নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! সপ্তম পর্ব!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

আফুয়ান ইয়া সাদিক, ইয়া হাবিবি, আলহীন রোকন সাবা! শুকরান!! সাদিক সাদিক সাওয়া সাওয়া!






৩০শে অগাষ্ট ২০১৪ ই্ং


আরব দেশে সিগারেট খুব সস্তা। :D পান চলে হরদম। তবে আরবরা সিগারেট পান দুটোই অপছন্দ করে। এখানে টার্কি মেইড গোল্ড লিফ পাচ টাকা ছিল প্যাক, এখন ছয় টাকা হইছে। নাহ কোন বাজেটে নয়, এমনিতেই দাম বেড়েছে। বেন্সন ও টার্কি মেইড, দাম আট টাকা প্যাক। আমেরিকান মেইড মার্লবোরো আছে, কিন্তু বেশী খেলে দাত ব্যথা করে। দাম দশ টাকা। সুইজারল্যান্ডের মেড ডানহিল পাওয়া যায়, দশ টাকাই দাম, লাইটস ও আছে। আর আছে ডেভিডাফ। সাত টাকায় আছে এল &এম। আমি বেনসনেই আছি।B-)




সব ই ঠিকাছে, কিন্তু বিড়ির প্যাকেটে দেখবেন উদ্ভট সব ছবি! আংগুল পুড়ে যাচ্ছে, প্রেগন্যান্ট মহিলার পেটের শিশুতে আগুন লাগছে ইত্যাদি সব ভয়াবহ ছবি, আর সেই সাথে বিধিবদ্ধ বানীয়ে বিড়ির প্যাকেট, আমাদের দেশের মত! লেখা থাকে টার, মনোক্সাইড, নিকোটিন কতটুকু আছে!খুব বাজে ব্যাপার!:((:((




পান একেকটা এক টাকা, আসে বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি থেকে, পান ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট এর লোকেরা ঘাসের মত খায়, অনেক লোক পান মুখে দিয়ে সিগারেট ধরায়।পান এখানে রেডিমেড পাওয়া যায়। আরবেরা খুব ফ্রিকোয়েন্ট, এক ইজিপ্সিয়ান ডাক্তার পিতার সামনেই আমাকে সিগারেট অফার করছিল!:P:P




আরেক জিনিস চলে, তাম্বাক! ইন্ডিয়ান লোকজন খায়, হাতে ডলে বল বানিয়ে গুলের মত ঠোট আর মাড়ির মাঝে গুজে দিতে হয়। আমি আরব এবং সুদানীয় লোকজন কে দেখেছি এই জিনিসের নেশা করতে!:P:P
চা প্রতিকাপ ১/ ২ রিয়েল।X(




এছাড়া ভাল মন্দ হিসেবে মদ এবং হাশিস পাওয়া যায়। তবে ধরা খাইলে শ্যাষ! কল্লা যাবে গা! সীসাও পাওয়া যায়। ভুলে গেসিলাম, একজনায় কমেন্টে বলাতে মনে পড়ল, বিশাল বড় গড়গড়া। তবে সীসা বৈধ, ছেলে বুড়ো বাপ সবাই খায়!:|:|:|




নেশা এবং মৃত্যু খুব কাছের বিষয়। আরবে সব চে বেশী মরে ডায়াবেটিস, রেনাল ফেইলর আর এক্সিডেন্ট এ। প্রায়শই হাসপাতালে আসে, ব্লাড সুগার আড়াইশ, তিনশো নিয়ে!!/:) কোন বিকার নাই এদের।জলহস্তীর মত বপু নিয়ে ঘুরে বেড়ায়, একদিন খেল খতম!:-* আরব লোকজন মরার পর আত্মীয়রা খুব একটা দেরী করে না। এরা লাশ বাসায় নেয় না। ধরেন হসপিটালে মারা গেছে, এখান থেকে আর বাড়িতে নিবে না, সোজা মসজিদে নিয়ে গোসল, জানাজা, সেখান থেকে কবর। খুব দ্রুততম সময়ে কবর দেয়া হয়। যেহেতু লাশ বাড়িতে আনে না, তাই মহিলারাও দেখে না। :|



