নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটা পোষ্ট! সহধর্মিনী কে কি নামে ডাকবেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪


সহধর্মিনী কে কি নামে ডাকলে তার প্রতি আসল ভালোবাসা প্রকাশ পায়? আমি প্রায়শই এই এক্সপেরিমেন্ট চালাই।

নানান ধরনের মানুষ আসে আমার কাছে চিকিৎসা নিতে। আমি হামেশাই মহিলা কে দেখিয়ে পুরুষ লোকটিকে জিজ্ঞেস করি, উনি আপনার কি হন? বহু মানুষ বহু রকম উত্তর দেয়।

এক সচিব কে জিজ্ঞেস করেছিলাম, কি হন উনি আপনার? হেভী পার্ট নিয়ে বলেছিলেন আমার ওয়াইফ। B-) ওভার স্মার্ট এক কাপল জবাব দিয়েছিলেন, উই আর পার্টনার্স! তাবলীগ করা এক প্রফেসর জবাব দিয়েছিলেন বিবি হয় আমার!;) অথবা ধরুন সেই পয়নিষ্কাশন কারী লোকটার কথা, সে জোর গলায় বলেছিল, মোর বউ!:) আর সদ্য ঢাকায় আসা গার্মেন্টস এ জব করা রমেশ নামক শ্রমিকটি বলেছিল-ইস্তিরী!!:) প্রেমিক জুটি বলেছিল-আমার জান!X((



তবে গতকাল আমার যে অভিজ্ঞতা হল কিংবা যা শিখলাম, সেটাকে আসলে অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারছিনা। /:)

নেহায়েত অশিক্ষিত বুড়ো চাচা, যার কথার ফাকে দিয়ে থুতু বেরুচ্ছে, সাথে পর্দানশীন ওয়াইফ ( মায়ের বয়সী আমার, যার কাপড় খুলে হাটু দেখতে আমার প্রায় মিনিট দশেক ধমকাতে হইসেX((), তারা আমাকে শিখিয়ে গেছে, কি নামে সহধর্মিনী কে ডাকতে হয়:|। ক্লান্ত-বিরক্ত আমি বুড়ো চাচা আবুল হাশেম মিয়া কে মহিলা দিকে আঙ্গুল দেখায়ে জিজ্ঞেস করলাম, কি হয় আপনার?


--স্যার, উনি আমার পরিবার!:-*:-*:-*



খুব ইচ্ছে হচ্ছিল চাচার পায়ে হাত দিয়ে সালাম করি! স্যার দের এরকম করা শোভা পায়না, তাই পারিনি!

মন্তব্য ২৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬

স্পাইক্র্যাফট বলেছেন: পরিবারও যে সম্পর্ক হয়, জানা ছিল না। তবে আমি আমারজনকে ডাকি “বন্ধু” বলে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪১

সানড্যান্স বলেছেন: কিছু কথা রাখুন না গুপন!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা। যে যাই বলুক পরিবার কথাটা বেশ পুরনো এবং জনপ্রিয়।


্আমারটারে আমি বউ ই কই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: পরিবার কথাটার মধ্যে একটা আন্তরিকতা, আর আত্মার টান আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৬

সানড্যান্স বলেছেন: হ্যা রে ভাই, এটাই বোঝাতে চেয়েছি!

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: কোন নামের কী মাহাত্ম্য সেটা বললে কিন্তু আরও বেশী ভালো হতো। তখন বুঝা যেতো কোনটাতে বেশী আন্তরিকতা প্রকাশ পায়। যদিও আপনার ধারণা পরিবার ডাকাতেই বেশী আন্তরিকতা প্রকাশ পায় কিন্তু কীভাবে সেটার ব্যাখ্যা প্রয়োজন ছিল। কারণ কারো ধারণা হতে পারে যার যার ডাকা নামই বেশী আন্তরিক। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গী কী বলে সেটা তুলে ধরার আহ্বান রইলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৭

সানড্যান্স বলেছেন: সবাই বউ বলে, কিংবা ওয়াইফ ইত্যাদি। কিন্তু যখন বলে পরিবার, তখন অন্তরের আন্তরিকতাটা মুখে চলে আসে, এইই!

