাই এগুলো রোড আইল্যান্ডস গুলোতে লাগায়। :| বাংগালী লোল ফেলতে ফেলতে পাশ দিয়া যায়। একটা দুটু নিয়ে যে রান্না করবেন, সে উপায় নাই! X(! বলদিয়া (সিটি কর্পোরেশন) আপনারে ধরতে পারলে সোজা সিজ্জীল (জেইল)! আর সবুজ যা দেখছেন পুরোটাই প্লাস্টিক!! ইয়া মাবূদ, পাঠাইছ আরব দের, বুদ্ধি দাওনি!!:|:|



উপরে শুরুতেই যে ছবিটি দেখেছেন, তাঁর মাঝে লাল গুলো হল আমাদের লাল শাক, বাকিসব প্লাস্টিকের সবুজ ঘাস!



আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!













সামু কর্তৃপক্ষের উদ্দেশ্যেঃ



মানের দিক দিয়ে চূড়ান্ত খারাপের অবস্থায় আছে সামু। আশা করি কর্তৃপক্ষ সামুর মান বাড়াতে নজর দেবেন। মেধাহীন ছাগলদের হাতে ব্লগ চালানোর দায়িত্ব ছেড়ে দিলে, ব্লগের ব্যাপারে মানুষের সামুর ব্যাপারে বিরক্তি আসে, অনেকেই পার্সোনাল ব্লগ ব্যবহার করেন, কিন্তু সাড়ে চার বছরের মায়া কাটানো কঠিন, কিন্তু প্রিয় কর্তৃপক্ষ, মায়া কাটানো কঠিন হলেও অসম্ভব নয়। ধন্যবাদ।

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৬

অপ্রতীয়মান বলেছেন: অভিজ্ঞতা বিচিত্র হলেও আপনার উপস্থাপন মজার।

ভালো লাগল :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৯

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! খুব লোনলি লাগত, তাই হিউমার দিয়ে লিখতাম!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৫

সরদার হারুন বলেছেন: আমি কোন রস পেলাম না । তার কারণ অর্থ বুঝলাম না আপনি কি বলতে চেয়েছেন ?

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০

সানড্যান্স বলেছেন: খেজুর গাছ কাটায় রাখেন নাই? শীতকালে রস নাই এইটা কেমুন কথা?

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৪

যোগী বলেছেন: লেখা পড়ে ভাললাগছে

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২১

হুমায়ুন তোরাব বলেছেন: এই পর্বটার মশ্লা একটু দুর্বল ছিল বস ।।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

সানড্যান্স বলেছেন: ঐ!!


আমি কি গরম মসল্লা লেখতেসি নাকি?

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আইয়ামেজাহেলিয়ার যুগ এখনো সেখানে চলছে মনে হয়। :P
তেলের পয়সায় ওরা সব করতে চায়। তাই প্ল্যাস্টিকের সবুজ ঘাস। পয়সা খরচের জায়গা খুঁজে পায় না, আর অন্য দিকে কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে।
আরবদের সম্বন্ধে এমনিতেই আমার খুব জানার আগ্রহ। কারণ আমি তাদের সম্বন্ধে অনেক কিছুই শুনেছি। মিলিয়ে দেখতে চাই শোনা কথাগুলো কতটা সত্য।
এই ধারাবাহিক কিন্তু ভালো লাগছে সানড্যান্স। নিয়মিত পড়তে চেষ্টা করবো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

সানড্যান্স বলেছেন: সেখানে রাম রাজত্ব চলছে বলতে পারেন। মাম এর পনের টাকা দামের এক বোতল পানির দাম এক রিয়াল, আর সোয়া দুই লিটার বেট্রল এর দাম এক রিয়েল!!!

ওরা তিন বেলার খাওয়াতে যা অপচয় করে , আমাদের ষোল কোটি মানুষের তিন মাসের খাবার হয়ে যাবে যদি ওদের অপচয় করা এক বছরের খাবার আমাদের কে খাওয়ানো হয়।

আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ!