আরবেরা যেখানে মারা যাবে, সেখানেই কবর দিবে, ধরেন রিয়াদের স্থানীয় কেউ জেদ্দায় গিয়ে মারা গেসে, তার কবর জেদ্দায় হবে।এরা কান্নাকাটি তেমন একটা করে না, মরা বাড়িতে হাল্কা উতসবের আমেজ থাকে। সেখানে তাবু টানানো হয়, আর চলে আড্ডা আর খাওয়া। কি খাবেন? গাওয়া, খবুস, বিরিয়ানী চলছেই।/:) কিছুদিন পির আমাদের কুলখানির মত হয় "আজুমা" বা আখেরি খানাপিনা! সেইইই হেভী খাওয়া দাওয়া, খ্যাপসা, ছাগল দুম্বার রোস্ট ইত্যাদি!/:)



কেউ মারা গেলে ব্যাপারটা এরকম, আলহামদুলিল্লাহ্, আল্লাহ তাকে পাঠিয়েছেন, আল্লাহ ই নিয়ে গেছেন! কান্না কাটিতে এশ ফায়দা?
(লাভ কি!:P)




২রা সেপ্টেমবর ২০১৪ইং


আমি ভাবছিলাম দেশের হাসপাতাল খুব বিচিত্র জায়গা। আরব দ্যাশ আমার ভুল ভাংগি দিছে। প্রায়শ কিছু আজুবা সিচুয়েশন হয়, আমি নিজে বেকুব হয়ে যাই।B-)



হুকুমা বা সরকারী হাসপাতাল গুলো আমাদের দেশের মেডিকেল কলেজ হাসপাতালের চাইতে বেশী সুযোগ সুবিধা রাখে। এখানে চিকিতসা এবং ঔষধ টোটালী ফ্রী।তবে শুধু মাত্র আরব এবং স্পেসিফিক ভিসা ওয়ালাদের জন্য।X(




একদিন মর্নিং ডিউটিতে গেছি, রুগী কম ছিল, টেনিস ব্যাট দিয়ে মাছি মারতেছি, ৬টা মেরে ৭ নম্বরটা খুজতেছিলাম(এখানে সব জায়গায় মাছি), কেরালার সিস্টার আইসা বলল রুগী আসছে, গিয়ে দেখি কম বেশী একশ বছরের এক চাচা, ফাইল খুলে দেখলাম লাস্ট নাইটে আসছে, ডা ইয়াসির ইউ আর টি আই ডায়াগনোসিস করে এন্টিবায়োটিক ট্রিটমেন্ট দিছেন, তো আমি বল্লাম ট্রিটমেন্ট তো গতকাল রাতেই দিছে, এখুনি আবার আসছেন ক্যান? জবাব শুনে বেকুব, এক ডোজ ঔষধে রোগীর জ্বর কমে রুগী ভাল হয় নাই ক্যান? এরা এতটাই অধৈর্য!X((




আরবীতে বলে ছুরা, ছুরা! আসলেই এদের খুব তাড়াহুড়ো। পাকিস্তানী ডা ইরফান প্রথম দিনেই আমাকে বলছিল, বি কেয়ার ফুল, দে হ্যাভ নাথিং টু ডু, বাট দে আর অলয়েজ ইন ফাকিন হারি! সো ইনপেইশেন্ট!X(



হাসপাতালে আসবে, গায়ে কোন আঘাত নাই, পড়ে যাওয়ার হিস্ট্রি নাই, জেনারেল ব্যাক পেইন এবং নন স্পেসিফিক, তবু নিজে নিজেই বলবে এক্স রে দাও!প্রেসার বাড়ছে, হাসপাতালে আইসা নিজেই বলবে ইসিজি দরকার! যদি বলি দরকার নাই, বলবে মাফি গিরগির(বেশী কথা বলবা না!!) X#