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

কাজী রায়হান বলেছেন: পরিবার শব্দটা ব্যবহার করা হয় সকল সদস্যকে বোঝাতে । আর আগেকার লোকেরা এটা ব্যবহার করত সরাসরি স্ত্রী বা বউ বলতে দ্বিধা বা লজ্জা থেকে বাচাঁর তাগিদে । ব্যাপারটা সম্পর্কের ক্ষেত্রে লাজুক ভালবাসার প্রকাশ হতে পারে , কিন্তু ব্যাক্তিগত সর্ম্পক বোঝাতে বাংলা ভাষায় বউ এর চেয়ে মধুর কোন শব্দ আছে বলে মনে হয় না ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৮

সানড্যান্স বলেছেন: বৃদ্ধ লোকদের ঐ লাজুক ভাব আর থাকে না রে ভাই, আন্তরিকতাই!

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

আবু শাকিল বলেছেন: সহধর্মিনী র বহু ব্যবহার শিখলাম =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১০

সানড্যান্স বলেছেন: বাস্তব জীবনে কাজে লাগবে আশাকরি ভাই!

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

হুমায়ুন তোরাব বলেছেন: সহধর্মিনি ১০১ কোর্স করা লাগব তারপরে বলুম ।।
আমি নাটক টিভিতে দেখছি পরিবার বলে ডাকতে ।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৯

সানড্যান্স বলেছেন: হাহাহাহাহা, কোর্স কম্লিট করতে চাইলে পেরাইভেটে আস!

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০১

শাহরীয়ার সুজন বলেছেন: বিয়াটা কইরা নেই তারপর ভেবে দেখবো কী নামে ডাকা যায়।

লেখাটা ভাল্লাগসে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

সানড্যান্স বলেছেন: হাহাহাহা!
ধন্যবাদ ভাই!

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

ইমরান আশফাক বলেছেন: উনি পরিচয় করে দিয়েছেন আমার পরিবার বলে, ভালো লাগলো। তবে বউকে ডাকার সময় নিশ্চয়ই পরিবার বলে ডাকে না, বড় সন্তানের নামের মা বলে ডাকে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

সানড্যান্স বলেছেন: সেটাই কি স্বাভাবিক নয়?

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: গ্রামের কাউকে জিজ্ঞেস করলে এই উত্তর মিলে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৮

সানড্যান্স বলেছেন: হ্যা, ভদ্রলোক ঢাকার বাইরে থেকেই আসছেন!

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

মাছুম আহ্‌মেদ বলেছেন: কলিকাল আয়া পরছেরে ভায়ে..... এখনকার মাইয়াগুলা এহেন পরিচয়ে খুব বেশি স্যাটিসফাইড হবে বলে মনে হয় না। তবে পরিবার নামক পরিচয়ের মধ্যে যথেষ্ট সম্মান এবং মাধুর্জতা বিদ্যমান। ভাললাগছে.... :) :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৬

সানড্যান্স বলেছেন: ন্তরিক ধন্যবাদ ভাই!

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

সোহানী বলেছেন: আচ্ছা দাড়ান জিগাইয়া লই.....

ওই শুনছো রহিমের বাপ....................

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৬

সানড্যান্স বলেছেন: াহাহহাআহা

১৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

অ্যানালগ বলেছেন: আমাকে ডাকা হয় জামিলা বলে। :#>

বাট আই অ্যাম দ্যা হাজব্যান্ড, নট ওয়াইফ :-/

জামু থেকে জামি হয়ে জামিলা :-*

এগুলি সব জামাই শব্দের অপভ্রংশ B:-)

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪

সানড্যান্স বলেছেন: হাহাহহাহা

১৪| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আকিব আরিয়ান বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.