নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

নি:শ্বাস কথন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯



নীরবতা অনেক কিছু বলে, বলতে পারে
হয়ত ফোনের এপাশে কিংবা ওপাশে!
কখনো শুধুই ফোন ধরে রাখা এক প্রান্তে
উৎকণ্ঠা! ওপাশের নিঃশ্বাসের, ভারী, লঘু!

হয়ত সে ঘুমিয়ে গেছে অন্য প্রান্তে কথায় ক্লান্তিতে
অথচ এপাশে অন্য সে ধরে আছে ফোন, আর
চোখ মুদেঁ ভাবছে, কেমন দেখায় ঘুমন্ত তাকে!
স্বপ্নেরা ডানা মেলে ওঠে, বাগান সাজায় বোগেনভোলিয়াতে!


মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে নীরবতা
কিছু শীৎকার শামিল হয় তাতে, বাঁধ মানেনা!
তপ্ত-উত্তপ্ত নিঃশ্বাসে একসময় নেমে আসে স্নিগ্ধতা!
দুপাশে ধরে রাখা ফোন, লাজুক নীরবতা!

অথবা ব্যথাতুর দুটো হৃদয়ের কিংকর্তব্যবিমূঢ়তা
কথা বলাই বাহুল্যতা সেখানে, তাই নিঃশ্বাসের নীরবতা
ছোট-বড়, না বলা অসহায়ত্ব ইত্যাদি
না বলা অনেক কথা বলে দেয় নিঃশ্বাস!

অতঃপর!
শেষ হয় কোন এক পাশের দীর্ঘশ্বাসে!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অন্ধবিন্দু বলেছেন: নীরবতা অবশ্যই অনেক কিছু বলতে পারে; কখনও কখনও সবটাই। কবিতা পড়ে নীরব থাকতে পারলেম না। । ভালোলাগা জানালেম, সানড্যান্স। ওয়ালাইকুমস সালাম।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: সানড্যান্স ,



পৃথিবীর সবচেয়ে মধুর সঙ্গীত হলো নিরবতা । যদি শোনার তেমন একটি কান থাকে ।

ভালো লাগা ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অতঃপর!
শেষ হয় কোন এক পাশের দীর্ঘশ্বাসে ।

সুন্দর +

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

আমি স্বর্নলতা বলেছেন: অতঃপর!
শেষ হয় কোন এক পাশের দীর্ঘশ্বাসে

কবিতায় ভালো লাগা রইল অনেক ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

আবু শাকিল বলেছেন: ফেসবুতে মনে হয় পড়েছি ।
ভাল লাগল ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৩

রুদ্র জাহেদ বলেছেন:

অতঃপর!
শেষ হয় কোন এক পাশের দীর্ঘশ্বাসে!
দারুণ কবিতা+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.