নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

যে মুভিটির রেটিং আমি দশে দশ দিয়েছি!

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৯

আমি গত দু সপ্তাহে ২০ টির উপর মুভি দেখেছি। আমার রিভিউ লিখতে ইচ্ছে করেনি। ভেবেছিলাম পরে একিসাথে সব গুলো ডাউনলোড লিঙ্ক দিব। কিন্তু আজ হঠাত ব্রেক করতে বাধ্য হলাম। আজ শুধু একটি মুভির রিভিউ দিব! আমি বিভিন্ন ভাষার মুভি দেখতে ভালোবাসি, সবচাইতে বেশী পছন্দ করি যুদ্ধের উপর নির্মিত মুভি গুলো।







দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত প্রিয় সিনেমা ছিল এনিমি এট দ্য গেটস, যার সাথে ২০১৪ এর মুক্তি পাওয়া আমেরিকান স্নাইপারের বেশ কিছুটা মিল রয়েছে। তবে এনিমি এট দ্য গেটস এর তুলনা সে নিজেই, আমেরিকান স্নাইপার তার ধারে কাছেও যেতে পারেনি! আর কোরিয়ান যুদ্ধের উপর ছিল ব্যাটল গ্রাউন্ড 625(আপনি এই মুভিটি দেখতে চাইলে মুভিটি অবশ্যই ব্লু রে প্রিন্ট নামিয়ে রুমের লাইট অফ করে দেখবেন, নাহলে মুভির নৈসর্গিকতাটা ওভাবে পাবেন না!)







আমি এখন যে মুভির গল্পটি আপনাদের বলব, তা সার্ব-বসনীয় যুদ্ধের গল্প। বসনীয় একদল সৈন্য রাতের আধারে রাস্তা হারিয়ে সার্বিয় সীমানার কাছাকাছি চলে যায়, ঘুম ভাঙ্গতেই সার্বরা আক্রমণ চালায় বসনীয় দের উপর। পালাতে যেয়ে আহত অবস্থায় নো ম্যানস ল্যান্ডের ট্রেঞ্চ এর মাঝে আটকা পরে একজন বসনীয়। পরবর্তীতে রেকি করতে আসে দুজন সার্ব সৈণ্য। বসনীয় সৈণ্যের এম্বুশে একজন সার্ব নিহত হন। কিন্তু তার আগেই সার্বীয় সৈন্য দুজনের একজন সার্বীয় নিষ্ঠুরতার প্রমাণ রাখেন। একজন বসনীয় সৈণ্য কে মৃত ভেবে একধরণের ল্যান্ড মাইন ডেটোনেট করেন তার লাশের নীচে। এটাকে বলা হয় ব্যুবি ট্র্যাপ। কেউ লাশ সরাতে আসলেই বুম!পরবর্তীতে দেখা যায় যে বেচারার দেহে প্রাণ আছে, সাময়িক জ্ঞান হারিয়েছিল মাত্র! দূর থেকে বাইনোকুলার এ দেখে দুই পক্ষই অবহিত করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কে। উপর মহল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই বাধা হয়ে দাঁড়ায় এক টিভি রিপোর্টার! বাধ্য হয় জরুরী সেবা আসতে! এর পরে আর বললে স্পয়লার হয়ে যায়!

















অসাধারণ এক মুভি, অসাধারণ তার স্ক্রীণ প্লে! তবে এই মুভির ডায়ালগ গুলো চূড়ান্ত স্যাটায়ার মূলক! ইংলিশ সাবটাইটেলেই হেসে খুন হয়ে গিয়েছি! একটা উল্লেখ না করলেই নয়!



>People says , Mine experts do only one mistake in their life!



>>Lol, not one! Its two!



>Then whats the other one?



>>when they choose that job for ‘emselves!





আমি বিস্তারিত আর কিছু দিতে চাচ্ছিনা ইচ্ছে করেই! অসাধারণ এক উপভোগ্য মুভি! IMDb রেটিং পাক্কা ৮! আমি চোখ বুজে দশে দশ দিয়ে দিয়েছি! অন্তরে দাগ ফেলে দিসে!





টরেন্ট লিনক

Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩২

বিষন্ন পথিক বলেছেন: দেখব

কি বোর্ডে বাংলা ৪ লিখেতে গেলে ৮ হয়ে যায়। ২০১৮ সাল? ;)

১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৪

সানড্যান্স বলেছেন: হাহাহ, একবার এডিট করেছিলাম, কাজ হয়নি! তাই আবার করলাম! ধন্যবাদ ভাই!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৫

দ্য েস্লভ বলেছেন: বিজ্ঞাপন দেখে দেখতে ইচ্ছে করছে :)

১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৮

সানড্যান্স বলেছেন: না দেখলে মিস! আ মুভি অফ লাইফ টাইম!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: বেশী না বলে ভালোই করেছেন। তাহলে ব্যুবি ট্র্যাপ এর মজাটাই নষ্ট হয়ে যেতো। লিংক যেহেতু দিয়েছেন, দেখে নিতে পারবো। বর্ণনায় মনে হল বেশ উপভোগ্য হবে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আবার আসতে হল। আপনার লিংক কাজ করছে না। একটু চেক করে দেখবেন প্লীজ।

১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৪

সানড্যান্স বলেছেন: না দেখলে বিশাল মিস ভাই! সামুর প্রব্লেম! দেখেন, এবার পাওয়ার কথা!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১২

যোগী বলেছেন:
দেখেছি অনেক আগে আমারও প্রিয় মুভি এটা, সম্ভবত অস্কার পেয়েছিল সেই সময়।

১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৫

সানড্যান্স বলেছেন: হ্যা বস, একটা অস্কার ছাড়াও আরো ৩১টা পুরষ্কার আর ১৫টা নমিনেশন পাওয়া!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

আবু শাকিল বলেছেন: মুভি ওয়াচিং লিস্টে রাখলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

সানড্যান্স বলেছেন: দেখে ফেলেন ভাই, লেইট করলেই দেরী!

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

হাসান মাহবুব বলেছেন: দেখেছি। অসাধারণ একটি ছবি।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আসলেও তুলনাহীন!

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

ডি মুন বলেছেন:
দেখা হয় নি। :(

তবে যুদ্ধের মুভি দেখতে ভালো লাগে।
ধন্যবাদ শেয়ার করার জন্যে ভাই
:)

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

তুষার কাব্য বলেছেন: দেখা হয়নি এখনো ।

নিয়ে নিচ্ছি :D

১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৫

কলমের কালি শেষ বলেছেন: দেখতে হবে ।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৭

নীল বরফ বলেছেন: আমার দেখা অন্যতম সেরা যুদ্ধের সিনেমা ভাই!। পরিখার মধ্যে দুজনের কথা কাটাকাটি! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.