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

আবু শাকিল বলেছেন: মাথামোটা আরব দের সম্পর্কে মোটামুটি জানি।
আরবদের নিয়ে আপনার লেখার উপস্থাপন খুব মজার।
চালিয়ে যান।
ভাল লাগছে :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ওরা আসলে অশিক্ষিত, এটাই ওদের ব্যাসিক প্রব্লেম বলা যায়!!

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: আনা সৌদ! লে আনা শুগল! মাফি শুগোল! ;)

এক্কেরে মুখস্ত করে ফেলেছি ভ্রাতা! B-)


অস্ত্র রাখা সুন্নত!!!! B:-) :-&

এই সৌদ গুলার কথা শুনলে অনেক ইমান্দার (!) পাগলা হওয়া দৌড়াইতে থাকেন! যেন মনে হয় ওরা সৌদ না ফেরেস্তা!

ভালো থাকবেন। পরের পর্বের অপেক্ষায়।।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ওরা আসলে সুখী জীবন যাপন করে, কোন কাজ করে খেতে হয় না, ফুল আয়েশী জীবন!!

ইংশাল্লাহ শীঘ্রি পোষ্ট দিব। মন্তব্যের জন্য ধন্যবাদ!

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কস্টের নাম লাল শাক =p~

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

সানড্যান্স বলেছেন: আর বইলেন না ভাই!!!

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

ওয়্যারউলফ বলেছেন: ওরা কল্লা কাটে তাইতো আমরা রগ কাটি। এটাও এ দেশে ওদের অস্ত্র রাখার মত একটা কিছু !

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

সানড্যান্স বলেছেন: ওরা প্রকাশ্যে মৃত্যুদন্ড এভাবে দেয়, আমরা দিই লিকায়ে ম্যানিলা রোপে, বাট সেখানকার আইন কানুনে কেউ মাফ পায় না, রাজ পুত্র পর্যন্ত পায়নি!

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লাল শাক :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

সানড্যান্স বলেছেন: :(

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

আমি অপদার্থ বলেছেন:
লেখা পড়ে ভালোলাগছে :)

পোস্ট দেখি নির্বাচিত পাতায় B-)


যাক আপনার এই স্ট্যাটাস খান কামে লাগছে কি বলেন? ;) B-))

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

সানড্যান্স বলেছেন: জানেন তো বাঙ্গালীর জন্য মাইরের উপর ঔষুধ নাই!!

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

এমএম মিন্টু বলেছেন: ওরা শুধু লাল শাকই চিনে নাকি পুই শাক চিনে । না চিনলে বইলেন ভাই কেজি দুই পুইশাক পাঠাইয়া দিমুনি আমরা ব্লগার ভাইয়েরা । !:#P !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২

সানড্যান্স বলেছেন: হাহাহাহাহাহহা!

নাহ পুইশাক খাওয়ার জন্য কিনতে পাওয়া যায়!

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

আফ্রি আয়েশা বলেছেন: ভালো লাগা জানালাম :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

সানড্যান্স বলেছেন: ভালবাসা জানালাম!!

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেক কিছু জানা গেল আরবদের সম্পর্কে । সুন্দর +

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ বস! মালয়েশিয়া নিয়ে লেখা কই?

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

ইমরান আশফাক বলেছেন: শাকের মধ্যে ওরা চেনে শুধু পাটশাক, পাটশাক খেয়েছেন তো ওখানে? আমার তো মোটেই ভালো লাগেনি। আর ইয়ামেনীরা যদি ঐ দেশ থেকে চলে আসে তাহলে ওদের খোবজা খাওয়া মাথায় উঠবে। খেবছা আর মান্দি ছাড়া ওদের নিজেস্ব কোন খাবারের নাম মনে করতে পারছি না, তাও যদি ওরা নিজেরা রাঁধতে পারতো।

যাই হোক, আপনার পোস্টের মাধ্যমে ঐসব পাগোলদের কাছে অনেকদিন পর আবারও পৌছাতে পারছি। নিত্য নতুন ঘটনা আশা করছি আপনার আগামী পর্বগুলোতে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

সানড্যান্স বলেছেন: হ্যারে ভাই!! পাটশাকের ঝোল খাইসি!! চোখে পানি এসে গেসিল দেশের পাট শাকের রান্নার কথা মনে করে!