(ব্যাপারটা এরকম, সব আমাদের, তুই বহিরাগত, তুই দিবি না ক্যান?/:)
একবার একজনের মাথাব্যথা, আমি এক্স রে দিই নাই, সে সোজা গেছে মুদীরের(ডাইরেক্টর) কাছে, মুদীর খুব শিক্ষিত, ফার্মাসিস্ট, ডিপ্লোমা ডিগ্রী, আমার কাছে এসে বলতেছে আপনি এক্স রে দেন নাই ক্যান? বললাম কোন দরকার নাই, বুঝায়ে বল্লাম ভাংগা আরবী ইংলিশে, মুদির বহু কস্টে আমাকে বুঝাল সে চাইছে, এটাই দরকার!X((




আবার এক অস্টাদশী ছাগলের গুতা খেয়ে ঠিক লেফট আই ব্রো এর উপরে কাটসে, গড নোজ এত সুন্দর মেয়ে ছাগলের কাছে কি করে! প্রোব্যাবলি খাবার দিচ্ছিল, আমি সেলাই দিছি নিজ হাতে প্রোলিন ৫ দিয়ে, সেলাই কাটার পর বিচার দিসে, ডাক্তার ভালনা, তার আই ব্রোতে দাগ পড়ে গেসে, তার এখন বিয়ে হবে না!/:)



ফিলিপিনা সিস্টার গ্রেস এন বেটেল হাসতে হাসতে যখন একথা বলসে, আমি বল্লাম টেল হার আম স্টিল সিংগেল, আই হ্যাভ নট ইভেন আ সিংগেল ওয়াইফ ইয়েট, আই ক্যান ম্যারি হার!B-)B-)


আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো!! ষষ্ঠ পর্ব!!

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! পঞ্চম পর্ব!

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! চতূর্থ পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! তৃতীয় পর্ব!

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! দ্বিতীয় পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: সামুতে আসা হয় না আর আগের মত , সেই জমজমাট ভাবও নেই এখন তবে , আপনার এই লেখা গুলো আসলে আসতেই হয় ।
আর একটা প্রশ্ন ভুরু কাটা সুন্দরি কি কিছু বলেছে উত্তরে :P :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

সানড্যান্স বলেছেন: পাগল নাকি ভাই, তারে কি এই কথা বলা যায়?

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

নজরুল উড়াল চন্ডী বলেছেন: ফিলিপিনা সিস্টার গ্রেস এন বেটেল হাসতে হাসতে যখন একথা বলসে, আমি বল্লাম টেল হার আম স্টিল সিংগেল, আই হ্যাভ নট ইভেন আ সিংগেল ওয়াইফ ইয়েট, আই ক্যান ম্যারি হার!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

সানড্যান্স বলেছেন: :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

নজরুল উড়াল চন্ডী বলেছেন: সেই ৪ বছর আগে এখানে আশা হত তারপর আর আসা হইনি গত৪ বছর একমান আপনার পোষ্ট পড়ার জন্য একখান আইডি খুলছি আবার, আগেরটা হেতেরা খিদা লাগছে আর খাইয়া ফেলছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, ফাদ্দাল!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা সিগারেটে বেশী মাত্রায় অভ্যস্ত, তাদের আরবেই চলে যাওয়া উচিৎ। :)
হাসপাতালে ডাক্তারের চেয়ে রোগীর দাপটই বেশী মনে হল, যদি সে আরব রোগী হয়। বিরাট ক্যাচাল দেখা যায়। :(
যার আই ব্রো কেটেছিল শেষ পর্যন্ত তার কি কোন গতি হল? :P নাকি আপনাকে পছন্দ করে নাই? ;)
আরবদের বিচিত্র কাহিনী পড়ে আসলেই মজা পাচ্ছি সানড্যান্স। খুব উপভোগ্য একটা ধারাবাহিক। সাথেই আছি। শুভ কামনা রইলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৯

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩

তোফায়েল খান বলেছেন: ধুর! আবার লগ-ইন দিতে হলো। :((
লেখাগুলো ভাল লাগে কিন্তু কমেন্ট করা হয় না।

যাই হোক। মদীন ইউনিভার্সিটিতে আমার বন্ধু পড়াশোনা করে তাই তার কাছ থেকে আরবদের খাসলত কিছু জানতাম। কিন্তু আপনার লেখায় হিউজ জানলাম। আচ্ছা, আরবদের মেহমানদারী সম্পর্কে কিছু বলেন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২০

সানড্যান্স বলেছেন: সমস্যা নাই। কমেন্টে কি আসে যায়?
অনেক ধন্যবাদ ভাই। সামনে জানাব।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

মধুমিতা বলেছেন: মজা করে লিখেছেন। অনেক ভালো লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

ভূতের কেচ্ছা বলেছেন: আবার এক অস্টাদশী ছাগলের গুতা খেয়ে ঠিক লেফট আই ব্রো এর উপরে কাটসে, গড নোজ এত সুন্দর মেয়ে ছাগলের কাছে কি করে! প্রোব্যাবলি খাবার দিচ্ছিল, আমি সেলাই দিছি নিজ হাতে প্রোলিন ৫ দিয়ে, সেলাই কাটার পর বিচার দিসে, ডাক্তার ভালনা, তার আই ব্রোতে দাগ পড়ে গেসে, তার এখন বিয়ে হবে না!/:) =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

সানড্যান্স বলেছেন: হাহাহাহ

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: বেশ জমায়া লিখসেন। মজা পাইলাম পৈড়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ বস!

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

এনামুল রেজা বলেছেন: হাসতে হাসতে মরলাম-
আরবীতে বলে ছুরা, ছুরা! আসলেই এদের খুব তাড়াহুড়ো। পাকিস্তানী ডা ইরফান প্রথম দিনেই আমাকে বলছিল, বি কেয়ার ফুল, দে হ্যাভ নাথিং টু ডু, বাট দে আর অলয়েজ ইন ফাকিন হারি! সো ইনপেইশেন্ট

পুরো দিনলিপিটাই দুর্দান্ত। :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৮

সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই!

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

আবু শাকিল বলেছেন: সব গুলা কাহিনীতে বেশ মজা পাচ্ছি :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

সানড্যান্স বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই!

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

অক্টোপাস পল বলেছেন: খুব ভালো লাগলো। চলুক। :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩১

সানড্যান্স বলেছেন: চলছে ভাই!

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

মাছুম আহ্‌মেদ বলেছেন: আনা সৌদ = আমি টোটাল এন্টারটেইনমেন্ট হইতে পারে :P , ভাই এত্ত অপেক্ষায় রাখেন কেন, অষ্টম পর্ব তাড়াতাড়ি ছাড়েন।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

ময়ূখ কিরীটি বলেছেন: ছাগলে কাটা সুন্দরীর মতোই সুন্দর আর ঝরঝরে আপনার সিরিজের পোষ্টগুলো.........সাথে আছি।
আচ্ছা ব্রাদার- মেডিকেলের কাহিনিতো বেশ শুনলাম- এবার ওদের উতসব পর্বগুলোর বিশেষ করে বিয়ে-শাদীর আয়োজন নিয়ে কিছু বলুন :)

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

ইমরান আশফাক বলেছেন: আমার আব্বা ওখানে ডাক্তার ছিলেন, হায়েলে পোস্টিং ছিলো। তার আগে ছিলো দুইটা গ্রামে। ওখানকার রোগীদের আচার-আচারন সন্মন্ধে ভালোই ধারনা আছে, বিশেষ করে রোগী যদি বেদু হয়। :#)

আম স্টিল সিংগেল, আই হ্যাভ নট ইভেন আ সিংগেল ওয়াইফ ইয়েট, আই ক্যান ম্যারি হার!

ঐ ফিলিপিনো সিস্টারকে দিয়ে জানা উচিৎ ছিলো ডাক্তারকে পছন্দ হয়েছে কিনা। :P

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

হুমায়ুন তোরাব বলেছেন: চলতে থাকুক ।।
আল্লাহ তো শুধু শুধু কোরানে বলেন নাই যে হে মানব জাতি তোমরা বড়ই তাহাহুড়ো কর ।।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

সোহানী বলেছেন: টেল হার আম স্টিল সিংগেল, আই হ্যাভ নট ইভেন আ সিংগেল ওয়াইফ ইয়েট, আই ক্যান ম্যারি হার!

মাইরালা.... কেউ হেতেরে মাইরালা........ অাপনি গেছেন আরবের হাতে........+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.