খবুজ এখন বাঙ্গালী আর ইণ্ডিয়ান পাকিস্তানীরাও বানাচ্ছে!

শালারা একটা আজব জাতি!
ধন্যবাদ ভাই

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার বর্ণনার স্টাইলটা বেশ মজার!
ভালো লাগছে পড়তে, চালিয়ে যান।

আনা বাহেব্বা্ক ! B-)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

সানড্যান্স বলেছেন: ফাদ্দাল সাদিক!!!

অনেক ধন্যবাদ ভাই।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ :P :P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আখু!

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

তিথীডোর বলেছেন: How could you live in a country that you hate so much?...Instead of giving any thoughtful information, you just keep cursing (শালা, অপদার্থ ইত্যাদি) them and showing their negative attitude! please keep in mind that every country/society have their negative & positive thing.....

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২

সানড্যান্স বলেছেন: টেক ইট ইজি, আই লাভ আরব দেশ, বাট নট দ্য পিপুল। ইফ ইউ এভার বিন দেয়ার, ইউ উড হ্যাভ নো, হাও দে আর! আম জাস্ট রাইটিং মাই এক্সপেরিয়েন্সেস।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সামু নিয়ে এতো বিরক্তি!!! কর্তৃপক্ষের উপর এতো রাগ!!!

আপনি না সেলিব্রিটি হতে চান না? আপনি তো জানতাম নিজের ভাল লাগার কারণে লিখেন, পাবলিসিটির জন্য না। তাহলে নির্বাচিত পাতা নিয়ে এতো মাথা ব্যথা কেন?

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

সানড্যান্স বলেছেন: মান সম্মত লেখা গুলো নির্বাচিত পাতায় কেন যাবে না? নির্বাচিত পাতার সাথে তো সেলেব হওইয়ার সম্পর্ক নাই।

আর সুপ্রিয়া, আমার ধারণা আপনিও খুব ভাল জানেন সান ড্যান্স যা ইচ্ছা তাই লিখে না, তার সাহিত্যবোধ সম্পর্কে অনেকের চাইতে আপনি বেশী জানেন!

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৮

অনিক্স বলেছেন: ঘুমাইতে যাইতেছিলাম। পরে পইড়া কমেন্ট দিবো। :P আপাতত মাইনাস * মাইনাস।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

সানড্যান্স বলেছেন: হাহাহাআহা

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৩

রকস্টার দত্ দ্রোন বলেছেন: ভাল্লাগসে :-D আমি তো সেই কখন বলছিলাম মুজতবা আলীর ৭৫ ভাগ আপনার কাছে আছে :-P

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

সানড্যান্স বলেছেন: এভাবে বলতে হয় না! কই লিভার পুল কই চাঙ্খার পুল!!

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

মাছুম আহ্‌মেদ বলেছেন: ৩য় পর্বের অপেক্ষা কবে নাগাদ শেষ হবে? :|| :|| :||

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৩

সানড্যান্স বলেছেন: ইংশাল্লাহ, এই এখন দিব!

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৫

সরদার হারুন বলেছেন: আমি রস পেলাম না এ জন্যে যে একটা পুরা আরব জাতির খারাপ দিক তুলে ধরছেন এবং নাম দিয়েছেন আরব্য রজনি । তা্ই আমার রসবোধ খেজুর রসের সাতে মিলে না ।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

সানড্যান্স বলেছেন: কি করবেন আর, ভাদ্র মাস পর্যন্ত ওয়েট করেন, তালের রস আসবে!

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

আমি ইহতিব বলেছেন: হায়রে সামির বউরা....

হায়রে আমাদের লাল শাক.........

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

সোহানী বলেছেন: হাহাহাহা্......... সত্যিই যা দেখছি জংলি কুজতে আফ্রিকা যাওয়া লাগবে না ।

কিন্তু এদের এহেন কর্মকান্ড প্রচার হয়না বিশ্বে কারন পশ্চিমা বিশ্ব ওগোরে ঘুম পাড়ায়ে রাখছে। বাবু ঘুমাও, লাল সরবত খাও, মেয়ে নিয়া ফুর্তি করো আর বাচ্চা উৎপাদন করো..........

লিখায় যথারীতি ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.